paidvers

PaidVerts
Showing posts with label Others. Show all posts
Showing posts with label Others. Show all posts

Tuesday, May 31, 2016

Robi,Grameen,Aritel All Offer বন্ধ করার টিপস

ভ্যালু অ্যাডেডে সার্ভিস (Wel Come
 Tnue, News Alert, Radio Alert,
 Sports News Alert, Namaj Alert News, Health
 Alert News,
 Bollywood Actress News Alert,
 Miss Call Alert etc)
 অজান্তে বা ভুলে চালু হয়ে যায়
 এবং তা নিয়মিত দৈনিক, সাপ্তাহিক,
 মাসিক আকারে টাকা কাটতে শুরু করে ৷ যার
 ফলাফলের আশায় মিনিটের পর
 মিনিট কেয়ারে কল করেও সমাধান
 ঠিকভাবে পাই না, কেয়ারে গিয়েও
 পাইনা, এলাকার ছোট বড় ভাইরাও দাম
 বা মুড লয় ৷ একবার সমাধান হলে আবার
 পুনরায় চালু হয়ে যায় আর পকেট কাটা শুরু করে ৷
 আর কাটবেনা ৷ নিচের দেয়া কোড
 আপনার মোবাইলের
 মেসেজে লিখে দেয়া নাম্বারে পাঠিয়ে দিন
 ৷ আপনার সার্ভিস যেটি চালু শুধু সেই
 সার্ভিসের ব্যাপারে মেসেজ পাঠান ৷
গ্রামীনফোন: ……………………
 Welcome
 tune:Type “Stop” and Send to
 4000 Internet off *500*40#
 Facebook Type: “Stop” and send
 to 32665 Facebook USSD dial
 *325*22# Mobile twitting Type: “Stop” and
 send to 9594 Call
 Block: “Stop CB” and send to 9594
 Misscall alert type: “STOP MCA” and
 send to 5678 Cricket alert
 type:”Stop Cric” and send to 2002
 Sports News type:”STOP SN” and send to
 2002 Cricket Service Type:
 “STOP CR” and send to 2002
 Mobile Backup Type:”Stop MB”
 and send to 6000 Buddy Tracker
 Type: “Stop BD” and send to 3020
 Music News Type:”Stop BD” and sen to 4001
 Voice Chat call 2828
 and press 8 Entertainment Box
 Type “Stop” and send to 1234
 Ebill Type:”Ebill cancel” and send
 to 2000 Job news Type: “STOP JOB
 CATAGORY” and send to 3003 Namaz sharif
 Type:”STOP H” and
 send 2200 Hadith Sharif
 Type:”STOP H” and send to 2200
 Voce Mail Service Dial ##67# or
 ##61# or ##21# আপনাদের
 আরো একটি বড় একটি কোড দেই তা হলো
 গ্রামীনফোনের পোষ্ট পেইড
 গ্রহকগন প্রাই Breaking News
 নামে একটি বিরক্তি কর সার্ভিস
 অটো উপভোগ করে থাকেন
 এবং প্রতিটি এসএমএস জন্য ২.৩০
 টাকা বিল এ যুক্ত হতে থাকে কিন্তু এর
 সমাধান পাওয়া যায় না।কেমনে বন্ধ
 করতে হবে। আজ আমি এর সব কিছু বলবো।
 নিচে ভালো ভাবে পড়ুন: Postpaid or
 prepaid Breaking News Alert from
 024747 number Just Type “STOP
 ALL” and send to 4747 Only 024747
রবি: ………….. Goongoon : Type “off”
 to 8466
 Internet off Dial *8999*00#
 Missed all alert dial *140*2*1*2#
 Phone back up *140*2*2*6# Call
 Block *140*2*3*6# Facebook
 Type “Stop” and send to 32665 Blaast Type
 “STOP” and send to
 21291 Voice Tube “Unsub” or
 ‘UNSUB’ to 808088 Circle- Type
 “CSTOP” and send to 8880.
 Locator service Type “off” and
 send to 1818 Daily WAP content @ TK 1-
 type “Off” and send 21290.
 Breaking News Alerts : dial
 *140*8*1*2*3# Fun Portal –
 “joke off” to 4636. Kid- Zone SMS
 “off” to 8543 Muslim Life on Robi
 SMS “OFF” to ‘21279’ Robi Ibadat Portal –
 type “off” and send
 80807. Women Zone Service type
 “STOP WZ” & sent to 8378 Cricket
 World -Call 8274 number and
 follow the instruction [press 7
 then press 2] Robi Shorgol (community
 service) To
 unsubscribe, SMS community
 nameStop to 9090.
এয়ারটেল: ………… Stop a Service Dial
 *121*3# Then Select any service…
 Some Services: Promotional SMS Call Dial
 *121*9*2# (free)
 Facebook USSD Dial *325*22#
 and to confirm Press 1 Calller Tune
 & My tune dial *121*3*1# Music &
 Entertainment ?mRadio Dial
 *121*3*2# Mobile Backup Dial *121*3*3#
 Miss call alert Dial
 *121*3*4# Classified Service Dial
 *121*3*5# Cricket Dial
 *121*3*6# Religious Alert Dial
 *121*3*7# Health & Education
 Dial *121*3*8# Horoscopes Dial *121*3*9#
 News Service Dial
 *121*3*10# Weather Forcasting
 Dial *121*3*11# Voice Mail Dial
 *121*3*12# International Roam
 SMS Dial *121*3*13# Jokes Dial
 *121*3*14# Call Block Service Dial
 *121*3*15#

