paidvers

PaidVerts

Friday, January 15, 2016

আবারও গ্রামিনফোনে নিয়ে নিন ৪০ টাকায় ৮ জিবি ইন্টারনেট।

গ্রামীণফোন ৩১ ডিসেম্বর বন্ধ সিমের
অফার ৯ টাকায় ২ জিবি এবং ৩৬
টাকায় ৮ জিবি এই অফারটি বন্ধ করে
দিয়েছিল। কিন্তু আজ তা আবার এই নতুন
অফার দিয়েছে।
হ্যাঁ গ্রামীণফোন বন্ধ
সিমে আবারো ২ জিবি ইন্টারনেট
নিন মাত্র ১০ টাকায় এবং ৪০ টাকায় ৮
জিবি। তো দেরি করে আর মিস করবেন
না। এখনি একটিভ করে নিন।
এই অফারটি কেবল তারাই পাবে
যাদের সিম আজ থেকে তিন মাস আগে
থেকে বন্ধ।
কিভাবে অফারটি পাবেন
আপনার পরিচিত বন্ধ সিমে এই অফারটি
অ্যাকটিভ করে আপনার যেকোন সচল
সিমে রেফার করে আপনিও পাবেন
১০০ এমবি ফ্রী।
আপনার সিমটি বন্ধ সিমের আওতায়
আছে কিনা তা চেক করতে BHK লিখে একটি স্পেস দিয়ে আপনার
বন্ধ সিমের নাম্বার লিখে
পাঠিয়ে দিন ৯৯৯৯ এই নাম্বারে।
যদি আপনার নাম্বারটি এলিজেবল
মানে গ্রহনযোগ্য দেখায় তাহলে
আপনার বন্ধ সিমে ১২ টাকা রেখে
ডায়াল করুন *111*90#
তাহলে আপনি পাবেন ২ জিবি
ইন্টারনেট ১৫ মেয়াদে। আপনি চাইলে মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন।
এভাবে আরও
তিনবার অ্যাকটিভ করুন আরও ৩০+ টাকা
দিয়ে। ব্যাস এবার আরামছে নেট
চালান।
আপনার নাম্বারে আরও ১০০ এমবি ফ্রী
নিতে পারেন। বন্ধ সিম থেকে টাইপ
করুন (SN আপনার সচল নাম্বার) লিখে
পাঠিয়ে দিন ৯৯৯৯ নাম্বারে।

এবার উইন্ডোজ ফোন এ নিন ডেক্সটপ এর মজা

আজ আমি আপনাদের এমন একটি অ্যাপ এর সাথে পরিচয়ই করিয়ে দেব যার মাধ্যমে আপনি আপনার উইন্ডোজ ফোন দিয়ে উইন্ডোজ ডেক্সটপ এর মজা নিতে পারবেন।

অ্যাপ টি তে যা যা পাবেন;

১. ফুল উইন্ডোজ ৮.১ ডেক্সটপ লুক।
২. সাথে ফোন এর প্রয়োজনীয় সব কিছু থাকছে।
৩. সিএমডি ও পাচ্ছেন এর সাথে।
৪. কন্ট্রোল প্যানেল পাবেন।
৫. নতুন ডায়েলার পাবেন।
৬. উইন্ডোজ এক্সপ্লোরার পাবেন।

আর সাথে থাকছে অনেক কিছু। তহ আর দেরি না করে। উপভোগ করতে আরম্ভ করুন এই চরম ডেক্সটপ অ্যাপ টি। আর উইন্ডোজ ফোন নিয়ে সুখে থাকুন।
Download This App From Here

