paidvers

PaidVerts

Tuesday, May 31, 2016

Robi,Grameen,Aritel All Offer বন্ধ করার টিপস

ভ্যালু অ্যাডেডে সার্ভিস (Wel Come
 Tnue, News Alert, Radio Alert,
 Sports News Alert, Namaj Alert News, Health
 Alert News,
 Bollywood Actress News Alert,
 Miss Call Alert etc)
 অজান্তে বা ভুলে চালু হয়ে যায়
 এবং তা নিয়মিত দৈনিক, সাপ্তাহিক,
 মাসিক আকারে টাকা কাটতে শুরু করে ৷ যার
 ফলাফলের আশায় মিনিটের পর
 মিনিট কেয়ারে কল করেও সমাধান
 ঠিকভাবে পাই না, কেয়ারে গিয়েও
 পাইনা, এলাকার ছোট বড় ভাইরাও দাম
 বা মুড লয় ৷ একবার সমাধান হলে আবার
 পুনরায় চালু হয়ে যায় আর পকেট কাটা শুরু করে ৷
 আর কাটবেনা ৷ নিচের দেয়া কোড
 আপনার মোবাইলের
 মেসেজে লিখে দেয়া নাম্বারে পাঠিয়ে দিন
 ৷ আপনার সার্ভিস যেটি চালু শুধু সেই
 সার্ভিসের ব্যাপারে মেসেজ পাঠান ৷
গ্রামীনফোন: ……………………
 Welcome
 tune:Type “Stop” and Send to
 4000 Internet off *500*40#
 Facebook Type: “Stop” and send
 to 32665 Facebook USSD dial
 *325*22# Mobile twitting Type: “Stop” and
 send to 9594 Call
 Block: “Stop CB” and send to 9594
 Misscall alert type: “STOP MCA” and
 send to 5678 Cricket alert
 type:”Stop Cric” and send to 2002
 Sports News type:”STOP SN” and send to
 2002 Cricket Service Type:
 “STOP CR” and send to 2002
 Mobile Backup Type:”Stop MB”
 and send to 6000 Buddy Tracker
 Type: “Stop BD” and send to 3020
 Music News Type:”Stop BD” and sen to 4001
 Voice Chat call 2828
 and press 8 Entertainment Box
 Type “Stop” and send to 1234
 Ebill Type:”Ebill cancel” and send
 to 2000 Job news Type: “STOP JOB
 CATAGORY” and send to 3003 Namaz sharif
 Type:”STOP H” and
 send 2200 Hadith Sharif
 Type:”STOP H” and send to 2200
 Voce Mail Service Dial ##67# or
 ##61# or ##21# আপনাদের
 আরো একটি বড় একটি কোড দেই তা হলো
 গ্রামীনফোনের পোষ্ট পেইড
 গ্রহকগন প্রাই Breaking News
 নামে একটি বিরক্তি কর সার্ভিস
 অটো উপভোগ করে থাকেন
 এবং প্রতিটি এসএমএস জন্য ২.৩০
 টাকা বিল এ যুক্ত হতে থাকে কিন্তু এর
 সমাধান পাওয়া যায় না।কেমনে বন্ধ
 করতে হবে। আজ আমি এর সব কিছু বলবো।
 নিচে ভালো ভাবে পড়ুন: Postpaid or
 prepaid Breaking News Alert from
 024747 number Just Type “STOP
 ALL” and send to 4747 Only 024747
রবি: ………….. Goongoon : Type “off”
 to 8466
 Internet off Dial *8999*00#
 Missed all alert dial *140*2*1*2#
 Phone back up *140*2*2*6# Call
 Block *140*2*3*6# Facebook
 Type “Stop” and send to 32665 Blaast Type
 “STOP” and send to
 21291 Voice Tube “Unsub” or
 ‘UNSUB’ to 808088 Circle- Type
 “CSTOP” and send to 8880.
 Locator service Type “off” and
 send to 1818 Daily WAP content @ TK 1-
 type “Off” and send 21290.
 Breaking News Alerts : dial
 *140*8*1*2*3# Fun Portal –
 “joke off” to 4636. Kid- Zone SMS
 “off” to 8543 Muslim Life on Robi
 SMS “OFF” to ‘21279’ Robi Ibadat Portal –
 type “off” and send
 80807. Women Zone Service type
 “STOP WZ” & sent to 8378 Cricket
 World -Call 8274 number and
 follow the instruction [press 7
 then press 2] Robi Shorgol (community
 service) To
 unsubscribe, SMS community
 nameStop to 9090.
এয়ারটেল: ………… Stop a Service Dial
 *121*3# Then Select any service…
 Some Services: Promotional SMS Call Dial
 *121*9*2# (free)
 Facebook USSD Dial *325*22#
 and to confirm Press 1 Calller Tune
 & My tune dial *121*3*1# Music &
 Entertainment ?mRadio Dial
 *121*3*2# Mobile Backup Dial *121*3*3#
 Miss call alert Dial
 *121*3*4# Classified Service Dial
 *121*3*5# Cricket Dial
 *121*3*6# Religious Alert Dial
 *121*3*7# Health & Education
 Dial *121*3*8# Horoscopes Dial *121*3*9#
 News Service Dial
 *121*3*10# Weather Forcasting
 Dial *121*3*11# Voice Mail Dial
 *121*3*12# International Roam
 SMS Dial *121*3*13# Jokes Dial
 *121*3*14# Call Block Service Dial
 *121*3*15#

Monday, May 9, 2016

SSC 2016 Results দেখুন সবার আগে।।


এস এস সি র রেজাল্ট বের করুন খুব সহজেই।
এই এপ্স টি দিয়ে আপনার এস এস সি, দাখিল, সহ ২০১৬ থেকে ২০০৫ সকল মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরিক্ষার রেজাল্ট দেখতে পারবেন।
তাই এই এপ্স টি ডাউনলোড করে নিন।


Apps Name: BD Education Result
Size: 2.7 mb
Download

Thursday, April 28, 2016

সিম নিবন্ধন সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা জেনে নিন


সিম নিবন্ধন সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা তা যাচাই করার পদ্ধতিঃ

১) গ্রামীণফোন নিবন্ধন যাচাইঃ Message option গিয়ে reg লিখে 4949 এ send করুন। ফিরতি ক্ষুদে বার্তায় কী লিখা পড়ুন।
২) বাংললিংক নিবন্ধন যাচাইঃ বাংলালিংকের গ্রাহকরা *1600*1# ডায়াল করে নিবন্ধন যাচাই করতে পারেন।
৩) রবি নিবন্ধন যাচাইঃ *643# লিখে কল বাটন চাপুন। একটি ক্ষুদে বার্তা আসবে, অনুসরণ করুন 1 লিখে send করুন। ফিরতি ক্ষুদে বার্তায় কী লিখা পড়ুন।
৪) এয়ারটেল নিবন্ধন যাচাইঃ *121*444# লিখে কল বাটন চাপুন। ফিরতি ক্ষুদে বার্তায় কী লিখা পড়ুন।
তাহলে আর দেরি কেন দ্রুত দেখে নিন কিভাবে করবেন।

Saturday, April 23, 2016

পেইজা একাউন্টে বিকাশের মাধ্যমে অ্যাড ফান্ডস্ তথা অর্থ ডিপোজিত ও উইথড্র করবেন?


