সবচেয়ে বেশী বিরক্তিকর ভাইরাসের নাম শর্টকাট (Shortcut) ভাইরাস। আর এই
ভাইরাসে ক্ষতিগ্রস্থ হচ্ছে লাখ লাখ কম্পিউটার, হার্ড-ডিস্ক, পেনড্রাইভ,
মেমোরি কার্ড। এবার আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন খুব সহজেই। আর
তাতে কোনো সফটওয়্যার লাগবে না। নিচের কিছু পদ্ধতি অবলম্মবন করলেই আপনি
শর্টকাট ভাইরাস ডিলিট করতে পারবেন আজীবনের জন্য (শুধুমাত্র পেনড্রাইভ, হার্ডডিস্ক, মেমোরি কার্ড এর ক্ষেত্রে প্রযোয্য)
প্রথমে আপনি আপনার কম্পিউটারের স্টার্ট বাটন এ ক্লিক করুন।
- তারপর সার্চ বক্সে Command Prompt লিখুন এবং সেটি সিলেক্ট করুন

- (অথবা উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ ৭ এর ক্ষেত্রে কী-বোর্ডের Windows button+R চাপুন তারপর কমান্ড বক্সে CMD লিখুন)

- তারপর Command Prompt বক্স আসবে। সেখানে লিখুন attrib -h -r -s /s /d D:\*.* (আন্ডার্লাইনকৃত জায়গায় আপনি যে ড্রাইভটি থেকে শর্টকাট ডিলিট করবেন তার নাম যেমন E,D,H,G etc) তারপর Enter চাপুন।

ব্যাস কাজ শেষ। এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ডটিতে যান। দেখুন সব হাইডেন ফাইল শো করবে।
বিঃদ্রঃ- কাজটি করার আগে মেমোরি কার্ড বা পেনড্রাইভ এর মধ্যে থাকা সব পিসিতে কপি করে রাখুন। ভাইরাস ডিলিট করার পর পেনড্রাইভ বা মেমোরি কার্ডটি ফরমাট করুন। তারপর আবার সেগুলো কপি করুন।
0 comments:
Post a Comment