paidvers

PaidVerts
Showing posts with label Payza. Show all posts
Showing posts with label Payza. Show all posts

Saturday, April 23, 2016

পেইজা একাউন্টে বিকাশের মাধ্যমে অ্যাড ফান্ডস্ তথা অর্থ ডিপোজিত ও উইথড্র করবেন?


পেইজা একাউন্ট ক্রিয়েট করা খুব কঠিন কাজ নই। প্রায় ১ মিনিট সময় ব্যয় করেই এই একাউন্ট ওপেন করা যায়।

বর্তমানে কাজের উপযোগীতার কথা চিন্তা করে অনেকেই পেইজা একাউন্ট ক্রিয়েট করেছেন ও করছেন। পেইজা মূলত অন্য সকল অনলাইন পেমেন্ট গেটওয়ে সিস্টেমের মতই যেমনঃ Paypal, patoo, Ok pay, Payonior ইত্যাদি। মূলত দেশী-বিদেশী কেনাকাটা, পেমেন্ট মেথড, ট্রানজেকশন লেনদেনে এর জুড়ি বেশ ভারি। আপনারা হয়ত লক্ষ্য করেছেন বেশ কিছু দিন হল পেজা একাউন্টে নতুন একটি অপশন যোগ হয়েছে তাহল Bkash Payment Method. তাহলে এই সম্পর্কে কিছু জেনে নিই-

পেইজা একাউন্টে যোগ হল Bkash Payment Method


হ্যা সত্যিই এটি যোগ হয়েছে। আপনার একাউন্ট লগইন করলেই দেখতে পাবেন। তবে এতদিন ধরে আপনারা যারা অ্যাড ফান্ড হিসাবে পেজাতে কিছু অর্থ যোগ করার চেষ্টা করতেন মূলত ক্রেডিট কার্ড কিংবা ব্যাংক একাউন্টের মাধ্যমে। তথাপি এই কাজগুলো করা গেলেও প্রায় ৭ দিনের মত সময় লেগে যেত। কিন্তু বিকাশ অপশন যোগ হওয়াতে সাথে সাথেই অ্যাড ফান্ড যোগ করতে পারছেন ও নিশ্চিত হতে পারছেন। তবে দূঃখ জনক হলেও সত্যি যে, পেইজা হইতে ক্যাশআউট করতে এখনো বিকাশ কাজ করবেনা। আশা করা যায়, আরো কিছুদিন যাবার পর হয়ত সেটিও করা যাবে। আসলে এক সময় দেখা যাবে শুধু কিাশ নই, এখানে অন্য সকল মোবাইল ব্যাংকিং সেবা অ্যাড করা যাবে এমনটাই বলে মনে করি।

কিভাবে পেজাতে বিকাশের মাধ্যমে ফান্ড অ্যাড করবেন?

হ্যা সেইজন্য আজকের এই প্রকাশনা। উদাহরন হিসাবে বলি আজকে আমার একাউন্টে বিকাশের মাধ্যমে ৪০০৳ ফান্ডঅ্যাড করেছি এবং সিস্টেমটি আপনাদেরকে দেখাব। বিষয়টি আসলে তেমনটা জটিল নই। তাহলে কাজ শুরু করি-
১। প্রথমে পেজাতে অর্থাৎ আপনার একাউন্টে লগইন করুন > Add Funds মেনুতে ক্লিক করুন

২। বিকাশ অপশন নির্বাচন করুন

৩। নিম্নরুপ একটি চিত্র আসবে > চিত্র অনুযায়ী সকল কাজ করুন

  • { সব কিছু করার পর শুধুমাত্র bkash Transaction Id এর ফাঁকা ঘরে আপনার বিকাশের TrxID সংখ্যাটি ইনপুট করে Create Transaction ক্লিক করলেই হবে।}
৪। ব্যাস কাজ শেষ! সফলভাবে সমাপ্ত হলে আপনি আপনার মোবাইলে বিকাশ হতে একটি বার্তা এবং সেই সাথে পেজা হতে সামারি হিসাবে মেইল বার্তা পাবেন তথ্যসূত্র হিসাবে নিম্নরুপ