পেইজা একাউন্ট ক্রিয়েট করা খুব কঠিন কাজ নই। প্রায় ১ মিনিট সময় ব্যয় করেই এই একাউন্ট ওপেন করা যায়।

বর্তমানে কাজের উপযোগীতার কথা চিন্তা করে অনেকেই পেইজা একাউন্ট ক্রিয়েট করেছেন ও করছেন। পেইজা মূলত অন্য সকল অনলাইন পেমেন্ট গেটওয়ে সিস্টেমের মতই যেমনঃ Paypal, patoo, Ok pay, Payonior ইত্যাদি। মূলত দেশী-বিদেশী কেনাকাটা, পেমেন্ট মেথড, ট্রানজেকশন লেনদেনে এর জুড়ি বেশ ভারি। আপনারা হয়ত লক্ষ্য করেছেন বেশ কিছু দিন হল পেজা একাউন্টে নতুন একটি অপশন যোগ হয়েছে তাহল Bkash Payment Method. তাহলে এই সম্পর্কে কিছু জেনে নিই-

পেইজা একাউন্টে যোগ হল Bkash Payment Method


হ্যা সত্যিই এটি যোগ হয়েছে। আপনার একাউন্ট লগইন করলেই দেখতে পাবেন। তবে এতদিন ধরে আপনারা যারা অ্যাড ফান্ড হিসাবে পেজাতে কিছু অর্থ যোগ করার চেষ্টা করতেন মূলত ক্রেডিট কার্ড কিংবা ব্যাংক একাউন্টের মাধ্যমে। তথাপি এই কাজগুলো করা গেলেও প্রায় ৭ দিনের মত সময় লেগে যেত। কিন্তু বিকাশ অপশন যোগ হওয়াতে সাথে সাথেই অ্যাড ফান্ড যোগ করতে পারছেন ও নিশ্চিত হতে পারছেন। তবে দূঃখ জনক হলেও সত্যি যে, পেইজা হইতে ক্যাশআউট করতে এখনো বিকাশ কাজ করবেনা। আশা করা যায়, আরো কিছুদিন যাবার পর হয়ত সেটিও করা যাবে। আসলে এক সময় দেখা যাবে শুধু কিাশ নই, এখানে অন্য সকল মোবাইল ব্যাংকিং সেবা অ্যাড করা যাবে এমনটাই বলে মনে করি।

কিভাবে পেজাতে বিকাশের মাধ্যমে ফান্ড অ্যাড করবেন?

হ্যা সেইজন্য আজকের এই প্রকাশনা। উদাহরন হিসাবে বলি আজকে আমার একাউন্টে বিকাশের মাধ্যমে ৪০০৳ ফান্ডঅ্যাড করেছি এবং সিস্টেমটি আপনাদেরকে দেখাব। বিষয়টি আসলে তেমনটা জটিল নই। তাহলে কাজ শুরু করি-
১। প্রথমে পেজাতে অর্থাৎ আপনার একাউন্টে লগইন করুন > Add Funds মেনুতে ক্লিক করুন

২। বিকাশ অপশন নির্বাচন করুন

৩। নিম্নরুপ একটি চিত্র আসবে > চিত্র অনুযায়ী সকল কাজ করুন

  • { সব কিছু করার পর শুধুমাত্র bkash Transaction Id এর ফাঁকা ঘরে আপনার বিকাশের TrxID সংখ্যাটি ইনপুট করে Create Transaction ক্লিক করলেই হবে।}
৪। ব্যাস কাজ শেষ! সফলভাবে সমাপ্ত হলে আপনি আপনার মোবাইলে বিকাশ হতে একটি বার্তা এবং সেই সাথে পেজা হতে সামারি হিসাবে মেইল বার্তা পাবেন তথ্যসূত্র হিসাবে নিম্নরুপ

  •  নির্দেশনাঃ
ক। বিকাশের মাধ্যমে অ্যাড ফান্ড করলে সাথে সাথে মূল একাউন্টের পূর্বের ট্রানজেকশনের সাথে নতুন হিসাবে অর্থ যোগ হয়ে যাবে।
খ। কারেন্সী হিসাবে টাকাতে যোগ হবে ডলারে হবে না।
গ। প্রতি ট্রানজেকশনে বিকাশকে শতকরা ১.৯% চার্জ দিতে হবে। উদাহরন হিসাবে বলি আজ আমি ৪০০৳ অ্যাড ফান্ড করি। সেখানে ৭৳ কর্তন করে ৩৯২৳ যোগ হয়েছে।
ঘ। বর্তমানে পলিসি অনুযায়ী মাসে ৫০০০-৭০০০৳ বেশী ফান্ড অ্যাড করা যাবে না।
ঙ। দূঃখিত! বিকাশের মাধ্যমে ফান্ডস অ্যাডকৃত টাকা বিকাশে ফেরত পাওয়া যাবে না। তবে ব্যাংক একাউন্টে যোগ করা যাবে। সেই ক্ষেত্রে ব্যাংকভেদে চার্জ কর্তন যাবে প্রায় প্রতি লেনদেনে ২২০৳ মত। উপরন্তু উক্ত প্রসেস হতে ব্যাংক একাউন্টে অ্যাড হতে প্রায় ৪-৫ দিন সময় নেই।
চ। তবে আশা করা যায় খুব শ্রীঘই পেইজা একাউন্টে বিকাশের মাধ্যমে উইথড্র সুবিধাটা কর্তৃপক্ষ যোগ করবে। তখন উক্ত সাময়িক অসুবিধাটা দূর হবে।

যারা এখনও NID পাননি তারা নিয়ে নিন টেম্পোরারি NID ও করুন বায়োমেট্রিক ভেরিফিকেশন




যারা ন্যাশনাল আইডিকার্ডের জন্য এপ্লাই করেছেন অথচ এখনো আইডি কার্ড পাননি তাদের জন্য।
আপনারা অনেকেই ২০১৪ ও ১৫ সালে রেজিশট্রেশন করে ছবি তুলেছেন অথচ আজ অবধি ন্যাশনাল আইডি কার্ড পাননি আর এদিকে সিম রেজিস্ট্রেশন ও অনান্যা কাজে আইডি কার্ডের অভাবে প্যারার মধ্যে আছেন তাদের হেল্পের উদ্দেশ্যে টিউনটা লেখা।
মাত্র ৩ স্টেপের একটি কাজ করেই আপনি পেয়ে যাবেন টেম্পোরারি একটি আইডি কার্ড। যা দিয়ে সিম রেজিস্ট্রেশন সহ আইডি কার্ডের প্রয়োজনীয় কাজগুলা করতে পারবেন। দরকার শুধু নিবন্ধন স্লিপ এর ফরম নম্বরটি। ছবি তোলার পর যে ছোট স্লিপ দেওয়া হয়েছিল তার ফরম নম্বর। (ডান সাইডে বক্সের ভিতরে)
ফার্স্ট স্টেপ,
প্রথমে নিচের লিংকে প্রবেশ করে সকল ঘরে সঠিক তথ্য পূরন করে "ভোটার তথ্য দেখুন" এ ক্লিক করতে হবে।
Link 1
নতুন পেজটি লোড নেওয়ার পর একটু স্ক্রোল করে পেজের নিচে আসলেই আপনার ভোটার তথ্যা ও লাল কালিতে লেখা ন্যাশনাল আইডি কার্ড নম্বর পেয়ে যাবেন। আর এ নাম্বার দিয়েই আপনি সিম রেজিস্ট্রেশন করতে পারবেন।
সেকেন্ড স্টেপ,
তারপর নিচের লিংকে গিয়ে সকল তথ্য পূরণ করে ও মোবাইল নম্বর ভেরিফিকেশন করে একটি একাউন্ট খুলে নিবেন।
Link 2
থার্ড স্টেপ,
নিচের লিংক এ গিয়ে আপনার আগের ধাপের খোলা একাউন্টে লগ ইন করেন।
Link 3
এখানে ছবি সহ আপনার ডিটেইল দেখতে পাবেন। এখন "পরিচয় বিবরণী" তে ক্লিক করলে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে। আর এটিই আপনার টেম্পোরারি আইডি কার্ড।