Thursday, April 28, 2016

সিম নিবন্ধন সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা জেনে নিন


সিম নিবন্ধন সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা তা যাচাই করার পদ্ধতিঃ

১) গ্রামীণফোন নিবন্ধন যাচাইঃ Message option গিয়ে reg লিখে 4949 এ send করুন। ফিরতি ক্ষুদে বার্তায় কী লিখা পড়ুন।
২) বাংললিংক নিবন্ধন যাচাইঃ বাংলালিংকের গ্রাহকরা *1600*1# ডায়াল করে নিবন্ধন যাচাই করতে পারেন।
৩) রবি নিবন্ধন যাচাইঃ *643# লিখে কল বাটন চাপুন। একটি ক্ষুদে বার্তা আসবে, অনুসরণ করুন 1 লিখে send করুন। ফিরতি ক্ষুদে বার্তায় কী লিখা পড়ুন।
৪) এয়ারটেল নিবন্ধন যাচাইঃ *121*444# লিখে কল বাটন চাপুন। ফিরতি ক্ষুদে বার্তায় কী লিখা পড়ুন।
তাহলে আর দেরি কেন দ্রুত দেখে নিন কিভাবে করবেন।

Saturday, April 23, 2016

যারা এখনও NID পাননি তারা নিয়ে নিন টেম্পোরারি NID ও করুন বায়োমেট্রিক ভেরিফিকেশন




যারা ন্যাশনাল আইডিকার্ডের জন্য এপ্লাই করেছেন অথচ এখনো আইডি কার্ড পাননি তাদের জন্য।
আপনারা অনেকেই ২০১৪ ও ১৫ সালে রেজিশট্রেশন করে ছবি তুলেছেন অথচ আজ অবধি ন্যাশনাল আইডি কার্ড পাননি আর এদিকে সিম রেজিস্ট্রেশন ও অনান্যা কাজে আইডি কার্ডের অভাবে প্যারার মধ্যে আছেন তাদের হেল্পের উদ্দেশ্যে টিউনটা লেখা।
মাত্র ৩ স্টেপের একটি কাজ করেই আপনি পেয়ে যাবেন টেম্পোরারি একটি আইডি কার্ড। যা দিয়ে সিম রেজিস্ট্রেশন সহ আইডি কার্ডের প্রয়োজনীয় কাজগুলা করতে পারবেন। দরকার শুধু নিবন্ধন স্লিপ এর ফরম নম্বরটি। ছবি তোলার পর যে ছোট স্লিপ দেওয়া হয়েছিল তার ফরম নম্বর। (ডান সাইডে বক্সের ভিতরে)
ফার্স্ট স্টেপ,
প্রথমে নিচের লিংকে প্রবেশ করে সকল ঘরে সঠিক তথ্য পূরন করে "ভোটার তথ্য দেখুন" এ ক্লিক করতে হবে।
Link 1
নতুন পেজটি লোড নেওয়ার পর একটু স্ক্রোল করে পেজের নিচে আসলেই আপনার ভোটার তথ্যা ও লাল কালিতে লেখা ন্যাশনাল আইডি কার্ড নম্বর পেয়ে যাবেন। আর এ নাম্বার দিয়েই আপনি সিম রেজিস্ট্রেশন করতে পারবেন।
সেকেন্ড স্টেপ,
তারপর নিচের লিংকে গিয়ে সকল তথ্য পূরণ করে ও মোবাইল নম্বর ভেরিফিকেশন করে একটি একাউন্ট খুলে নিবেন।
Link 2
থার্ড স্টেপ,
নিচের লিংক এ গিয়ে আপনার আগের ধাপের খোলা একাউন্টে লগ ইন করেন।
Link 3
এখানে ছবি সহ আপনার ডিটেইল দেখতে পাবেন। এখন "পরিচয় বিবরণী" তে ক্লিক করলে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে। আর এটিই আপনার টেম্পোরারি আইডি কার্ড।