  •  নির্দেশনাঃ
ক। বিকাশের মাধ্যমে অ্যাড ফান্ড করলে সাথে সাথে মূল একাউন্টের পূর্বের ট্রানজেকশনের সাথে নতুন হিসাবে অর্থ যোগ হয়ে যাবে।
খ। কারেন্সী হিসাবে টাকাতে যোগ হবে ডলারে হবে না।
গ। প্রতি ট্রানজেকশনে বিকাশকে শতকরা ১.৯% চার্জ দিতে হবে। উদাহরন হিসাবে বলি আজ আমি ৪০০৳ অ্যাড ফান্ড করি। সেখানে ৭৳ কর্তন করে ৩৯২৳ যোগ হয়েছে।
ঘ। বর্তমানে পলিসি অনুযায়ী মাসে ৫০০০-৭০০০৳ বেশী ফান্ড অ্যাড করা যাবে না।
ঙ। দূঃখিত! বিকাশের মাধ্যমে ফান্ডস অ্যাডকৃত টাকা বিকাশে ফেরত পাওয়া যাবে না। তবে ব্যাংক একাউন্টে যোগ করা যাবে। সেই ক্ষেত্রে ব্যাংকভেদে চার্জ কর্তন যাবে প্রায় প্রতি লেনদেনে ২২০৳ মত। উপরন্তু উক্ত প্রসেস হতে ব্যাংক একাউন্টে অ্যাড হতে প্রায় ৪-৫ দিন সময় নেই।
চ। তবে আশা করা যায় খুব শ্রীঘই পেইজা একাউন্টে বিকাশের মাধ্যমে উইথড্র সুবিধাটা কর্তৃপক্ষ যোগ করবে। তখন উক্ত সাময়িক অসুবিধাটা দূর হবে।

Wednesday, January 20, 2016

আসুন দেখি কিভাবে একটা Payza একাউন্ট খুলবেন আর সেটি Verify করবেন ...



Payza অনলাইন ভিত্তিক একটি প্রতিষ্টান যার মাধ্যমে আপনার অনলাইন থেকে ইনকাম করা অর্থ বাংলাদেশে আনতে পারবেন । অনলাইনে অনেক সাইট আছে যারা আপনাকে Payza মাধ্যমে পেমেন্ট করবে । তাই অনলাইনে যারা কাজ করতে চান তাদের জন্য Payza আকাউন্ট থাকা অনেক সুবিধাজনক । আজকে আমরা দেখবো কিভাবে একটা Payza একাউন্ট করা যায় আর সেটি Verify করা যায় ।
প্রথমে এই লিংকে ক্লিক করুন signup । তারপর sign up বাটনে ক্লিক করুন । এরপর আমার দেওয়া step গুলো follow করুন।


Step 1
Sign Up বাটনে ক্লিক পর দেখুন এমন একটি পেজ আসবে এখান থেকে আপনি Personal ক্লিক করুন ।





Step 2
Personal ক্লিক করার পর আপনার নাম  বসান (ভোটার ID কার্ড অনুযায়ী ) Email , Password বসান । Get Started বাটনে ক্লিক করুন




Step 3
Get Started বাটনে ক্লিক করার পর আপনাকে Email Verification করতে হবে ।




Step 4
আপনার Email চেক করুন দেখবেন আপনাকে Email একটা Mail এসেছে Payza থেকে Mail  টা  Open করুন এবং Validate my email লিংকে ক্লিক করুন । এবার দেখুন আপনার একাউন্ট তৈরি হয়ে গেছে এখান থেকে Complete profile setup ক্লিক করুন আর আপনার বাকি তথ্য গুলো বসান অবশ্যই ( ভোটার ID কার্ড অনুযায়ী ) বাড়ির ঠিকানা ও কারণ পরে আপনাকে ভোটার ID  কার্ড দিয়ে Account Verification  করতে হবে ।

Step 5
Complete profile setup কাজ শেষ এবার আমরা একাউন্ট Verify  করবো । একাউন্ট Verify  করার জন্য আপনার Full Name ( এখানে আমার full name Shaem nomann ) উপর ক্লিক করুন দেখবেন নিচে একটা Menu মত এসেছে এখান থেকে Verification  লেখাতে ক্লিক করুন ।

Step 6
Verification  লেখাতে ক্লিক করার পর দেখবেন   টা অপশন এসেছে । এখান থেকে অপশন   ক্লিক করুন ।





অপশন  ক্লিক করার পর আপনার ভোটার ID কার্ড সাথে আপনার নিজের  তোলা এক কপি  Photo Selfie হলে ও চলবে Scan করে Upload   করুন । ভোটার ID কার্ড আর Photo Upload করা হলে দেখবেন কিছুদিন পর আপনার একাউন্ট Verified হয়ে গেছে । তারপর আপনি বাংলাদেশের যে ব্যাংকে টাকা আনতে যান সেই ব্যাংকটি যুক্ত করুন Payza তে ।