paidvers

PaidVerts

Thursday, December 17, 2015

About Me

 আমি সাঈম ।

আমি সব সময় গান শুনি ।রাতে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়।সারা দিন রাত মোবাইল আর কম্পিউটার নিয়ে পরে থাকি।সবার সাথে মজা করি।সবার সাথে সহজে মিশতে বেশি পছন্দ করি।মাঝে মাঝে কলেজ কামাই করতে পছন্দ করি।আমার বেশি নিয়ম মানতে ভাল লাগে না।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি কিন্তু পরে কখনও সুযোগমত তাকে পেলে উচিত শিক্ষা দিতে পিছ পা হয় না । ভালো লাগে চোখ বন্ধ করে বিভিন্ন কিছু ভাবতে মানে জেগে জেগে স্বপ্ন দেখতে । খারাপ লাগে যখন আপনজন থেকে কষ্ট পায় । নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করি । এক জায়গায় বেশীক্ষণ থাকি না । মাঝে মাঝে এমন কিছু ঘটনা দেখি , মনে হয় যে এই ঘটনাটা গতকাল ও আমার সাথে ঘটেছিল ।কিছু কিছু ব্যাপার এমন ও হয় যে এখন যেটা ভাবছি কিছুক্ষন পরে ঠিক তেমনি ঘটনা আমার সাথে ঘটে । সব সময় অযাচিত কারনে হতাশা অনুভব করি , নিজেকে বড় অসহায় মনে হয় । এই ছোট্ট জীবনে এমন কিছু শিক্ষা পেয়েছি যে আপনজনকে ও বিশ্বাস করতে কষ্ট হয় তবে বন্ধুদের জন্য সব কিছু উজার করে দিতে পারি হাসি মুখে । বন্ধুদের জন্য পিতামাতার অনেক কথায় মানা হয়না । ২৪ ঘণ্টায় ৫ বার খাবার খায় । আমার সবচেয়ে প্রিয় স্থান হল বিছানা একটানা ১৫/১৬ ঘণ্টা ঘুমাইতে পছন্দ করি । যারা একজনের কথা অন্যজনের কাছে বলে বেরায় তারা আমার ২ চোখের বিষ । যারা সামনে সামনে মিষ্টি কথা বলে আর পিছনে কটূক্তি করে আমার মতে এই সব চোগলখোরদের জিহবা কেটে ফেলা উচিত ।

0 comments:

Post a Comment