যে ৫ টি কারণে আপনার উইন্ডোজ ফোন ব্যবহার করা উচিৎ

১. নোকিয়া এর হার্ডওয়্যারঃ


নকিয়ার হার্ডওয়্যার নিয়ে বদনাম করবে এমন সাহসী মানুষ কম। আর সেই নোকিয়া থেকেই আসছে সব উইন্ডোজ ফোন। যদিও নতুন ৫৩৫ মাইক্রোসফট ব্র্যান্ডিং এর প্রথম ফোন, সাথে আপকামিং ৬৪০ ও মাইক্রোসফট এর নিজস্ব। তবে বেশির ভাগ উইন্ডোজ ফোনই নোকিয়ার যার বিল্ড কুয়ালিটি নোকিয়া ১১০০ এর মত না হলেও তার থেকে কম না। তাই এ নিয়ে আলোচনা করার আর কোন মানে হয় না। সাথে নোকিয়ার ক্যামেরা নিয়েও কিছু বলার মানে হয় না। ১০২০, ১৫২০, ৯৩০ এর মত হাইএন্ড মোবাইল গুলোর ক্যামেরা থেকে আপনারা অনেক কিছু আশা করতে পারেন। এমন কি একটু কম দামি ৫২০ থেকেও আপনারা খারাপ আশা করতে পারেন না।

২. Cortana:


মাইক্রোসফট উইন্ডোজ ফোন ৮.১ এর সাথে বিল্ট ইন এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টটি আইএস অথবা গুগল নাও কে পিছনে ফেলে দিয়েছে অনায়েশে। আপনার যেকোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম এই অ্যাপটি হতে পারে আপনার কিছু সময়ের অংশীদার। আর কেও যদি এক্স-বক্স এর হ্যালো গেমটি খেলে থাকেন তবে করটানা ক্যামন হতে পারে তা নিয়ে আর কোন সন্দেহ থাকবে না। আপনাদের সুবিধারতে নীচে ইউটিউবএ করটানা নিয়ে একটি ভিডিও লিঙ্ক দেয়া হল।

৩. লাইভ টাইলসঃ

সবাই এ সম্পর্কে জানে। উইন্ডোজ ফোন এর হোম স্ক্রীনটি একটু অন্য রকম, বিভিন্ন অ্যাপ থেকে আগত তথ্য দিয়ে পরিপূর্ণ এটি।

৪. কম্পিউটারের সাথে সামঞ্জস্যঃ

আশা করি আপনাদের ভেতরে ৯৮% উইন্ডোজ ব্যবহার করেন। এদিক থেকে উইন্ডোজ ফোন আপনাকে দেবে কিছু সুবিধা। আপনার কম্পিউটার অথবা মোবাইল এর থাকা ফটো গুলো অটো সিঙ্ক এর মাধ্যমে আপনি অন্য ডিভাইস এও তা দেখতে পারবেন। কোন ওয়ার্ড ডকুমেন্ট ফাইল কম্পিউটারএ অর্ধেক লিখে বাকিটা মোবাইল দিয়ে শেষ করতে পারবেন।

৫. উইন্ডোজ ১০

উইন্ডোজ ১০ এর ফোন গুলো হবে আরও ফ্রেন্ডলি। হোম স্ক্রীন থেকেই কোন অ্যাপ এ না ঢুকে সামান্য কাজ সম্পন্ন করা। নোটিফিকেশন প্যানেল থেকে যেকোনো মেসেজ এর রিপ্লাই দেয়া। এছারাও সেটিংস এর ইন্টারফেস এ পাবেন নতুন ভিউ। সব উইন্ডোজ ফোনই ফ্রী উইন্ডোজ ১০ এ আপগ্রেড করা যাবে।



যুক্ত হন আমাদের জানালা ফোন গ্রুপে

Windows Phone এর বেস্ট ভিডিও প্লেয়ার MoliPlayer Free Version-ডাউনলোড করে নিন

আপনারা যারা Windows ফোন ব্যবহার করেন, তারা জানেন যে কিছুদিন আগেই VLC এর স্ট্যাবল ভার্সন স্টোরে রিলিস করা হয়। কিন্তু, এখনো এটি পুরোপুরি ভাবে সব ভিডিও ফাইল সাপোর্ট করে না। সেই দিক থেকে Moli Player এখন পর্যন্ত Windows ফোন এর বেস্ট ভিডিও প্লেয়ার। তবে, এটি একটি প্রিমিয়াম অ্যাপ্লিকেশন। এটি trial হিসেবে কিছুদিন ব্যবহার করার পর আপনাকে কিনতে বলবে।