Android ফোনের জন্য প্রয়োজনীয় ১০ টি অ্যাপ


আপনাদের সাথে আপনার অ্যান্ড্রয়েড এর  প্রয়জনিও কিছু সফটওয়্যার সম্পর্কে আলোচনা করব। এগুলো আপনার ফোনের এর জন্য অনেক  গুরুত্বপূর্ণ আপনি দেখলেই বুঝতে পারবেন।

 

Background Eraser

এই  অ্যাপ দিয়ে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দিতে পারবেন খুব সহজেই । এখন থেকে আপনাকে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য ফটোশপ এর দরকার হবেনা।।

সফটওয়্যার সাইজ  : ৬ এমবি + 
সরাসরি  ডাউনলোড করুন এখান থেকে

Faster Internet  

আপনি যদি 2G এলাকায় থাকেন আপনার ইন্টারনেট এর স্প্রিড যদি খুব কম হয়ে থাকে তাহলে এটা ব্যবহার করে দেখতে পারেন।। আশা করি আপনার ইন্টারনেট এর স্প্রীড দুই গুন বৃদ্ধি পাবে।। ডাউনলোড করে ইন্সটল করে  start এ ক্লিক করেন একটু অপেক্ষা করেন দেখবেন কাজ হয়ে গেছে

সফটওয়্যার সাইজ  : ৯০০ কেবি
সরাসরি  ডাউনলোড করুন এখান থেকে

Shout 2B Fire

এটি  মুলত একটি ফানি   সফটওয়্যার। এটা ব্যবহার করে আপনি ফু দিয়ে আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রীন এ আগুন লাগিয়ে ফেলতে পারেন।। ও হ্যাঁ আগুনে এবার শব্দও করবে  ।।

সফটওয়্যার সাইজ  : ১ mb+ 

সরাসরি ডাউনলোড করুন এখান থেকে

Air Control

যাদের ফোনে সেন্সর আছে তারা এই অ্যাপ টি ব্যবহার করে খুব সহজেই সেন্সর দিয়ে আপনার ফোনের যাবতীয় কাজ করতে পারেন যেমন কল রিসিভ করা মিউজিক প্লেয়ার কন্ট্রোল এবং গ্যালারি কন্ট্রোল করতে পারবেন।।

সফটওয়্যার সাইজ  : ৩ mb+ 
 সরাসরি ডাউনলোড করুন এখান থেকে

Super Zapya

এটা ব্যবহার করে আপনি আপনার বন্ধুর ফোন থেকে ২৫ এমবি স্প্রীড এ ফাইল আদান প্রদান করতে পারবেন। এটি ব্যবহার করে  আপনি অ্যাপ, মিউজিক, ভিডিও, ডকুমেন্ট সেন্ড করতে পারবেন shareit এর চেয়ে ৫ গুন বেশি স্প্রীড এ।।






সফটওয়্যার সাইজ  : 4 mb+ 
সরাসরি ডাউনলোড করুন এখান থেকে

Multitasking Pro

Multitasking অ্যাপ টির সাথে সবাই কমবেশি পরিচিত। এটা ব্যবহার করে আপনি কম্পিউটার এর মত আলাদা আলাদা ট্যাব খুলে কাজ করতে পারবেন আপনার হোম স্ক্রীন থেকেই

সফটওয়্যার সাইজ  : ৩ mb+ 
সরাসরি ডাউনলোড করুন এখান থেকে
9 Apps
সফটওয়্যার আপডেট এর সাথে সবাই ই পরিচিত। গুগল প্লে থেকে কোন সফটওয়্যার আপডেট দিতে গেলে আপনার ২০ এমবির সফটওয়্যার আপডেট দিতে আবারো ২০ এমবি+ খরজ করতে হয়। এতে আপনার অনেক এমবি লস হয়। এখন থেকে আপনি এই অ্যাপ টি ব্যবহার করে ২০ এমবির সফটওয়্যার ৫ এমবি তে আপডেট দিতে পারবেন

সফটওয়্যার সাইজ  : ৯৯৬ কেবি 
সরাসরি ডাউনলোড করুন এখান থেকে
Face Lock Pro
এই অ্যাপ টি ব্যবহার করে আপনি আপনার মুখ ব্যবহার করে আপনার ফোন আনলক করতে পারবেন।।  এটি দিয়ে আপনি Face এর পাশাপাশি Pattern  দিয়েও আনলক করতে পারবেন কারন রাতের বেলায় তো আর আপনার চেহারা খানা দেখা যাবে না

রাসরি ডাউনলোড করুন এখান থেকে
Voice Unlock
তবে হ্যাঁ আপনারা চাইলে Voice Unlock  সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন এটিও খুব দারুন কাজ করে। এটা ব্যবহার করে আপনি একটি ইংলিশ ওয়ার্ড ব্যবহার করে আপনার ফোন আনলক করতে পারবেন আমি যেমন রাব্বি ব্যবহার করি আপনি আপনার নামেও করতে পারবেন




সফটওয়্যার সাইজ  : ৬ mb+
সরাসরি ডাউনলোড করুন এখান থেকে
ভাল থাকবেন সবাই

Gp তে ১৪ টাকায় ৯০ মেগাবাইট ইন্টারনেট


গ্রামীণফোনের বৈশাখী অফার! ১৪ টাকায় ৯০ মেগাবাইট ইন্টারনেট এবং ১ পয়সা/ সেকেন্ড কলরেট! এ্যাকটিভেট করতে ডায়াল করুন *5000*170# (মেয়াদ ২ দিন)। VAT, SD.......

Tuesday, April 12, 2016

Gp mb মেয়াদ বাড়িয়ে নিন ৩০ দিন


Gp তে mb এর মেয়াদ বাড়িয়ে নিন  এক মাস ১৭ টাকা দিয়ে *৫০০০*৮*১*৪*২#
Mb মেয়াদ চেক করেন *৫৬৬*১০#
  ভাল থাকবেন।।।

Sunday, April 10, 2016

যে দোয়া এক বার পড়লে ১ হাজার দিন পর্যন্ত নেকী লেখা হয়..



মহান আল্লাহ তাআলা আমাদেরকে অনেক যত্ন করে
 সৃষ্টি
 করেছেন। আল্লাহ তাআলার মত করে আমাদেরকে
 আর
 কেউ ভালোবাসেন না। আর ভালোবাসতে পারেনও
 না।আর আল্লাহ তাআলা তার প্রদর্শিত পথের
 পথিকদের জন্য
 প্রস্তুত করে রেখেছেন জান্না ত। যার তলদেশ দিয়ে
 সুমিষ্ট নহর প্রবাহিত করে দিয়েছেন। আর আল্লাহ
 তাআলার
 পরেই আমাদেরকে অত্যধিক ভালোবাসেন আমাদের
 প্রাণপ্রিয় রাসূল (সাঃ)।
 রাসূল (সাঃ)সব সময় চিন্তা করতেন কিভাবে আমরা
 নাযাত পেতে
 পারি, কিভাবে আমরা দুনিয়া ও আখিরাতে শান্তি
 পেতে পারি। তিনি
 আজীবন আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে
 আমরা
 অল্প পরিশ্রমে অধিক লাভবান হতে পারি। এরই
 ধারাবাহিকতায় তিনি
 আমাদেরকে শিখিয়ে গিয়েছেন ছোট্ট একটি আমল ।
 যে আমলটি করার ফজিলত অপরিসীম।
 আসুন আজ থেকে আমরা চেষ্টা করি ছোট্ট এই
 আমলটি
 সব সময় করার। আর অর্
 জন করি দুনিয়া ও আখিরাতের সফলতা।
 ছোট্ট একটি দোয়াঃ
 ———————-
 “জাযাআল্লাহু আন্না মুহাম্মাদান মা-হুয়া আহলুও।”
 নবী কারীম (সাঃ) এরশাদ করেন, যে ব্যক্তি ১ বার এই
 দোয়া পাঠ করবে, ৭০ জন ফেরেশতা এক হাজার দিন
 পর্যন্ত বিরতিহীনভাবে উহার সাওয়াব লিখতে
 থাকবে।

Tuesday, April 5, 2016

Uc Browser Download করে ৬০ টাকা মোবাইল Recharge নিন।।


ইউসি
 ব্রাউজার ডাউনলোড করলে সবাই ৬০ টাকা মোবাইল
 রিচার্জ পাবেন।
 বিস্তারিত খুলে বলি। আজ ফেসবুকে বেশ কিছুক্ষণ
 ছিলাম আমি। হঠাত করে টাইমলাইমে একটি টিউন
 চোখে পড়ে যায়। টিউন দিয়েছে ইউসি
 ব্রাউজারের বাংলাদেশ পেইজ। টিউনটিতে বলা আছে
 ৬০ টাকা মোবাইল রিচার্জ পাওয়ার বিষয়টি। তবে এই
 মোবাইল রিচার্জ শুধুমাত্র গ্রামীণফোন, বাংলালিংক,
 রবি এবং এয়ারটেল সিমে পাওয়া যাবে। তবে ওদের
 একটি শর্ত আছে। সেটি হলো আপনাকে অবশ্যই
 এন্ড্রয়েড ফোনে ইউসি ব্রাউজার ডাউনলোড
 করতে হবে। পিসিতে ডাউনলোড করে
 মোবাইলে ইস্নটল করবেন সে সুযোগ এখানে
 নেই।
 এই ক্ষেত্রে আপনি আপনার এন্ড্রয়েড
 ফোনে ইউসি ব্রাউজার ডাউনলোড করেই
 মোবাইল রিচার্জ জিতে নিতে পারবেন। ইউসি
 ব্রাউজার ডাউনলোড করার পরে সাথে সাথে
 ইন্সটল করতে হবে। ইন্সটল করার পরে ইউসি
 ব্রাউজার ওপেন করবেন। তখন আপনাকে ইউসি
 ব্রাউজার একটি বিশেষ পাতায় নিয়ে যাবে। সেই
 পাতাতে আপনি আপনার মোবাইল নম্বর লিখে সাবমিট
 করবেন। কাজ শেষ। ৬ ঘনটার মধ্যে আপনারফ
 মোবাইলে পেয়ে যাবেন ৬০ টাকার রিচার্জ।
 নিচের দেয়া ডাউনলোড লিঙ্ক থেকে তাই ইউসি
 ব্রাউজার ডাউনলোড করে নিনঃ
.star. আ্যাপটি ডাইনলোড করুন..
 ডাউনলোড লিঙ্ক এ ক্লিক করার পরে আপনাকে
 ইউসি ব্রাউজারের নিজস্ব সার্ভারে নিয়ে যাওয়া হবে।
 Download
 সেখানে ক্লিক করার সাথে সাথে আপনার ইউসি
 ব্রাউজার ডাউনলোড শুরু হয়ে যাবে। ইউসি
 ব্রাউজারের সাইজ মাত্র ১.৫ মেগাবাইট!!
 আমার মেগাবাইট নেই বলে এইখানে স্ক্রীণশর্ট
 সহ টিউনটা দিতে পারলাম না।
 এই টিউনটা দিলাম। যদি ৬০ টাকা রিচার্জ পেতে বা
 ডাউনলোড করতে কোনো সমস্যা হয় তাহলে
 অবশ্যই টিউমেন্ট করে জানান। আমি চেষ্টা করবো
 আপনার সমস্যার সমাধান দিতে। আর হ্যা, এই অফারটা
 সবাই পাবেন। মানে যারা দেড় মেগাবাইটের ইউসি
 ব্রাউজার ডাউনলোড করে আপনার মোবাইল নম্বর
 সাবমিট করবেন তারা সবাই এই অফারটা পাবেন। ৬০ টাকা
 মোবাইল রিচার্জ আসতে সর্বোচ্চ ৬ ঘন্টা সময়
 লাগতে পারে। তবে আমি ১ ঘন্টার মধ্যে
 পেয়েছি। আপনার ভাগ্য ভালো থাকলে এপনিও
 পেতে পারেন!!

Gp 15 Tk 100 Mb


এখন গ্রামিনফোন দিচ্ছে ১৫ টাকায় ১০০ mb
 অফারটি নিতে ডায়াল করুন
Code:
 *5000*110#


 বেলেন্স দেখতে ডায়াল করুন
Code:
 *566*11#

বিপদে পড়লে মহানবী (সা:) যে ৩টি দোয়া পাঠ করতে বলেছেন



আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) মহান আল্লাহর দীন প্রতিষ্ঠাকালে বহু বিপদের সম্মুখীন হয়েছেন। বেশ কয়েকবার কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। অনেক জুলুম, অন্যায়, অত্যাচার পাড়ি দিয়ে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন। বিপদের সময় মহানবী (সা.) যে ৩টি দোয়া পাঠ করতেন সেই দোয়াগুলো উম্মতদেরও পাঠ করাতে বলেছেন।

 দোয়া ৩টি হলো-
১। সাদ ইবনে আবি ওক্কাস রা. বলেন, নবীজি সা. দুঃখ-কষ্টের সময় বলতেন :

লা-ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন। (দোয়া ইউনূস)

 অর্থ : একমাত্র তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তোমার পবিত্রতা বর্ণনা করছি। নিশ্চয়ই আমি সীমালঙ্ঘনকারী। (তিরমিজি : ৩৫০০)

২। আসমা বিনতে ওমাইর রা. থেকে বর্ণিত, নবীজি সা. বলেন, আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব না যা তুমি দুশ্চিন্তা ও পেরেশানির মধ্যে পড়বে। সাহাবী বললেন, অবশ্যই শেখাবেন। নবীজি বললেন,

দোয়াটি হচ্ছে : ‘আল্লাহু আল্লাহ রব্বী লা উশরিকু বিহি শাইয়ান।’

 অর্থ : আল্লাহই আল্লাহ আমার প্রতিপালক। আমি তার সঙ্গে কোনো কিছু শরিক করি না। (আবু দাউদ : ১৫২৫)

৩। আনাস রা. থেকে বর্ণিত, নবীজি সা. বলেন :

আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জায়ালতাহু সাহলান, ওআনতা তাজআলুল হুযনা সাহলান ইযা শিইতা।

অর্থ: ইয়া আল্লাহ, কোনো বিষয় সহজ নয়। হ্যাঁ, যাকে তুমি সহজ করে দাও। যখন তুমি চাও তখন তুমি মুশকিলকে সহজ করে দাও। (ইবনে হিব্বান : ৯৭৪)


যারা বায়োমেট্রিক্স পদ্বতিতে সিম রেজিস্ট্রেশন করে ফেলেছেন তাদের জন্য চরম দুঃসংবাদ!



