
পেইজা একাউন্ট ক্রিয়েট করা খুব কঠিন কাজ নই। প্রায় ১ মিনিট সময় ব্যয় করেই এই একাউন্ট ওপেন করা যায়।
বর্তমানে কাজের উপযোগীতার কথা চিন্তা করে অনেকেই পেইজা একাউন্ট ক্রিয়েট করেছেন ও করছেন। পেইজা মূলত অন্য সকল অনলাইন পেমেন্ট গেটওয়ে সিস্টেমের মতই যেমনঃ Paypal, patoo, Ok pay, Payonior ইত্যাদি। মূলত দেশী-বিদেশী কেনাকাটা, পেমেন্ট মেথড, ট্রানজেকশন লেনদেনে এর জুড়ি বেশ ভারি। আপনারা হয়ত লক্ষ্য করেছেন বেশ কিছু দিন হল পেজা একাউন্টে নতুন একটি অপশন যোগ হয়েছে...