আপনারা যারা Windows ফোন ব্যবহার করেন, তারা জানেন যে কিছুদিন আগেই VLC এর স্ট্যাবল ভার্সন স্টোরে রিলিস করা হয়। কিন্তু, এখনো এটি পুরোপুরি ভাবে সব ভিডিও ফাইল সাপোর্ট করে না। সেই দিক থেকে Moli Player এখন পর্যন্ত Windows ফোন এর বেস্ট ভিডিও প্লেয়ার। তবে, এটি একটি প্রিমিয়াম অ্যাপ্লিকেশন। এটি trial হিসেবে কিছুদিন ব্যবহার করার পর আপনাকে কিনতে বলবে।
তবে
এটির একটি ফ্রি ভার্সন আছে যা শুধু China-এর ইউসারদের জন্য। ফ্রি ভার্সন
আপনি আজীবন ব্যবহার করতে পারবেন। আজকে আমরা দেখবো কিভাবে যেকোনো Country
থেকে Moli Player এর ফ্রি ভার্সন টি পাওয়া যায়।
১. মোবাইল এর নেট কানেকশন অন রাখুন।
২. সেটিংস এ ক্লিক করুন।
৩. সেটিংস থেকে region সিলেক্ট করুন।
৪. এবার Country/Region - 'China' সিলেক্ট করুন। এবং Regional Format 'English' সিলেক্ট করুন। সিলেক্ট করার পর ফোন রিস্টার্ট দিন।
৫. ফোন চালু হবার পরে স্টোরে যান।
৬. Moli লিখে সার্চ করুন। তাহলে MoliPlayer এর ফ্রি ভার্সন দেখতে পারবেন। এইটি ইনস্টল করুন।
৭. ডাউনলোড
কমপ্লিট হলে, মোবাইল এর সেটিংস এ গিয়ে region আপনার মত পরিবর্তন করে নিন।
যেমন- US/Bangladesh. Language ও নিজের ইচ্ছে মত পরিবর্তন করে নিন। এর পর
রিস্টার্ট দিন। এবং অ্যাপ্লিকেশন টি ওপেন করুন।
ওপেন করার পর প্রতিবার লাল চিন্হিত অপসন টি সিলেক্ট করবেন। সো, ফ্রি ভার্সন ইনস্টল করা সম্পন্ন হলো।
আশা করি সবাই বুঝতে পেরেছেন।
0 comments:
Post a Comment