তবে এটির একটি ফ্রি ভার্সন আছে যা শুধু China-এর ইউসারদের জন্য। ফ্রি ভার্সন আপনি আজীবন ব্যবহার করতে পারবেন। আজকে আমরা দেখবো কিভাবে যেকোনো Country থেকে Moli Player এর ফ্রি ভার্সন টি পাওয়া যায়।

১. মোবাইল এর নেট কানেকশন অন রাখুন।

২. সেটিংস এ ক্লিক করুন।















৩. সেটিংস থেকে region সিলেক্ট করুন।















৪. এবার Country/Region - 'China' সিলেক্ট করুন। এবং Regional Format 'English' সিলেক্ট করুন। সিলেক্ট করার পর ফোন রিস্টার্ট দিন।















৫. ফোন চালু হবার পরে স্টোরে যান।















৬. Moli লিখে সার্চ করুন। তাহলে MoliPlayer এর ফ্রি ভার্সন দেখতে পারবেন। এইটি ইনস্টল করুন।











































৭. ডাউনলোড কমপ্লিট হলে, মোবাইল এর সেটিংস এ গিয়ে region আপনার মত পরিবর্তন করে নিন। যেমন- US/Bangladesh. Language ও নিজের ইচ্ছে মত পরিবর্তন করে নিন। এর পর রিস্টার্ট দিন। এবং অ্যাপ্লিকেশন টি ওপেন করুন।
ওপেন করার পর প্রতিবার লাল চিন্হিত অপসন টি সিলেক্ট করবেন।  সো, ফ্রি ভার্সন ইনস্টল করা সম্পন্ন হলো।





























আশা করি সবাই বুঝতে পেরেছেন।

কেন আপনি উইন্ডোজ ফোন কিনবেন... কি আছে এটাতে ?

উইন্ডোজ ফোন ইউজার ইন্টারফেসঃ
উইন্ডোজ ফোনের ইউজার ইন্টারফেস খুবই চমৎকার।এটিকে ঠিক আপনার যেমন প্রয়োজন তেমনভাবে সাজানো হয়েছে।এটার ইউজার ইন্টারফেস অন্যান্য ওএস থেকে একেবারেই আলাদা।উইন্ডোজ ফোনে ব্যবহার করা হয়েছে অনবদ্য লাইভ টাইলস সুবিধা, যার কারনে ফোন কখনও স্লো হয় না।এটার ইউজার ইন্টারফেস এমন যে আপনার একবার দেখলেই ভাল লেগে যাবে।এবং এটা অনেকের কাছেই খুব পছন্দের।

ইউজার ইন্টারফেস

ক্যামেরা এবং ক্যামেরা ফিচারসঃ
উইন্ডোজ ফোনের ক্যামেরা বিশেষভাবে নোকিয়ার ক্যামেরা পৃথিবীর প্রথম সারির ভালো ক্যামেরার মধ্যে পড়ে।উইন্ডোজ ফোনের ক্যামেরা সহজেই স্যামসাং,এইচটিসি এগুলোর সাথে তুলনা করা যায়।এছাড়াও উইন্ডোজ ফোনের ক্যামেরায় দেওয়া হয়েছে বিশেষ কিছু ফিচারস যা আপনি সাধারনত অন্য ডিভাইসে পাবেন না।এছাড়াও উইন্ডোজ ফোনে লুমিয়া ক্যামেরা অ্যাপ ব্যবহার করে লুমিয়া প্রো ক্যামেরা ফিচারস ইউজ করে আপনি বেশ ভালো মানের ছবি তুলতে পারবেন।
ক্যামেরা ফিচারস

করটানাঃ
উইন্ডোজ ফোনে দেওয়া হয়েছে পৃথিবীর সবথেকে বুদ্ধিমান এবং শিক্ষিত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করটানা।এটা যারা ব্যবহার করেছেন তারাই বুঝতে পেরেছেন এটা কি জিনিস।এর উপকারিতা বলে শেষ করা যাবে না।এই করটানা হল আপনার সর্বসময়ের সঙ্গী।এটা আপনার সব কাজ মনে করিয়ে দেবে এবং আপনার সব প্রশ্নের উত্তর দিতে পারবে।এটা কি করতে পারে না বলে বলুন এটা কি করতে পারে না?এটা এখন বেটা ভার্সনেই গুগল নাও এবং সিরিকে হার মানাতে সক্ষম।