Tuesday, April 5, 2016

Uc Browser Download করে ৬০ টাকা মোবাইল Recharge নিন।।


ইউসি
 ব্রাউজার ডাউনলোড করলে সবাই ৬০ টাকা মোবাইল
 রিচার্জ পাবেন।
 বিস্তারিত খুলে বলি। আজ ফেসবুকে বেশ কিছুক্ষণ
 ছিলাম আমি। হঠাত করে টাইমলাইমে একটি টিউন
 চোখে পড়ে যায়। টিউন দিয়েছে ইউসি
 ব্রাউজারের বাংলাদেশ পেইজ। টিউনটিতে বলা আছে
 ৬০ টাকা মোবাইল রিচার্জ পাওয়ার বিষয়টি। তবে এই
 মোবাইল রিচার্জ শুধুমাত্র গ্রামীণফোন, বাংলালিংক,
 রবি এবং এয়ারটেল সিমে পাওয়া যাবে। তবে ওদের
 একটি শর্ত আছে। সেটি হলো আপনাকে অবশ্যই
 এন্ড্রয়েড ফোনে ইউসি ব্রাউজার ডাউনলোড
 করতে হবে। পিসিতে ডাউনলোড করে
 মোবাইলে ইস্নটল করবেন সে সুযোগ এখানে
 নেই।
 এই ক্ষেত্রে আপনি আপনার এন্ড্রয়েড
 ফোনে ইউসি ব্রাউজার ডাউনলোড করেই
 মোবাইল রিচার্জ জিতে নিতে পারবেন। ইউসি
 ব্রাউজার ডাউনলোড করার পরে সাথে সাথে
 ইন্সটল করতে হবে। ইন্সটল করার পরে ইউসি
 ব্রাউজার ওপেন করবেন। তখন আপনাকে ইউসি
 ব্রাউজার একটি বিশেষ পাতায় নিয়ে যাবে। সেই
 পাতাতে আপনি আপনার মোবাইল নম্বর লিখে সাবমিট
 করবেন। কাজ শেষ। ৬ ঘনটার মধ্যে আপনারফ
 মোবাইলে পেয়ে যাবেন ৬০ টাকার রিচার্জ।
 নিচের দেয়া ডাউনলোড লিঙ্ক থেকে তাই ইউসি
 ব্রাউজার ডাউনলোড করে নিনঃ
.star. আ্যাপটি ডাইনলোড করুন..
 ডাউনলোড লিঙ্ক এ ক্লিক করার পরে আপনাকে
 ইউসি ব্রাউজারের নিজস্ব সার্ভারে নিয়ে যাওয়া হবে।
 Download
 সেখানে ক্লিক করার সাথে সাথে আপনার ইউসি
 ব্রাউজার ডাউনলোড শুরু হয়ে যাবে। ইউসি
 ব্রাউজারের সাইজ মাত্র ১.৫ মেগাবাইট!!
 আমার মেগাবাইট নেই বলে এইখানে স্ক্রীণশর্ট
 সহ টিউনটা দিতে পারলাম না।
 এই টিউনটা দিলাম। যদি ৬০ টাকা রিচার্জ পেতে বা
 ডাউনলোড করতে কোনো সমস্যা হয় তাহলে
 অবশ্যই টিউমেন্ট করে জানান। আমি চেষ্টা করবো
 আপনার সমস্যার সমাধান দিতে। আর হ্যা, এই অফারটা
 সবাই পাবেন। মানে যারা দেড় মেগাবাইটের ইউসি
 ব্রাউজার ডাউনলোড করে আপনার মোবাইল নম্বর
 সাবমিট করবেন তারা সবাই এই অফারটা পাবেন। ৬০ টাকা
 মোবাইল রিচার্জ আসতে সর্বোচ্চ ৬ ঘন্টা সময়
 লাগতে পারে। তবে আমি ১ ঘন্টার মধ্যে
 পেয়েছি। আপনার ভাগ্য ভালো থাকলে এপনিও
 পেতে পারেন!!

