paidvers

PaidVerts

Friday, December 18, 2015

আসুন 12-15 টাকা খরচ করে LED দিয়ে এনার্জি সেভিং লাইটের মত লাইট তৈরী করি

সার্কিটের বৈশিষ্ট্য

  •  কোন ট্রান্সফরমারের ব্যাবহার নেই।
  •  Ac 220v বিদ্যুতে চলতে সক্ষম।
  •  25-30 টা LED ব্যাবহার করলে প্রায় 25 ওয়াটের এনার্জি সেভিং লাইটের মত আলো পাবেন।
  •  Ac বিদ্যুতে ভোল্টেজ কম থাকলেও LED ফুল ব্রাইট নিয়ে জ্বলবে।
  •  কম এনার্জি খরচ করে।
  •  LED ছাড়া সার্কিট তৈরীতে খরচ পড়বে 12-15 টাকা।

তাহলে চলুন শুরু করা যাক।

সার্কিট টি তৈরী করতে চাইলে নিচের কম্পোনেট গুলো ম্যানেজ করুন।
  •  220n 400V এর ননপোলারিষ্ট ক্যাপাসিটর 1 টি।
  •  220uf 100v (100v না পেলে 50v তে কাজ হবে) এর পোলারিষ্ট ক্যাপাসিটর 1 টি।
  •  1N4007 মানের রেকটিফায়ার ডায়োড 4 টি।
  •  390k কোয়াটার ওয়াট মানের রেজিট্যান্স 1 টি।
  •  সাদা আলোর মাথা কাটা 1/4 ওয়াটের 25 টা LED (আমি ব্যাক্তিগত ভাবে 25 টা ব্যাবহার করেছি।আপনি চাইলে বাড়াতে কিংবা কমাতে পারেন)।
কম্পোনেন্ট গুলোর পর্যায়ক্রমে চিত্র দেখুন।




1n4007_by_S.k.joy
390k_by_S.k.joy.jpg

এবার কম্পোনেট গুলো মোটা কাগজ,ভেরোবোর্ড কিংবা প্লাস্টিক বোর্ডে নিচের চিত্রের মত করে সংযোগ করুন।

আমি সার্কিট টা প্লাষ্টিক বোর্ডে তৈরী করেছি এবং LED গুলো CD তে যুক্ত করেছি।আপনি আপনার সুবিধা মত কাজ করতে পারেন!

সব কাজ ঠিকঠাক ভাবে করে থাকলে সার্কিটে এসি বিদ্যুত প্রবেশ করান।কি দেখছেন?LED গুলো 25 ওয়াটের এনার্জি সেভিং লাইটের থেকে খারাপ জ্বলছে?নিশ্চয় না!আমার গুলো তো যা আশা করেছিলাম তার থেকে বেশীই জ্বলছে।

সতর্কতা: সার্কিট চালু থাকা অবস্থায় সার্কিটের কোন অংশে হাত দেবেন না।তাহলে ইলেকট্রিক শর্ক পাবেন।

0 comments:

Post a Comment