উইন্ডোজ ফোন ইউজার ইন্টারফেসঃ
উইন্ডোজ
ফোনের ইউজার ইন্টারফেস খুবই চমৎকার।এটিকে ঠিক আপনার যেমন প্রয়োজন তেমনভাবে
সাজানো হয়েছে।এটার ইউজার ইন্টারফেস অন্যান্য ওএস থেকে একেবারেই
আলাদা।উইন্ডোজ ফোনে ব্যবহার করা হয়েছে অনবদ্য লাইভ টাইলস সুবিধা, যার কারনে
ফোন কখনও স্লো হয় না।এটার ইউজার ইন্টারফেস এমন যে আপনার একবার দেখলেই ভাল
লেগে যাবে।এবং এটা অনেকের কাছেই খুব পছন্দের।

ইউজার ইন্টারফেস
ক্যামেরা এবং ক্যামেরা ফিচারসঃ
উইন্ডোজ ফোনের ক্যামেরা বিশেষভাবে নোকিয়ার ক্যামেরা পৃথিবীর প্রথম সারির ভালো ক্যামেরার মধ্যে পড়ে।উইন্ডোজ ফোনের ক্যামেরা সহজেই স্যামসাং,এইচটিসি এগুলোর সাথে তুলনা করা যায়।এছাড়াও উইন্ডোজ ফোনের ক্যামেরায় দেওয়া হয়েছে বিশেষ কিছু ফিচারস যা আপনি সাধারনত অন্য ডিভাইসে পাবেন না।এছাড়াও উইন্ডোজ ফোনে লুমিয়া ক্যামেরা অ্যাপ ব্যবহার করে লুমিয়া প্রো ক্যামেরা ফিচারস ইউজ করে আপনি বেশ ভালো মানের ছবি তুলতে পারবেন।

ক্যামেরা ফিচারস

করটানাঃ
উইন্ডোজ ফোনে দেওয়া হয়েছে পৃথিবীর সবথেকে বুদ্ধিমান এবং শিক্ষিত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করটানা।এটা যারা ব্যবহার করেছেন তারাই বুঝতে পেরেছেন এটা কি জিনিস।এর উপকারিতা বলে শেষ করা যাবে না।এই করটানা হল আপনার সর্বসময়ের সঙ্গী।এটা আপনার সব কাজ মনে করিয়ে দেবে এবং আপনার সব প্রশ্নের উত্তর দিতে পারবে।এটা কি করতে পারে না বলে বলুন এটা কি করতে পারে না?এটা এখন বেটা ভার্সনেই গুগল নাও এবং সিরিকে হার মানাতে সক্ষম।


উইন্ডোজ ১০ আপগ্রেডঃ
চলতি বছরের সেপ্টেম্বর/অক্টোবর মাসে আসছে উইন্ডোজ ফোন ১০ ওএস।যেকোনো উইন্ডোজ ফোন উইন্ডোজ ১০ তে আপগ্রেড করা যাবে।সাধারনত অন্যান্য ডিভাইসে আপনি এত বড় আপগ্রেড ফ্রি তে এবং সকল ডিভাইসে পাবেন না।সবথেকে বড় আপগ্রেড সুবিধা সুধুমাত্র উইন্ডোজ ফোনই দেয়।উইন্ডোজ ফোন ১০ হবে ইউজারদের জন্য একটি বড় চমক।অনেক নতুন নতুন ফিচারস নিয়ে আসছে উইন্ডোজ ১০।উইন্ডোজ ১০ তে আছে এমন কিছু অনবদ্য ফিচার যা আপনি অন্য ডিভাইসে পাবেন না।


উইন্ডোজ ষ্টোরঃ
এটি হল উইন্ডোজ ফোনের অফিসিয়াল আপ্পস ষ্টোর।এখানে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় সকল ধরনের আপ্পস পাবেন।অনেকের ধারনা উইন্ডোজ ষ্টোরে বেশি আপ্পস নেই।কিন্তু এই ধারনা সম্পূর্ণ ভুল।উইন্ডোজ ষ্টোরে রয়েছে প্রচুর আপ্পস।যদিও এটাতে এন্ড্রয়েড এবং আইফোনের মত এত আপ্পস নেই,কিন্তু যেসব আপ্পস আছে তা খুবই মানসম্মত।আপনার প্রয়োজনীয় আপ্পস দ্বারা প্রতিনিয়ত উইন্ডোজ ষ্টোর ডেভেলপ হচ্ছে।
0 comments:
Post a Comment