যারা বায়োমেট্রিক্স পদ্বতিতে সিম রেজিস্ট্রেশন করে ফেলেছেন তাদের জন্য চরম দুঃসংবাদ!



পুরো লেখাটির জন্য আমরা সবাই মোহাম্মদ মনিরুজ্জামান ভাইয়ের প্রতি কৃতজ্ঞ সাবধান !!! ঘটনা ২৯/০৩/২০১৬ তারিখের; বিকেল ০৪:১৫ মিনিট!!!



০১৭৮৬৫৮৬৭১৫ নাম্বারটি থেকে আমার জিপি নাম্বারে ফোন আসে। কল প্রদানকারী নিজেকে জিপির কাষ্টমার ম্যানেজার হিসেবে পরিচয় দেয় এবং বায়োমেট্রিক্স পদ্ধতিতে আমার সিমটি নিবন্ধিত হয়েছে কিনা জানতে চায়। আমার হ্যাঁ সূচক উত্তর পাওয়ার পর বললো- আমরা গ্রামীনফোন থেকে বায়োমেট্রিক্স পদ্ধতিতে নিবন্ধিত সিমগুলোকে ভেরিফাই করার জন্য এই ফোন কলটি করেছি।
আমরা আপনাকে এসএমএসের মাধ্যমে একটা গোপন নাম্বার পাঠাবো এবং পরক্ষণেই আপনাকে আবার ফোন দিব এবং ভেরিফিকেশনের জন্য আপনি ঐ গোপন নাম্বারটি আমাদের বলবেন….. বিষয়টি আমার কাছে একটু খটকা লাগলো!!! আমি শুনে বললাম, নিবন্ধনের সময় আমাকে তো কাষ্টমার সেন্টার থেকে বলা হলো যে আপনার সিমটি নিবন্ধনের সমস্ত কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এবং সাথে সাথেই এসএমএসের মাধ্যমে আমাকে কনফার্ম করেছিল।
তাহলে আবার কেন এই ভেরিফিকেশন?? তাছাড়া, আপনি আমাকে জিপির ভেরিফায়েড নাম্বার ১২১ থেকে ফোন না দিয়ে এই নাম্বার থেকে কেন দিয়েছেন?? আর আপনার কথা বলার স্টাইলে মনে হচ্ছে না আপনি জিপির কাষ্টমার ম্যানেজার!!! বেচারা, আমার প্রশ্নগুলোর সদুত্তর দিতে না পারায় আমি বিরক্ত হয়েই কলটি কেটে দেই। মনের সন্দেহ দূর করার জন্য নিজেই ১২১ এ ফোন করে এমন ভেরিফিকেশনের সত্যতা জানতে চাই। জবাবে কাষ্টমার ম্যানেজার জানালেন যে,
[বায়োমেট্রিক্স নিবন্ধনের জন্য জিপির পক্ষ থেকে কোন ভেরিফিকেশন কল করা হচ্ছে না!
# বিষয়টি_সম্পূর্ণ_প্রতারনামূলক ! তাছাড়া, জিপির পক্ষ থেকে ১২১ ভিন্ন অন্য কোন নাম্বার থেকে কথা বলার জন্য ফোন করা হয় না!!! এবং আমারমত আরও একজনের কাছ থেকে নাকি একই অভিযোগ তারা আজই পেয়েছেন এবং বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানিয়েছেন। আমিও তাকে জিপির পক্ষ থেকে এসএমএস/ফোন কলের দ্বারা সবাইকে এসব প্রতারনার ফাঁদে না পরার জন্য সতর্কতামুলক ক্যাম্পেইন শুরুর অনুরোধ জানিয়ে লাইনটা কেটে দিলাম!!!]