উইন্ডোজ ১০ আপগ্রেডঃ
চলতি বছরের সেপ্টেম্বর/অক্টোবর মাসে আসছে উইন্ডোজ ফোন ১০ ওএস।যেকোনো উইন্ডোজ ফোন উইন্ডোজ ১০ তে আপগ্রেড করা যাবে।সাধারনত অন্যান্য ডিভাইসে আপনি এত বড় আপগ্রেড ফ্রি তে এবং সকল ডিভাইসে পাবেন না।সবথেকে বড় আপগ্রেড সুবিধা সুধুমাত্র উইন্ডোজ ফোনই দেয়।উইন্ডোজ ফোন ১০ হবে ইউজারদের জন্য একটি বড় চমক।অনেক নতুন নতুন ফিচারস নিয়ে আসছে উইন্ডোজ ১০।উইন্ডোজ ১০ তে আছে এমন কিছু অনবদ্য ফিচার যা আপনি অন্য ডিভাইসে পাবেন না।
 
উইন্ডোজ ষ্টোরঃ
এটি হল উইন্ডোজ ফোনের অফিসিয়াল আপ্পস ষ্টোর।এখানে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় সকল ধরনের আপ্পস পাবেন।অনেকের ধারনা উইন্ডোজ ষ্টোরে বেশি আপ্পস নেই।কিন্তু এই ধারনা সম্পূর্ণ ভুল।উইন্ডোজ ষ্টোরে রয়েছে প্রচুর আপ্পস।যদিও এটাতে এন্ড্রয়েড এবং আইফোনের মত এত আপ্পস নেই,কিন্তু যেসব আপ্পস আছে তা খুবই মানসম্মত।আপনার প্রয়োজনীয় আপ্পস দ্বারা প্রতিনিয়ত উইন্ডোজ ষ্টোর ডেভেলপ হচ্ছে।

উইন্ডোজ ফোনের সেরা দশটি অ্যাপ

১)Blink:উইন্ডোজ ফোনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাপ এটি।যারা মোবাইল দিয়ে স্পোর্টস ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য এটি বেস্ট।এটি দিয়ে আপনি এক সেকেন্ডে ১৬ টি ফ্রেম ক্যাপচার করতে পারবেন।

২)Adobe Reader:কোনো পিডিএফ ফাইল পড়ার জন্য সব প্ল্যাটফর্মেই অ্যাডোব রিডার এর যথেষ্ঠ সুনাম আছে।

৩)Files:মেমোরি কার্ড ও ফোনের কনটেন্ট গুলো গুছিয়ে রাখার জন্য বিল্টইন ভাবে Storage Sense নামে একটি অ্যাপ পাবেন।কিন্তু প্রয়োজনীয়তার দিক দিয়ে বিল্ট ইন এই অ্যাপ এর চেয়ে অনেক উপরে আছে 'Files' অ্যাপটি।

৪)Modern Translate:বাঙ্গালীদের জন্য উইন্ডোজ প্ল্যাটফর্মের অন্যতম বড় সমস্যা হচ্ছে এখানে আপনি খুব একটা ডিকশনারি পাবেন না।যে কয়টা পাবেন সেগুলোও আপনার প্রয়োজন মেটাতে সক্ষম নয়।এ অবস্থায় আপনি হয়তো গুগল ট্রান্সলেট অ্যাপটি ডাউনলোড করে নিতে চাইবেন,কিন্তু আপনার জন্য আরেকটি দুঃসংবাদ।তা হলো উইন্ডোজ স্টোরে আপনি গুগল ট্রান্সলেট এর অফিসিয়াল অ্যাপস পাবেন না।এজন্য আপনি 'Modern Translate' অ্যাপটি ডাউনলোড করতে পারেন যা পুরোপুরি ' Google Translate' এর মতোই ব্যবহার করতে পারবেন।

