paidvers

PaidVerts

Friday, December 18, 2015

ইলেকট্রনিক কারিগরি, বাড়িতে বসে নিজেই তৈরী করুন ইলেবট্রিক বুট

আজ আমি আপনাদের কে দেখাব কিভাবে কিভাবে বাড়িতে বসে আপনি নিজে নিজেই একটি ইরেকট্রনিক নৌকা তৈরী করতে পারবেন

এর জন্য আপনার যা যা লাগবে।

  • টেরোপাম।
  • একটি প্লাষ্টিকের বোতল।
  • কয়েকটা কাঠ বা প্লাষ্টিকের কাঠি।
  • হিট গ্লু বা সুপার গ্লু বা গম জাতীয় কিছু।
  • একটা ছোট ডিসি মটর।
  • একটা পেনসিল ব্যাটারি।

কোথায় পাওয়া যাবে এই জিনিস:

  • টেরোপাম


বাজারের সেনেটারি দোকানে বা ইলেকট্রনিক দোকানে কিনতে পাওয়া যায়। আর নতুন টিভি ফ্রিজ ইত্যাদি কিনলে টেরোপাম সাথে থাকে।
  • প্লাষ্টিকের বোতল
প্লাষ্টিকের বোতল কোথায় পাওয়া যাবে তা অবশ্য আমাকে বলে দিতে হবে না। একটা স্পাইড বা ফ্যান্টা খেয়ে বুতল টা নিয়ে আসবেন।
  • কাঠ বা প্লাষ্টিকের কাঠি
OLYMPUS DIGITAL CAMERA
কাঠের বা প্লাষ্টিকের কাঠি বলতে, আইসক্রিমের সাথে যে কাঠি থাকে সেটা হলে ভাল হয় অথবা আপনারা নিজে তৈরী করে নিতে পারবেন।
  • হিট গ্লু বা সুপার গ্লু

এবার গ্লর কথা, হিট গ্লু থাকলেত ভাল নতুবা সুপার গ্লু দিয়েও হবে। আর এই গুলে যে কোনো দোকানে কিনতে পাওয়া যায়।
  • ডিসি মটর

আর বাকি রইল ডিসি মটর, এটা নষ্ট ডিভিডি অথবা র্হাড ডিক্স থেকে সগ্রহ করতে পারেন অথবা বাজারে মিকারের দোকানে ২০ টাকা দামে কিনতে পাওয়া যায়। পেনসিল ব্যটারির কথা আর বললাম না।
এই সবগুলো জিনিস অঅপনার ৪০-৫০ টাকার ভিতরে হয়ে যাবে, আর গ্লু বাদে আর কোনো জিনিস ক্ষয় হবেনা। যেমনি কিনছেন তেমনি থাকবে।

0 comments:

Post a Comment