# এবার_আসল_রহস্যে_আসি ! উপরের ঘটনাটা শুনে সাধারন মনে হলেও এর ইফেক্ট অত্যন্ত ভয়াবহ হতে পারে! যারা ইতোমধ্যে বায়োমেট্রিক্স পদ্ধতিতে সিম নিবন্ধন করেছেন তারা হয়তো জানেন যে, নিবন্ধনের সময় জিপি থেকে একটা ৪ ডিজিটের গোপন নাম্বারের ম্যাসেজ আসে যেটা ঐ ম্যানেজারকে বলতে হয়। নাম্বারটি মিলে গেলে ঐ কর্মকর্তা বায়োমেট্রিক্স ছাপ নিয়ে নিবন্ধন প্রসেস শেষ করে। এবং প্রায় সাথে সাথেই এসএমএসের মাধ্যমে নিবন্ধনকরন নিশ্চিত করা হয়। এখন, ঐ কল দাতাও কিন্তু আমাকে জিপির ভেরিফায়েড নাম্বার থেকেই গোপন কোডটি পাঠাবে বলেছিল। আমি তাকে জিপির কেউ না বলায় আমাকে বলেছিলেন যে এসএমএসটা জিপির ভেরিফায়েড নাম্বার থেকেই করা হবে, টেনশন করবেন না! কিন্তু আমাকে তিনি সন্তুষ্ট করতে পারেন নি! তাই হয়তো এ যাত্রায় বেঁচে গেছি!
পুরো বিষয়টা নিয়ে আমার নিম্নোক্ত পর্যালোচনাগুলো হয়তো কারও উপকারে আসতে পারে…. ঐ প্রতারক চক্রটি নিশ্চিতভাবেই জিপির সিস্টেম হ্যাক করে ঐ ভেরিফায়েড নাম্বার থেকে গোপন নাম্বার সম্বলিত এসএমএস পাঠাতে সক্ষম। এরপর ফিরতি কলের দ্বারা গোপন নাম্বারটা জেনে নিয়ে জিপির ডেটাবেইজ থেকে ঐ সিমের গ্রাহকের ব্যক্তিগত তথ্যের একসেস্ পাবে। অন্যসব তথ্যর ন্যায় আপনার মহামূল্যবান ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ ঐ ডেটাবেইজেই সংরক্ষিত আছে যাকে আমরা বায়োমেট্রিক্স বলে থাকি। আমারমতে এটাই ওদের আসল টার্গেট। আর আপনার বা আমার ফিঙ্গারপ্রিন্ট ওদেরমত চক্রের হাতে একবার গেলে কতটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে যারা প্রযুক্তি সম্পর্কে একটু খোঁজখবর রাখেন তারা খুব সহজেই উপলব্ধি করতে পারবেন! এক কথায়, দুনিয়ার যে কোন প্রান্তেই যেকোন স্ক্যান্ডেলে আপনি ফেঁসে যেতে পারেন!!!
সোজা বাংলায়, আপনি তখন নিশ্চিতভাবেই দুনিয়ার সবচাইতে অনিরাপদ ব্যক্তি হয়ে যাবেন…..!!! সুতরাং, এমন পরিস্থিতির শিকার হবার আগেই নিজে সচেতন হোন,
কাছের মানুষদের ও সচেতন করুন। লেখাটা অনেক লম্বা হয়ে গিয়েছে জানি কিন্তু যদি একজনও এর দ্বারা উপকৃত হয় এই ভেবেই শেয়ার করা। তবে যদি ঘটনার সত্যতা সম্পর্কে কারও কোন সন্দেহ হয় তবে ১২১ এ ফোন করে নিশ্চিত হতে পারেন।
সময় দিয়ে লেখাটা পড়ার জন্য ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সবসময়।