৫)Playtube 2015:ইউটিউবের ভিডিও ডাউনলোড করার জন্য এ্যন্ড্রয়েড এর জনপ্রিয় অ্যাপ হলো টিউবমেট।উইন্ডোজেও আপনি টিউবমেট এর অনেকগুলো অ্যাপ পাবেন কিন্তু সবগুলোই ফেইক।এগুলো দিয়ে ভিডিওগুলো মেমরিতে ডাউনলোড করতে পারবেন না।কোনো ভিডিও মেমরিতে ডাউনলোডের জন্য আপনি 'PlayTube 2015' ব্যবহার করতে পারেন।

৬)Shazam:সঙ্গীতপ্রেমীদের জন্য দুর্দান্ত একটি অ্যাপ।অন্য কেউ কোনো গান বাজাচ্ছে,গানটি খুব ভালো লেগে গেলো।এখন আপনিও আপনার ফোনে গানটি বাজাতে চান অথবা গানটির লিরিক্স চান কিন্তু গানের নাম জানেন না।এক্ষেত্রে অ্যাপটি ওপেন করুন।আর পেয়ে যান গানসহ গানটির সব ডিটেইলস।

৭)UC Browser:শান্তিতে নেট ব্রাউজিং করার জন্য ভালো একটা ব্রাউজার লাগে।উইন্ডোজে আপনি UC Browser ছাড়া মনতুষ্ট করার জন্য আর কিছুই পাবেন না।

৮)Movie Maker 8.1:যারা মোবাইল দিয়ে শর্টফিল্ম বানাতে ভালোবাসেন এটি তাদের জন্য।এটি ডাউনলোড করতে গেলে আপনাকে টাকা খরচ করতে হবে।ফ্রি অ্যাপগুলোর মধ্যে আপনি 'Movie Creator Beta' ব্যবহার করতে পারেন।

৯)Pics Art:ভালো একটা ছবি তুলে সবার প্রথমে যেটা চাই তা হলো ছবিটা ইডিট করতে হবে।অ্যান্ড্রয়েডে হলে আপনি ৪-৫ টা ইডিটর ডাউনলোড করতেন এবং সম্মিলিতভাবে একটা ছবি ইডিট করতেন।উইন্ডোজে কিন্তু আপনি এ সুবিধাটা পাবেন না।কেননা উইন্ডোজের অধিকাংশ ফটো ইডিটর অ্যাপই ভুয়া।এক্ষেত্রে পিকস আর্ট আপনাকে সর্বোত্তম সুবিধাটা দিবে।

১০)OneDrive:বর্তমান যুগে ক্লাউড স্টোরেজ অত্যন্ত প্রয়োজনীয় একটি বন্ধু।ব্যক্তিগত তথ্য হালনাগাদের জন্য এটির প্রয়োজন বলে শেষ করা যাবে না।এটিতে একাউন্ট খুললেই আপনি ফ্রি ১৫ জিবি স্টোরেজ পাবেন।

আজকের মতো এখানেই শেষ করছি।ধন্যবাদ সবাইকে।

উইন্ডোজ ফোনের বেস্ট শুটার গেম ৪৪.৩৫ এম বি

গেম ক্যাটাগরিঃ শুটার
গেম সাইজঃ ৪৪.৩৫ এম বি
এই গেম এ আপনি অনেক অবজেক্টিভ পাবেন। এতে এই গেমটি খেলতে কখনই বিরক্ত হবেন না। গেম টি চালু করার সাথে সাথে আপনি দারুন একটি স্টার্ট পেজ পাবেন। এতে 'PLAY' অপশন  ও 'ENGLISH' অপশন থাকবে।

আপনি 'ENGLISH'  এ ক্লিক করে ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে খেলতে পারেন। তবে দুঃখের বিষয় হল বাংলা নেই। তাই আমাদের জন্য 'ENGLISH' ই ভাল।
'PLAY' তে ক্লিক করে গেম স্টার্ট করুন। কিছু ক্ষণ লোডিং হবে তারপরে নিচের মত পেজ ওপেন হবে।

