paidvers

PaidVerts

Friday, December 18, 2015

মেরামত করি মোবাইল চারজার

প্রথমে মোবাইল চারজারটি সকেটে প্রবেশ করান আর খেয়াল করুন কোন স্পারকিং বা ফায়ারিং হচ্ছে কিনা। যদি কোন স্পারকিং বা ফায়ারিং না হয় তখুন চারজারটি খুলে দেখুন সংযোগ খুলে আছে কিনা । সংযোগ খুলে থাকলে লাগিয়ে দিন।
সংযোগ থিক আছে – তাহলে দেখুন বিদ্যুৎ সংযোগের সাথে ১ ওহম রেজিস্টান্ট আছে (১ ওহম রেজিস্টান্ট এর কালার কোড হচ্ছে – বাদামি, কাল, সোনালি, সনালি) সেটি পরীক্ষা করুন। যদি পরীক্ষা করতে না পারেন তবে রেজিস্টান্টটি খুলে ফেলুন, ডাইরেক্ট করে দিন। সিগ্নাল বাতি জ্বলবে।

সিগ্নাল বাতি জলছে কিন্তু মোবাইল চার্জ হচ্ছেনা- চার্জারের পিনটি খুলে ফেলুন আর একটি নতুন পিন লাগিয়ে দিন। কাজ শেষ।

0 comments:

Post a Comment