Tuesday, March 8, 2016

ICC T20 2016 বিশ্ব কাপের খেলার সময় সূচি



মঙ্গল, 8 মার্চ – হংকং (প্রধানমন্ত্রী), নাগপুর বনাম জিম্বাবুয়ে; বনাম আফগানিস্তান স্কটল্যান্ড (হবা.), নাগপুর
 বুধ, 9 মার্চ – বনাম নেদারল্যান্ড (প্রধানমন্ত্রী), ধর্মশালায় বাংলাদেশ; আয়ারল্যান্ড বনাম ওমান (হবা.), ধর্মশালায়
 বৃহঃ, 10 মার্চ – জিম্বাবুয়ে (প্রধানমন্ত্রী), নাগপুর স্কটল্যান্ড | হংকং বনাম আফগানিস্তান (হবা.)
 শুক্র, 11 মার্চ – বনাম ওমান (প্রধানমন্ত্রী), ধর্মশালায় নেদারল্যান্ড | বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড (হবা.), ধর্মশালায়
 শনি, 12 মার্চ – বনাম জিম্বাবুয়ে আফগানিস্তান (প্রধানমন্ত্রী), নাগপুর; হংকং বনাম স্কটল্যান্ড (হবা.), নাগপুর
 সূর্য, 13 মার্চ – বনাম নেদারল্যান্ডস আয়ারল্যান্ড (প্রধানমন্ত্রী), ধর্মশালায়; বাংলাদেশ বনাম ওমান (হবা.), ধর্মশালায়
 মঙ্গল, 15 মার্চ – ভারত বনাম বাংলাদেশ (ওয়াট) (প্রধানমন্ত্রী), বেঙ্গালুরু; (. হবা) বনাম শ্রীলঙ্কা (ওয়াট), নয়া দিল্লি নিউজিল্যান্ড;
 ভারত (এম) (হবা), নাগপুর বনাম নিউজিল্যান্ড
 বুধ, 16 মার্চ – ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড (এম) (প্রধানমন্ত্রী), মুম্বাই; পাকিস্তান বনাম Q1A (এম), কলকাতা (হবা.); ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান (ওয়াট) (আগের দিন.), চেন্নাই
 বৃহঃ, 17 মার্চ – বনাম ইংল্যান্ড বাংলাদেশ (ওয়াট) (প্রধানমন্ত্রী), বেঙ্গালুরু; শ্রীলঙ্কা বনাম Q1B (এম) (আগের দিন.), কলকাতা
 শুক্র, 18 মার্চ – বনাম নিউজিল্যান্ড আয়ারল্যান্ড (ওয়াট) (প্রধানমন্ত্রী), মোহালি; নিউজিল্যান্ড (এম) (প্রধানমন্ত্রী), ধর্মশালায় বনাম অস্ট্রেলিয়া; দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড (এম), মুম্বাই (হবা.); অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা (ওয়াট) (আগের দিন.), নাগপুর
 শনি, 19 মার্চ – ভারত বনাম পাকিস্তান (ওয়াট) (প্রধানমন্ত্রী), নয়া দিল্লি; ভারত বনাম পাকিস্তান (এম) (আগের দিন.), ধর্মশালায়
 সূর্য, 20 মার্চ – দক্ষিণ আফ্রিকা বনাম Q1B (এম) (প্রধানমন্ত্রী), মুম্বাই; বনাম বাংলাদেশ (ওয়াট) (প্রধানমন্ত্রী), চেন্নাই ওয়েস্ট ইন্ডিজ; (. হবা) বনাম আয়ারল্যান্ড (ওয়াট), মোহালি শ্রীলঙ্কা; ওয়েস্ট ইন্ডিজ শ্রীলংকা (এম) (আগের দিন.), বেঙ্গালুরু
 সোম, 21 মার্চ – নিউজিল্যান্ড (ওয়াট) (প্রধানমন্ত্রী), নাগপুর বনাম অস্ট্রেলিয়া; অস্ট্রেলিয়া বনাম Q1A (এম) (আগের দিন.),