এখানে বিভিন্ন মিশন আছে, এগুলো খেললে টাকা ও গোল্ড বার পাবেন। এসব টাকা দিয়ে বিভিন্ন বন্দুক, বোমা, লাইফ, গুলি ইত্যাদি কিনতে পারবেন।

WEAPON:

কোনও বন্দুক কিনতে হলে 'WEAPON' এ ক্লিক করে পছন্দের বন্দুক ও গুলি কিনতে পারবেন। তবে সব বন্দুক কিনতে পারবেন না। বেশির ভাগ বন্দুক লক করা থাকে। এসব বন্দুক আনলক করতে হলে র‍্যাঙ্ক বাড়াতে হবে। আপনি বন্দুক আপগ্রেট করতে পারবেন।

QUEST:

আপনার রাঙ্কিং দেখতে হলে 'QUEST' এ ক্লিক করতে হবে। এখানে কিছু অবজেক্টিভ দেয়া থাকে এগুলো পুরন করলেই আপনি আপনার র‍্যাঙ্ক বাড়াতে পারবেন। র‍্যাঙ্ক বাড়লে কিছু রিওয়ার্ড ও পাওয়া যায় (গোল্ড বার, টাকা, গ্রেনেট ইত্যাদি)। র‍্যাঙ্ক বাড়লে ওই র‍্যাঙ্ক রিলেটেড বন্দুক ও আনলক হয়।

CASINO 777:

ক্যাসিনো তে ক্লিক করে আপনার ভাগ্য পরিক্ষা করতে পারেন। এখানে কিছু সময় পর পর "FREE SPIN" করার সুযোগ দেয়। এখানে ফ্রি স্পিন ফ্রিতে করলে টাকা, গোল্ড বার ও অন্যোন্য প্রয়োজনীয় জিনিষ পাবেন। তবে ওই টাইম ছাড়া অন্যোন্য টাইমে স্পিন করতে হলে ৩ টি গোল্ড বার দিয়ে স্পিন করতে হবে।

STORE:

এখানে আপনি গেম প্রস্তুত কারী কোম্পানির  দেয়া বিভিন্ন প্যাকেজ থেকে ডলার পে করে গেম টাকা, গোল্ড বার, লাইফ ইত্যাদি পেতে পারেন।

আইটেম এ গেলে লাইফ ও বোমা খরিদ করতে পারবেন(আপনার গেম টাকা ও গোল্ড বার দিয়ে)।  বুস্ট এ গেলে বিভিন্ন বুস্ট প্যাকেজ কিনতে পারবেন।

ACHEVE:

এখানে কিছু শর্ত দেয়া থাকে। এগুলো পূরণ করলে আপনি অ্যাওয়ার্ড পাবেন(গেম মানি, গোল্ড বার) যা আপনার জন্য খুবই দরকারি।

ZOMBIE:

  • বিভিন্ন জমবি বিভিন্ন আকৃতি ও শক্তির হয়ে থাকে।
  • এরা কাছে এসে আপনার ক্ষতি করে, অনেকে দূর থেকেই ভাইরাস ক্ষেপণ করে।
  • এদের মাথায় শুট করলে এরা তাড়াতাড়ি ধ্বংস হয়। কিন্তু সবার মাথায় কিন্তু আঘাত করা টা কাজের নাও হতে পারে, যেমন একটি বসের পেটে আঘাত করলে এটি তাড়াতাড়ি ধ্বংস হয়।

GADGETS & WEAPON :

  • বন্দুক থাকে অনেক প্রকারের(রাইফেল, শর্ট গান, মেশিন গান ইত্যাদি)।
  • শক্তিশালী বন্ধুক আনলক করতে র‍্যাঙ্কিং বাড়ান।
  • একেক জমবির ক্ষেত্রে একেক বন্ধুক কার্যকারী।

LEADERBOARD:

  • আপনার খেলার প্রোগ্রেস আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
  • ফেসবুক ও গুগল প্লাস এ কানেক্ট হন।
  • আপনার ফ্রেন্ড লিস্ট এর সবচেয়ে টপ স্কোর করুন।

Minimum hardware requirement:

  • Screen size: 480x800
  • CPU: 2 core 800MHz
  • Memory: 512MB
গেম ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন