আমরা প্লেস্টোরে অনেক ভাল ভাল অ্যাপ দেখি যেগুলো কিনতে অনেক ডলার খরচ
করতে হয়।তবে এই পেইড অ্যাপ ফ্রি ডাউনলোডের জন্য আপ্নারা হয়তো অনেক ধরনের
অ্যাপ ইউজ করছেন,যেমন ব্লাকমার্ট,ফ্রিস্টোর ইত্যাদি যদিও ওগুলো থেকেও করা
যায় কিন্তু বেশির ভাগ অ্যাপ পাওয়া যায়না।তবে আমি যে অ্যাপটি নিয়ে আসছি তা
আপনি এর আগে কখনোই দেখেননি।এইটার ইন্টারফেস সেইম প্লেস্টোরের মতোই।আর এই
অ্যাপটি আপনি প্লেস্টোরে পাবেন না।অনেক খুজে খুজে অ্যাপটি পেয়ে গেলাম তাই
সেয়ার করলাম।
তাইলে চলুন দেখে নেয়া যাক অ্যাপটির সংখিপ্ত রিভিউ।
- অ্যাপটি সম্পূর্ণ প্লেস্টোরের মতোই দেখতে।
- এইখান থেকে অ্যাপ আপডেটের সুবিধা।
- ডাউনলোড ম্যানেজার বিল্টইন।
- অ্যাপ ডাউনলোড করলে অটো ব্যাকআপ।
- Crack অ্যাপের বিশাল সমাহার।
- মডিফাই অ্যাপ পাওয়া যাবে।
- অ্যাপ আনইন্সটল,ম্যানেজ অ্যাপ,মুভ টু এস ডি কার্ড,এডাল্ট অ্যাপ সহ অনেক কিছু।
- প্লেস্টোরের কান্ট্রি লক অ্যাপ পাওয়ার সুবিধা।
- এড বিহীন।
সহ আরো অনেক কিছু পাবেন এই অ্যাপে।সব কিছু লিখতে পারলাম না।সবচেয়ে বড় কথা পেইড অ্যাপের জন্য আজ থেকে আপনাকে আর দৈড়াতে হবে না।একই পরিসরে সব পাবেন।
তাই আর দেরি কেন এখনি ডাউনলোড করে নিন কাজের এই অ্যাপটি।
অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।
ডাউনলোড করার জন্য Download Now এর নিচে টিক চিহ্ন তুলে দিয়ে Download Now ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্যকোন পেজে গেলে ব্যাক করে আসুন।আর অবশ্যই ফোনের ডিফল্ট ব্রাউজার বা UC ব্রাউজার ব্যবহার করবেন।
0 comments:
Post a Comment