যাদের হেড ফোন নস্ট হয়ে আছে তারা আর নতুন হেড ফোন না কিনে একটু চেস্টা করলেই নস্ট হেদ ফোনকে ঠিক করতে পারেন।
তাহলে বন্ধুরা শুরু করা যাক,
যা যা লাগবে…
১. তাতাল
২. রাং
৩. রজন
৪. ব্লেড
৫. কসটেপ
নিচে চিত্র দেওয়া হলো







প্রথমে নিচের মত করে হেড ফোন খুলে নিই।/যাদের হেড ফোনের যে জাইগাই প্রব্লেম সেই জাইগাই খুললেই হবে,
আমারটা হেড ফোনের গোড়াই সমস্য...
এবার কেচি দিয়ে নিচের চিত্রের মত করে কেটে নিই।
খুব সাবধানতার সহিত কাটতে হবে যেন ভিতরের তার কেটে না যাই।
তার আর কাটা অংশ ধরে একটু আস্তে করে টানলেই হবে
এবার নিচের ছিত্রের তির চিন্নিত স্থানে দুই হাত দিয়ে ধরে আস্তে করে টান দিলেই তার বের হয়ে আসবে,
নিচের ছবির মত এমন কাটা অংশ পাওয়া যাবে ।এই হলো কাটা অংশ ,যার জন্যে শব্দ শোনা যেত না।
এবার কাটা অংশ টাকে মিডিল দিয়ে কেটে নিচের ছবির মত করে ব্লেড দিয়ে দুই মাথাই উপরের পাতলা প্লাস্টিকের আবরন তুলে নিই।
এবার ব্লেড উল্ট অংশ দিয়ে ঘসা দিলে ্তামার মত বের হলে নিচের ছবির মত তাতাল দিয়ে দুই মুখেই রাং লাগাই
এবার নিচের ছবির মত করে দুই মুখ রাং দিয়ে লাগিয়ে দিই
এবার দুই মুখ কসটেপ দিয়ে লাগিয়ে দিই নইলে দুই মুখ এক হয়ে গেলে শব্দ হবে না।
এবার ঠিক ঠাক মত নাট লাগিয়ে ধুমছে গান , ওয়াজ, গজল, রেডিও শুনতে থাকুন আর আমার জন্যে দুয়া করুন।
এছাড়াও আমার মোবাইলের হেড ফোন ও নস্ট হয়ে গিয়ে ছিলো
আমি এই ভাবে ই ঠিক করেছি
0 comments:
Post a Comment