 বেঙ্গালুরু
 মঙ্গল, 22 মার্চ – ভারত (ওয়াট) (প্রধানমন্ত্রী), ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে; বনাম পাকিস্তান নিউজিল্যান্ড (এম) (আগের দিন.), মোহালি
 বুধ, 23 মার্চ – ইংল্যান্ড বনাম Q1B (এম) (প্রধানমন্ত্রী), নয়া দিল্লি; ভারত বনাম Q1A (এম), (হবা.), বেঙ্গালুরু; দক্ষিণ আফ্রিকা বনাম আয়ারল্যান্ড (ওয়াট) (আগের দিন.), চেন্নাই
 (. হবা) – বৃহস্পতি, 24 মার্চ ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড (ওয়াট), ধর্মশালায়; বনাম শ্রীলঙ্কা (ওয়াট) (প্রধানমন্ত্রী), নয়া দিল্লি অস্ট্রেলিয়া; পাকিস্তান বনাম বাংলাদেশ (ওয়াট) (আগের দিন.), নয়া দিল্লি
 শুক্র, 25 মার্চ – বনাম পাকিস্তান অস্ট্রেলিয়া (এম) (প্রধানমন্ত্রী), মোহালি; ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা (এম), (হবা.), নাগপুর
 শনি, 26 মার্চ – বনাম অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড (ওয়াট) (প্রধানমন্ত্রী), নয়া দিল্লি; নিউজিল্যান্ড (এম) (প্রধানমন্ত্রী), কলকাতা বনাম Q1A; বনাম শ্রীলঙ্কা (এম) (. হবা), নয়া দিল্লি ইংল্যান্ড; নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (ওয়াট) (আগের দিন.), বেঙ্গালুরু
 সূর্য, 27 মার্চ – ভারত (ওয়াট) (প্রধানমন্ত্রী), মোহালি বনাম ওয়েস্ট ইন্ডিজ; ভারত অস্ট্রেলিয়া (এম) (. হবা), মোহালি বনাম; ইংল্যান্ড বনাম পাকিস্তান (ওয়াট), চেন্নাই (হবা.); ওয়েস্ট ইন্ডিজ (এম) (প্রধানমন্ত্রী), নাগপুর Q1B;
 সোম, 28 মার্চ – বনাম শ্রীলঙ্কা (ওয়াট) (প্রধানমন্ত্রী), বেঙ্গালুরু দক্ষিণ আফ্রিকা; বনাম শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা (এম) (আগের দিন.), নয়া দিল্লি
 মঙ্গল, 29 মার্চ – বিশ্রাম / ভ্রমণ দিন
 বুধ, 30 মার্চ – মহিলাদের সেমিফাইনাল (2nd গ্রুপ একটি ভী 1st গ্রুপ বি) (প্রধানমন্ত্রী), নয়া দিল্লি; পুরুষদের সেমিফাইনালে (সুপার 10 গ্রুপ 1 2nd বনাম সুপার 10 দল 2 1st) (আগের দিন.), নয়া দিল্লি
 বৃহঃ, 31 মার্চ – মহিলাদের সেমিফাইনাল (1 ম গ্রুপ একটি ভী 2nd গ্রুপ বি) (প্রধানমন্ত্রী), মুম্বাই; পুরুষদের সেমিফাইনালে (সুপার 10 গ্রুপ 1 1st বনাম সুপার 10 দল 2 2nd) (আগের দিন.), মুম্বাই
 শুক্র, 1 এপ্রিল – বিশ্রাম / ভ্রমণ দিন
 শনি, 2 এপ্রিল – বিশ্রাম / ভ্রমণ দিন
 সূর্য, 3 এপ্রিল – মহিলাদের চূড়ান্ত (প্রধানমন্ত্রী), কলকাতা;

