paidvers

PaidVerts

Sunday, April 10, 2016

যে দোয়া এক বার পড়লে ১ হাজার দিন পর্যন্ত নেকী লেখা হয়..



মহান আল্লাহ তাআলা আমাদেরকে অনেক যত্ন করে
 সৃষ্টি
 করেছেন। আল্লাহ তাআলার মত করে আমাদেরকে
 আর
 কেউ ভালোবাসেন না। আর ভালোবাসতে পারেনও
 না।আর আল্লাহ তাআলা তার প্রদর্শিত পথের
 পথিকদের জন্য
 প্রস্তুত করে রেখেছেন জান্না ত। যার তলদেশ দিয়ে
 সুমিষ্ট নহর প্রবাহিত করে দিয়েছেন। আর আল্লাহ
 তাআলার
 পরেই আমাদেরকে অত্যধিক ভালোবাসেন আমাদের
 প্রাণপ্রিয় রাসূল (সাঃ)।
 রাসূল (সাঃ)সব সময় চিন্তা করতেন কিভাবে আমরা
 নাযাত পেতে
 পারি, কিভাবে আমরা দুনিয়া ও আখিরাতে শান্তি
 পেতে পারি। তিনি
 আজীবন আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে
 আমরা
 অল্প পরিশ্রমে অধিক লাভবান হতে পারি। এরই
 ধারাবাহিকতায় তিনি
 আমাদেরকে শিখিয়ে গিয়েছেন ছোট্ট একটি আমল ।
 যে আমলটি করার ফজিলত অপরিসীম।
 আসুন আজ থেকে আমরা চেষ্টা করি ছোট্ট এই
 আমলটি
 সব সময় করার। আর অর্
 জন করি দুনিয়া ও আখিরাতের সফলতা।
 ছোট্ট একটি দোয়াঃ
 ———————-
 “জাযাআল্লাহু আন্না মুহাম্মাদান মা-হুয়া আহলুও।”
 নবী কারীম (সাঃ) এরশাদ করেন, যে ব্যক্তি ১ বার এই
 দোয়া পাঠ করবে, ৭০ জন ফেরেশতা এক হাজার দিন
 পর্যন্ত বিরতিহীনভাবে উহার সাওয়াব লিখতে
 থাকবে।

0 comments:

Post a Comment