আজকাল বাজারে নানা রকুমের রুম হিটার কিন্তে
পাওয়া যায়। যার মারকেত দাম হচ্ছে নিম্ন ১৫০০ টাকা থেকে আপনি যত দিতে পারেন।
আমার মত গরীব মানুষ এতো টাকা দিয়ে কম্পানির রুম হিটার কিনতে পারবেনা। ৩০০
থেকে ৪০০ টাকার মদ্ধে রুম হিটার বানালাম। জানিনা আপনাদের পছন্দ হবে কীনা।
এবার দেখব ৩০০ থেকে ৪০০ টাকার রুম হিটার আমি কি কি দিয়ে বানাছি আমরা নিচে দেখব:
১। ১০০০ ওয়াটের এটা কয়েল। আপনি চাইলে আরো বেশী ওযাট ব্যাবোহার করতে পারেন। দাম ১৫-২০ টাকা আমি কিনেছি ১৫ টাকা দিয়ে

১০০০ ওয়াট এর কয়েল

মাটির ফুলের টব

ফ্যান ১২ ভোল্ট

১২ ভোল্ট এটেপটার
৫। একটা বস্ক আপনার পছন্দ মত

বস্ক

ড্যিল মেশিন
এবার দেখব কী ভাবে কানেক সান করবো। কানেক সান করার আগে আমরা ফুলের টব টিকে আমাদের প্রয়জন মত ছিদ্র করে নিব। তারপর কয়েল টিকে মাটির টবের সাথে ঠিক ছবিটার মতো করে বেধে নিবো।

আর মাটির টব টিকে নাট বল্ট দিয়ে বস্কটির সাথে আটকে দিতে হবে যাতে করে এদিক সেদিক পড়ে না যাই।

ঠিক নিচের ছবির মত করে কানেক সান দিবো এবং ফ্যানের লাইন আলাদা করে দিবো কারন হয়তো বা এটেপটা নষ্ট হয়ে যেতে পারে তাই।

এখানে পালাশ বা মাইনাস এর কোন কীছু না যে কোন একটাতে কানেকসন দিলে হবে।

আর এটাই হচ্ছে আমার রুম হিটার।
0 comments:
Post a Comment