Thursday, January 21, 2016

নতুন সিম কিনতে যা যা লাগবে দেখে নিন


এখন থেকে নতুন সিম কিনতে যা লাগবে
এখন থেকে নতুন সিম কিনতে হলে আঙুলে ছাপ দিতে হবে। ১৬ ডিসেম্বর বুধবার থেকে সিম নিবন্ধনে আঙুলের ছাপ বা বায়োমেট্রিক পদ্ধতির প্রচলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এখন থেকে সব গ্রাহক নিজের অপারেটরের কাস্টমার কেয়ার ও রিটেইলার শপ থেকে এই পদ্ধতিতে সিম নিবন্ধন করতে ও নতুন সিম কিনতে পারবেন। সেখানে থাকা বায়োমেট্রিক ছাপ সংগ্রহের যন্ত্রে এই ছাপ নেওয়া হবে।
সিম কেনার ক্ষেত্রে আগে আঙুলের ছাপের দরকার হতো না। আঙুলের ছাপ বাধ্যতামূলক হওয়ায় সিম ক্রেতাকে অবশ্যই হাজির থাকতে হবে। সম্প্রতি সিম নিবন্ধনে আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
আঙুলের ছাপ ছাড়াও নতুন সিম কেনার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া অন্য বৈধ পরিচয়পত্র দিয়ে মুঠোফোন সিম নিবন্ধন করা হলে এর মেয়াদ থাকবে সর্বোচ্চ ছয় মাস। এ সময়ের মধ্যে এনআইডি দিয়ে নিবন্ধন না করলে চালু থাকা ওই সিমটি বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ, এখন থেকে নতুন মুঠোফোন সংযোগ কেনার ক্ষেত্রে এনআইডিই ব্যবহার করতে হবে।
একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে বা ব্যক্তিবিশেষের ক্ষেত্রে সর্বোচ্চ ২০টি সিম রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে সম্প্রতি জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
এনআইডি ছাড়া পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের মতো ছবিযুক্ত পরিচয়পত্র দিয়ে সিম কেনা যায়। কিন্তু আঙুলের ছাপ দিয়ে সিম নিবন্ধন করতে হলে এনআইডির কোনো বিকল্প নেই। নিবন্ধনের সময় একজন ব্যবহারকারী সঠিক তথ্য দিচ্ছেন কি না, তা যাচাই করার একমাত্র উপায় নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি তথ্যভান্ডার। এনআইডি ছাড়া অন্য বৈধ পরিচয়পত্রের তথ্যভান্ডার সরকারের কাছে নেই।
নতুন সিম নিবন্ধন প্রসঙ্গে মোবাইল অপারেটর গ্রামীণফোনের চীফ করপোরেট এ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন প্রথম আলোকে জানিয়েছেন, ‘বিগত কয়েক দিনে সিম নিবন্ধনে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। গ্রাহকেরা খুই ইতিবাচকভাবে নিবন্ধন পক্রিয়ায় অংশগ্রহণ করছেন। গ্রামীণফোনের পক্ষ থেকে আমরাও সর্বাত্মক সহায়তার জন্য তৈরি আছি। আমাদের গ্রাহকদের জন্য এ বিষয়ে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হবে।’
বিটিআরসির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে চালু থাকা মোট সিমের সংখ্যা ১৩ কোটি ১৯ লাখ ৯৬ হাজার।
নতুন সিম কিনতে সঙ্গে নিতে হবে:
১. পাসপোর্ট আকারের দুই কপি ছবি
২. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (মূল কপি সঙ্গে রাখা ভালো)
৩. ব্যাকআপ ফোন নম্বর, ইমেইল অ্যাড্রেস প্রভৃতি তথ্য
মোবাইল অপারেটরদের সূত্রে জানা গেছে, নতুন সিম কেনার ক্ষেত্রে এই তথ্যগুলো আগেও লাগত, তবে এখন তা বাধ্যতামূলক। কেউ চাইলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের মতো ছবিযুক্ত শনাক্তকরণ আইডি ব্যবহার করে সিম কিনতে পারবেন। এর মেয়াদ থাকবে ছয় মাস। এই সময়ের মধ্যে জাতীয় পরিচয়পত্র জমা দিলে সিম নিবন্ধন থাকবে তা না হলে সিম বন্ধ হয়ে যাবে।
 
যে বিষয়ে সচেতনতা দরকার:
১. অপরিচিত বা কারো ব্যবহৃত কোনো সিম কার্ড কেনার বিষয়ে সতর্ক থাকুন
২. কাগজপত্র ছাড়া সিম কার্ড কিনবেন না
৩. অপরিচিত কারও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সিম কার্ড কেনার বিষয়ে সচেতন থাকুন।