paidvers

PaidVerts

Friday, January 15, 2016

আবারও গ্রামিনফোনে নিয়ে নিন ৪০ টাকায় ৮ জিবি ইন্টারনেট।

গ্রামীণফোন ৩১ ডিসেম্বর বন্ধ সিমের
অফার ৯ টাকায় ২ জিবি এবং ৩৬
টাকায় ৮ জিবি এই অফারটি বন্ধ করে
দিয়েছিল। কিন্তু আজ তা আবার এই নতুন
অফার দিয়েছে।
হ্যাঁ গ্রামীণফোন বন্ধ
সিমে আবারো ২ জিবি ইন্টারনেট
নিন মাত্র ১০ টাকায় এবং ৪০ টাকায় ৮
জিবি। তো দেরি করে আর মিস করবেন
না। এখনি একটিভ করে নিন।
এই অফারটি কেবল তারাই পাবে
যাদের সিম আজ থেকে তিন মাস আগে
থেকে বন্ধ।
কিভাবে অফারটি পাবেন
আপনার পরিচিত বন্ধ সিমে এই অফারটি
অ্যাকটিভ করে আপনার যেকোন সচল
সিমে রেফার করে আপনিও পাবেন
১০০ এমবি ফ্রী।
আপনার সিমটি বন্ধ সিমের আওতায়
আছে কিনা তা চেক করতে BHK লিখে একটি স্পেস দিয়ে আপনার
বন্ধ সিমের নাম্বার লিখে
পাঠিয়ে দিন ৯৯৯৯ এই নাম্বারে।
যদি আপনার নাম্বারটি এলিজেবল
মানে গ্রহনযোগ্য দেখায় তাহলে
আপনার বন্ধ সিমে ১২ টাকা রেখে
ডায়াল করুন *111*90#
তাহলে আপনি পাবেন ২ জিবি
ইন্টারনেট ১৫ মেয়াদে। আপনি চাইলে মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন।
এভাবে আরও
তিনবার অ্যাকটিভ করুন আরও ৩০+ টাকা
দিয়ে। ব্যাস এবার আরামছে নেট
চালান।
আপনার নাম্বারে আরও ১০০ এমবি ফ্রী
নিতে পারেন। বন্ধ সিম থেকে টাইপ
করুন (SN আপনার সচল নাম্বার) লিখে
পাঠিয়ে দিন ৯৯৯৯ নাম্বারে।

0 comments:

Post a Comment