পুরো লেখাটির জন্য আমরা সবাই মোহাম্মদ মনিরুজ্জামান ভাইয়ের প্রতি কৃতজ্ঞ সাবধান !!! ঘটনা ২৯/০৩/২০১৬ তারিখের; বিকেল ০৪:১৫ মিনিট!!!



০১৭৮৬৫৮৬৭১৫ নাম্বারটি থেকে আমার জিপি নাম্বারে ফোন আসে। কল প্রদানকারী নিজেকে জিপির কাষ্টমার ম্যানেজার হিসেবে পরিচয় দেয় এবং বায়োমেট্রিক্স পদ্ধতিতে আমার সিমটি নিবন্ধিত হয়েছে কিনা জানতে চায়। আমার হ্যাঁ সূচক উত্তর পাওয়ার পর বললো- আমরা গ্রামীনফোন থেকে বায়োমেট্রিক্স পদ্ধতিতে নিবন্ধিত সিমগুলোকে ভেরিফাই করার জন্য এই ফোন কলটি করেছি।
আমরা আপনাকে এসএমএসের মাধ্যমে একটা গোপন নাম্বার পাঠাবো এবং পরক্ষণেই আপনাকে আবার ফোন দিব এবং ভেরিফিকেশনের জন্য আপনি ঐ গোপন নাম্বারটি আমাদের বলবেন….. বিষয়টি আমার কাছে একটু খটকা লাগলো!!! আমি শুনে বললাম, নিবন্ধনের সময় আমাকে তো কাষ্টমার সেন্টার থেকে বলা হলো যে আপনার সিমটি নিবন্ধনের সমস্ত কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এবং সাথে সাথেই এসএমএসের মাধ্যমে আমাকে কনফার্ম করেছিল।
তাহলে আবার কেন এই ভেরিফিকেশন?? তাছাড়া, আপনি আমাকে জিপির ভেরিফায়েড নাম্বার ১২১ থেকে ফোন না দিয়ে এই নাম্বার থেকে কেন দিয়েছেন?? আর আপনার কথা বলার স্টাইলে মনে হচ্ছে না আপনি জিপির কাষ্টমার ম্যানেজার!!! বেচারা, আমার প্রশ্নগুলোর সদুত্তর দিতে না পারায় আমি বিরক্ত হয়েই কলটি কেটে দেই। মনের সন্দেহ দূর করার জন্য নিজেই ১২১ এ ফোন করে এমন ভেরিফিকেশনের সত্যতা জানতে চাই। জবাবে কাষ্টমার ম্যানেজার জানালেন যে,
[বায়োমেট্রিক্স নিবন্ধনের জন্য জিপির পক্ষ থেকে কোন ভেরিফিকেশন কল করা হচ্ছে না!
# বিষয়টি_সম্পূর্ণ_প্রতারনামূলক ! তাছাড়া, জিপির পক্ষ থেকে ১২১ ভিন্ন অন্য কোন নাম্বার থেকে কথা বলার জন্য ফোন করা হয় না!!! এবং আমারমত আরও একজনের কাছ থেকে নাকি একই অভিযোগ তারা আজই পেয়েছেন এবং বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানিয়েছেন। আমিও তাকে জিপির পক্ষ থেকে এসএমএস/ফোন কলের দ্বারা সবাইকে এসব প্রতারনার ফাঁদে না পরার জন্য সতর্কতামুলক ক্যাম্পেইন শুরুর অনুরোধ জানিয়ে লাইনটা কেটে দিলাম!!!]
# এবার_আসল_রহস্যে_আসি ! উপরের ঘটনাটা শুনে সাধারন মনে হলেও এর ইফেক্ট অত্যন্ত ভয়াবহ হতে পারে! যারা ইতোমধ্যে বায়োমেট্রিক্স পদ্ধতিতে সিম নিবন্ধন করেছেন তারা হয়তো জানেন যে, নিবন্ধনের সময় জিপি থেকে একটা ৪ ডিজিটের গোপন নাম্বারের ম্যাসেজ আসে যেটা ঐ ম্যানেজারকে বলতে হয়। নাম্বারটি মিলে গেলে ঐ কর্মকর্তা বায়োমেট্রিক্স ছাপ নিয়ে নিবন্ধন প্রসেস শেষ করে। এবং প্রায় সাথে সাথেই এসএমএসের মাধ্যমে নিবন্ধনকরন নিশ্চিত করা হয়। এখন, ঐ কল দাতাও কিন্তু আমাকে জিপির ভেরিফায়েড নাম্বার থেকেই গোপন কোডটি পাঠাবে বলেছিল। আমি তাকে জিপির কেউ না বলায় আমাকে বলেছিলেন যে এসএমএসটা জিপির ভেরিফায়েড নাম্বার থেকেই করা হবে, টেনশন করবেন না! কিন্তু আমাকে তিনি সন্তুষ্ট করতে পারেন নি! তাই হয়তো এ যাত্রায় বেঁচে গেছি!
পুরো বিষয়টা নিয়ে আমার নিম্নোক্ত পর্যালোচনাগুলো হয়তো কারও উপকারে আসতে পারে…. ঐ প্রতারক চক্রটি নিশ্চিতভাবেই জিপির সিস্টেম হ্যাক করে ঐ ভেরিফায়েড নাম্বার থেকে গোপন নাম্বার সম্বলিত এসএমএস পাঠাতে সক্ষম। এরপর ফিরতি কলের দ্বারা গোপন নাম্বারটা জেনে নিয়ে জিপির ডেটাবেইজ থেকে ঐ সিমের গ্রাহকের ব্যক্তিগত তথ্যের একসেস্ পাবে। অন্যসব তথ্যর ন্যায় আপনার মহামূল্যবান ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ ঐ ডেটাবেইজেই সংরক্ষিত আছে যাকে আমরা বায়োমেট্রিক্স বলে থাকি। আমারমতে এটাই ওদের আসল টার্গেট। আর আপনার বা আমার ফিঙ্গারপ্রিন্ট ওদেরমত চক্রের হাতে একবার গেলে কতটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে যারা প্রযুক্তি সম্পর্কে একটু খোঁজখবর রাখেন তারা খুব সহজেই উপলব্ধি করতে পারবেন! এক কথায়, দুনিয়ার যে কোন প্রান্তেই যেকোন স্ক্যান্ডেলে আপনি ফেঁসে যেতে পারেন!!!
সোজা বাংলায়, আপনি তখন নিশ্চিতভাবেই দুনিয়ার সবচাইতে অনিরাপদ ব্যক্তি হয়ে যাবেন…..!!! সুতরাং, এমন পরিস্থিতির শিকার হবার আগেই নিজে সচেতন হোন,
কাছের মানুষদের ও সচেতন করুন। লেখাটা অনেক লম্বা হয়ে গিয়েছে জানি কিন্তু যদি একজনও এর দ্বারা উপকৃত হয় এই ভেবেই শেয়ার করা। তবে যদি ঘটনার সত্যতা সম্পর্কে কারও কোন সন্দেহ হয় তবে ১২১ এ ফোন করে নিশ্চিত হতে পারেন।
সময় দিয়ে লেখাটা পড়ার জন্য ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সবসময়।

যে কারণে কাবা শরীফের উপর দিয়ে পাখি ও দুনিয়ার কোন বিমান উড়ে যেতে পারেনি!



কাবা শরীফ এমন একটা জায়গা যার উপর
 দিয়ে আজ পর্যন্ত কোন পাখি উড়ে
 যায়নি, দুনিয়া কোন বিমানও তার উপর
 দিয়ে যেতে পারেনি। কুদরতী দৃষ্টিকোণ
 থেকেও তার অবস্থান এমনই যে, তার উপর
 চন্দ্র ও সূর্যও অবস্থান করতে পারে না।
 কুরআন এবং বিজ্ঞান প্রমাণ করেছে
 যে,গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু ঐ স্থান
 যেখানে খানায়ে কা’বা শরীফ ।মহান
 আল্লাহ রাব্বুল আলামীনের এ এক
 বিষ্ময়কর সৃষ্টি। মুসলমানদের কেবলা
 কাবা শরীফ।
 প্রতিবছর লাখ লাখ মুসলমান কাবাঘর
 তাওয়াফ করতে মক্কা গমন করেন।
 পৃথিবীতে সর্বপ্রথম মহান আল্লাহ
 তায়ালার নির্দেশে ফেরেশতারা
 কাবাঘর নির্মাণ করেন। কাবাঘরকে
 উল্লেখ করে মহান আল্লাহ তায়ালা
 পবিত্র কোরআনের সুরা আল-ইমরানের
 ৯৬ আয়াতে বলেন, “নিশ্চই সর্বপ্রথম ঘর
 যা মানুষের ইবাদত রূপে নিরূপিত হয়েছে,
 তা ঐ ঘর যা মক্কাতে অবস্থিত”।
 কাবাঘরটি আল্লাহ তায়ালার আরশে
 মুয়ালস্নাহর ছায়াতলে সোজাসুজি
 বাইতুল মামুরের আকৃতি অনুসারে স্থাপন
 করেন। হযরত আদম (আ.) ও মা হাওয়া (আ.)
 উভয়ই আল্লাহ তায়ালার কাছে ইবাদতের
 জন্য একটি মসজিদের পার্থনা করেন।
 আল্লাহ তায়ালা তাদের দোয়া কবুল
 করেন এবং বাইতুল মামুরের আকৃতিতে
 পবিত্র কাবাঘর স্থাপন করেন। এখানে
 হযরত আদম (আঃ) সন্তুষ্টচিত্তে আল্লাহ
 তায়ালার ইবাদত করতে থাকেন
 (শোয়াব-উল-ঈমান, হাদিসগ্রন্থ) এর
 অনেক তফসিরবিদের মতে, মানব সৃষ্টির
 বহু আগে মহান আল্লাহ তায়ালা কাবাঘর
 সৃষ্টি করেন”।
 হফসিরবিদ মজাহিদ কলেন, “আল্লাহ
 রাব্বুল আলামিন বাইতুলল্লাহর স্থানকে
 সমগ্র ভুপৃষ্ঠ থেকে দু’হাজার বছর আগে
 সৃষ্টি করেন” মুসলিম শরিফের একটি
 হাদিসে হযরত আবুযর গিফারী হতে
 বর্ণনা হয়েছে, রাসূল (সঃ) তার একটি
 প্রশ্নের উত্তরে বলেছিলেন, “বিশ্বের
 সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে হারাম।
 এরপরের মসজিদ হলো মসজিদে আকসা।
 মসজিদে হারাম নির্মাণে ৪০ বছর পর
 মসজিদে আকসা নির্মিত হয়”।
 হযরত আদম (আঃ) কাবাঘর আল্লাহর
 আদেশে পুনঃনির্মাণ করেন। এরপর
 বহুদিন অতিক্রম হলো। শত শত বছর
 অতিবাহিত হলো। আল্লাহর বান্দারা
 কাবাঘর জিয়ারত করতো, আল্লাহর
 কাছে হাজিরা দিতো এ কাবাঘরে
 সমবেত হয়ে। কাবাঘরে এসে মহান
 আল্লাহর পবিত্রতা ও অংশীদারহীনতা
 ঘোষণা দিত। “লাব্বাইক আলস্নাহুম্মা
 লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান
 নেয়ামাতা, লাকাওয়ালা মুলক,
 লাশারিকা, লাকা লাব্বাইক”।
 এভাবে চলতে চলতে দিন গত হতে
 থাকলো। এরপর হযরত শীস (আঃ)
 কাবাঘর পুনঃনির্মাণ করলেন। দিন দিন
 একাতুবাদের সংখ্যা বাড়তে থাকলো।
 এরপর কাবা শরীফ নির্মাণ বা
 পুনঃনির্মাণ করেন হযরত ইব্রাহীম (আ;)।
 হযরত ইব্রাহীম (আ•) হযরত ইসমাইল (আ•)
 কে সাথে নিয়ে কাবাঘর নির্মাণ বা
 পুননির্মাণ করেন। হযরত ইব্রাহীম (আ•)
 কাবাঘর সংস্কার করে আল্লাহর
 দরবারে দোয়া করলেন। ‘হে আমার
 প্রতিপালক! আমাদের উভয়কে আজ্ঞাবহ
 কর,। আমাদের বংশ থেকে একটি অনুগত
 দল সৃষ্টি কর, আমাদের হজ্বের
 রীতিনীতি বলে দাও এবং আমাদের
 ক্ষমা কর। নিশ্চই তুমি দয়ালু। হে
 প্রতিপালক! তাদের মধ্যে থেকেই
 তাদের কাছে একজন পয়গম্বর প্রেরণ
 করম্নন।
 যিনি তাদের কাছে তোমাদের আয়াত
 তেলাওয়াত করবেন। তাদেরকে কিতাব ও
 হেকমত শিক্ষা দিবেন এবং পবিত্র
 করবেন। নিশ্চই তুমি মহাপরাক্রমশালী”।
 আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত ইব্রাহীম
 (আঃ) ও হযরত ইসমাইল (আঃ)-এর বংশ
 হতে হযরত মোহাম্মদ (সঃ)-কে শেষ নবী
 ও রাসূল হিসাবে পৃথিবীতে প্রেরণ
 করেন। এরপর কয়েকশ’ বছর গত হলো।
 পবিত্র কাবাঘর সংস্কার করলো
 আমালিকা সম্প্রদায়। তারপর আরো শ’
 শ’ বছর কিংবা হাজার হাজার বছর পরে
 কাবাঘর সংস্কার করলো মক্কার
 জুরহাস সম্প্রদায়। আরবের অর্থাৎ
 মক্কায় যে সকল গোষ্ঠী বা সম্প্রদায়ের
 প্রতিপত্তি ছিল, তাদের দায়িত্ব
 থাকতো কাবা শরীফ রক্ষণাবেক্ষণের।
 এ দায়িত্ব পালনকে তারা সম্মানিত ও
 গর্বের মনে করতো। শতাব্দীর পর
 শতাব্দী অতিবাহিত হলো। কাবা শরীফ
 ও কাবাঘরকে সংস্কার করলেন মোযার
 সম্প্রদায়। মহানবী হযরত মোহাম্মদ
 (সাঃ) নবুয়্যত প্রাপ্তির ৫ বছর আগে
 কাবাঘর সংস্কার করে মক্কার বিখ্যাত
 কোরাইশ বংশ।
 এ কোরাইশ বংশেই মহানবী হযরত
 মোহাম্মদ (সাঃ) ৫৭০ খ্রীঃ • জন্মগ্রহণ
 করেন। কোরাইশরা কাবা শরীফ
 সংস্কারের পর হাযরে আসওয়াত স্থাপন
 নিয়ে মতভেদ দেখা দেয়। সকলের
 সম্মতিক্রমে আল্লাহর রাসূল কাবাগৃহে
 হাযরে আসওয়াদ কাবা শরীফে স্থাপন
 করেন। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)
 জীবিত অবস্থায় ৬৪ হিজরীতে
 আব্দুল্লাহ ইবনে জোবায়ের (রাঃ)
 কাবা শরীফ সংস্কার করেন। হাজ্জাজ
 বিন ইউসুফ ৭৪ হিজরীতে কাবা শরীফ
 সংস্কার করেন।সুদীর্ঘ ১৪শ’ বছরে
 কাবাগৃহে কোনো সংস্কারের
 প্রয়োজন হয়নি।
 শুধুমাত্র কাবাঘরের চারপাশে অবস্থিত
 মসজিদে হারামের পরিবর্ধন, সংস্কার
 বা সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে।
 কাবাঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব
 সৌদি রাজপরিবারের। ভৌগলিক দিক
 দিয়ে মক্কা ও আরব উপদ্বীপ এশিয়া,
 ইউরোপ ও আফ্রিকার মধ্যস্থলে
 অবস্থিত। মক্কানগরী পৃথিবীর
 কেন্দ্রস্থলে হওয়ায় মহান আল্লাহ
 কাবাঘর মক্কাতেই স্থাপন করেন। পবিত্র
 হজ্ব পালন করতে লাখ লাখ মুসলমান
 মক্কা শরীফে গমন করেন।
 জিলহজ্ব মাসের ৮ থেকে ১২ তারিখের
 মধ্যে মূল হজ্ব অনুষ্ঠিত হয়। জিলহজ্ব
 মাসের ১০ তারিখ ঈদুল আযহার দিন। এ
 দিন কোরবানী দিতে হয়। যা হযরত
 ইব্রাহীম (আঃ)-এর ও হযরত ইসমাইল
 (আঃ)-এর স্মৃতি বহন করে চলছে হাজার
 হাজার বছর ধরে। যমযম কূপ ও ঠিক তেমনি
 হযরত ইসমাইল (আঃ) ও তার মা বিবি
 হাজেরা (আঃ)-এর স্মৃতি বহন করে চলছে।
 এ যমযম কূপ মহান আল্লাহর কুদরতের
 অপরূপ ক্ষমতার বহিঃপ্রকাশ মাত্র। হজ্ব
 মুসলমানদের ঈমানের অন্যতম স্তম্ভ।
 আরবের মক্কা নগরীর পবিত্র কাবাঘর
 হেফাজতের মালিক মহান আল্লাহ
 নিজে।

Wednesday, March 30, 2016

Gp 1971 Mb 145 Tk New Offer

৭১-এর আগুনঝরা মার্চের সেই ইতিহাসকে স্মরণ করে গ্রামীণফোন দিচ্ছে 1971MB internet মাত্র ১৪৫ টাকায় যার মেয়াদ ৭ দিন। অফারটি activate করতে ডায়াল *5000*75#
শর্তাবলী
  • পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত অফার চালু থাকবে
  • ১৯৭১MB ডাটা ব্যবহারের মেয়াদ ৭ দিন
  • ইন্টারনেট ভলিউম শেষ হবার পর ইন্টারনেট ব্যবহারে টাকা০.০১/10KB চার্জ প্রযোজ্য(মেয়াদ থাকাকালীন সময়ে, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত)
  • সম্পূরক শুল্ক, ভ্যাট, সারচার্জ ও শর্ত প্রযোজ্য
  • ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল *121*1*2#
  • অটো রিন্যিউয়াল প্রযোজ্য নয়।

Sunday, March 27, 2016

Paid tree থেকে Every Day Income করেন 5$..

বর্তমানে সবচেয়ে ভালো আয় করা একটি সাইট হলো Paidtree  সাইট। এটা থেকে ভালো আয় করা যায়। যা আপনার কাছে খুব ভালো লাগবে, যদি তা নিজের চোখে দেখেন। এখানে সাধারণ কিছু নিয়ম দেখলেই আয় করা অতি সহজ হয়ে যাবে আপান জন্য। তবে সব কিছু এত সহজ হলে টাকা ধরতো গাছে, তাই কিনা বলেন। তাই বলবো বেশি কিছু ভাববেন না, এখান থেকে এমন কিছু আয় করবেন যা আপনি আগে ভাবেন নি, আর তা আমি আপনাদের দেখাবো, কিভাবে অতি সহযে এখান থেকে টাকা আয় করতে হয়। Paidtree  থেকে Every Day Income করেন 5$..

Registration Click





Sing up a Click  করেন




I,m Not A Robot A Click  করেন. যদি Picture Code   চায় তাহলে তা  করেন এবং রেজিস্টারে ক্লিক করেন...




সব কিছ ঠিক মত দিবেন ...।




তারপর  Bonus Ad Points  ক্লিক করবেন ..Ad গোলা সব দেখবেন ।যখন আপনার ১৬০০ BPA হবে
তখন আপনি group 1 এ চলে যাবেন ।আর গ্রপ ১ থাকলে আপনি paid ads গুলা পাবেন।

এই সাইট payza Support করে।।

তারপর আপনার BPA যখন ১৪৫০০ হবে তখন আপনি আরও বেশি ইনকাম করতে পারেন।।
এটা একটা নতুন  সাইট তাই আশা করি ১ বছর এর মত কাজ করতে পারবেন ।এক বছরের বেশি থাকলে আরও ভাল।
আপনি চাইলে রেফারেল থেকেও ইনকাম করতে পারেন
 Home Button Click  করেন নিচে আপনার একটা লিংক দেখতে পারবেন ।।


আশা করি ভাল থাকবেন...।







Friday, March 25, 2016

Gp All Users 26 Mb Free...

জিপি তার সকল ইউজারদেরকে দিচ্ছে 26 MB ডাটা
একদম ফ্রি !! অফারটি পেতে*5000*168#ডায়াল করেন। এমবি চেক করতে ডায়াল করুন*566*13#
মেয়াদঃ 2 দিন।

Tuesday, March 22, 2016

Windows 10 এর জন্য কিছু সেরা অ্যাপ নিয়ে নিন...।



Perfect Tube

সেরা অ্যাপস বলতে হলে প্রথমেই এই অ্যাপটার কথা বলতে হয়।উইন্ডোজ ফোন ৮.১ এ  কোন অফিশিয়াল ইউটিউব অ্যাপ ছিল না।কিন্তু উইন্ডোজ ১০ এর এই ইউটিউব অ্যাপটা এন্ড্রইড বা আইওএস এর অফিশিয়াল ইউটিউব অ্যাপ এর থেকে কোন অংশে কম না।চ্যানেল সাবস্ক্রাইব,ভিডিও আপলোড,ভিডিও ডাউনলোড,অফলাইন ইত্যাদি সব ফিচারসই আছে এই অ্যাপে।অ্যাপ এর ইন্টারফেসও অনেক ভাল।অ্যাপটা উইন্ডোজ ১০ পিসিতেও ব্যবহার করা যাবে।


Perfect Weather

এটা একটা weather অ্যাপ।অর্থাৎ বুঝতেই পারছেন এটা দিয়ে আবহাওয়ার অবস্থা জানতে পারবেন।যদিও এর জন্য মাইক্রোসফট এর ডিফল্ট অ্যাপ MSN Weather আছে।কিন্তু এই অ্যাপে আপনি এক্সট্রা আরও কিছু ফিচারস পাবেন।যেমন, ঠিক কোন সময় আপনার এলাকায় সূর্য উঠবে বা অস্ত যাবে,কখন ঝড় হবে বা বৃষ্টি হবে (যদিও এটা msn weather অ্যাপে আছে) এবং এছাড়াও আরও অনেক ফিচারস পাবেন এই অ্যাপে যেমন আগামি ৯ দিনের আবহাওয়া ধারাবাহিকভাবে দেখা।এছাড়া অ্যাপ এর ইন্টারফেসটাও অনেক সহজ এবং আকর্ষণীয়।এই অ্যাপটিও আপনি উইন্ডোজ ১০ পিসিতে ব্যবহার করতে পারবেন।


Loadkit Download Manager

নাম শুনেই বুঝতে পারছেন এটা একটা ডাউনলোড ম্যানেজার, ডাউনলোড ম্যানেজার বললে ভুল হবে,এটা একটা আলটিমেট ডাউনলোড ম্যানেজার।আলাদা আলাদা কেটাগরিতে ডাউনলোড,সরাসরি অ্যাপ থেকে নেট ব্রাউজ করে ডাউনলোড,শিডিউল ডাউনলোড,রিজিউম সাপোর্ট ইত্যাদি সব প্রয়োজনীয় ফিচারসই আছে এই ডাউনলোডারে।তবে এই অ্যাপ এর ফ্রি ভার্শনে শুধুমাত্র ৬৪ টি ফাইল ডাউনলোড করতে পারবেন।এই অ্যাপটাও উইন্ডোজ ১০ মোবাইল এবং পিসি ২ টাতেই ব্যবহার করতে পারবেন।


Xmusic Premium

এটা একটা মিউজিক প্লেয়ার।এটা আইওএস প্লাটফর্ম এর একটা বিখ্যাত মিউজিক প্লেয়ার।আইওএস প্লাটফর্ম থেকেই এই মিউজিক প্লেয়ার অ্যাপটা উইন্ডোজ প্লাটফর্মে পোর্ট করা হয়।যদিও মিউজিক প্লেয়ার এর দিক থেকে উইন্ডোজ ১০ এর ডিফল্ট Groove Music যথেষ্ট ভাল, তবুও এটা কোন দিক থেকে কম যায় না।এটাতে আপনি আপনার মোবাইল এর মিউজিকগুলো ছাড়াও যেকোনো ইংলিশ গান অনলাইনে সার্চ করে শুনতে পারবেন এবং ভিডিও দেখতে পারবেন।এছাড়া এটার ইন্টারফেসও চমৎকার।তবে এই অ্যাপটা আপনি শুধুমাত্র ৩ মাস ফ্রি ব্যবহার করতে পারবেন।এই অ্যাপটা শুধুমাত্র উইন্ডোজ ১০ মোবাইলেই চলবে।


Win Screens

এটা একটা কাস্টোমাইজেশন অ্যাপ।এই অ্যাপটা দিয়ে আপনি আপনার লকস্ক্রিন বিভিন্ন ভাবে সাজাতে পারবেন এবং ইচ্ছা হলে আপনার লকস্ক্রিনে আপনার পছন্দের ওয়ালপেপার এর সাথে আপনার পারসোনাল ইনফো এবং ইমেইল এড্রেসও যোগ করে রাখতে পারবেন  এবং আপনার ফেভারিট ক্রিকেট টিম এর লোগো সহ কোন মেসেজও সেট করে রাখতে পারবেন।এছাড়া যেকোনো দিনের bing ওয়ালপেপারও আপনার ইচ্ছামত ইফেক্ট দিয়ে সাজাতে পারবেন।এই অ্যাপটা আপনি উইন্ডোজ ১০ মোবাইল এবং পিসিতে ব্যবহার করতে পারবেন।

Zapya

এটা একটা ফাইল শেয়ারিং এর অ্যাপস।এটার সাহায্যে খুব দ্রুত আপনার উইন্ডোজ মোবাইল বা পিসি থেকে কোন ফাইল আইফোন বা এন্ড্রইড বা উইন্ডোজ পিসি বা ট্যাবলেট বা ফোন যেকোনো কিছুতে ওয়াইফাই এর সাহায্যে ফাইল সেন্ড করতে পারবেন।এটা shareit এর থেকে অনেক দ্রুত কাজ করে।


Truecaller

এই অ্যাপটার সাথে অনেকেই পরিচিত।আইওএস এবং এন্ড্রইড প্লাটফর্মেও এই অ্যাপটা আছে।এই অ্যাপটার সাহায্যে আপনার মোবাইলে যত ফোন আসে সবগুলা নাম্বার এর ভেরিফিকেশন চেক করতে পারবেন অর্থাৎ কলটা কি সাধারন কল ছিল না কি স্প্যাম কল ছিল সেটা জানতে পারবেন।যদিও সব নাম্বার এর ক্ষেত্রে এটা সম্ভব না।এছাড়া কোন কলটা রিসিভ করা আপনার জন্য নিরাপদ আর কোনটা না সেটাও জানতে পারবেন।

Device Diagnostics Hub

এটা একটা এডভান্সড লেভেল এর অ্যাপ।এই অ্যাপটি ফোন এর ডেভেলপার অপশন এর সাথে সংযোগ রেখে ফোন এর রিয়ালটাইম রেম ইউজেস,প্রসেসর ইউজেস ইত্যাদি দেখাতে পারে এবং ফোন এর ব্যাকগ্রাউন্ড অ্যাপস ক্লোজ করার মাধ্যমে ফোন এর কিছুটা রেম ফ্রি করে ফোনকে অপটিমাইজ করতে পারে।এছাড়াও অ্যাপ থেকে সরাসরি ফোন শাট ডাউন এবং রিস্টার্ট করা যায়।


Action Note

এটা একটা নোট লেখার অ্যাপ।যদিও খুবই সাধারন একটা অ্যাপ,কিন্তু এটাতে শুধুমাত্র এটাতে ১ টা স্পেশাল ফিচার আছে।এই অ্যাপ এর সাহায্যে আপনি ইচ্ছামত যেকোনো নোট লিখে আপনার একশন সেন্টার বা নোটিফিকেশন বারের সামনে ঝুলিয়ে রাখতে পারবেন। মানে এক কথায়, একশন সেন্টার এর উপরে নোট লিখে রাখতে পারবেন।এই অ্যাপটা আপনি মোবাইল এবং পিসিতে ব্যবহার করতে পারবেন।

Saturday, March 19, 2016

উইন্ডোজ ১০ মোবাইল ভারশন।দেখে নিন নতুন কি কি থাকছে এতে।


নতুন স্টার্ট স্ক্রিন

উইন্ডোজ ১০ মোবাইল এর স্টার্ট স্ক্রিনে কিছু চেঞ্জ আনা হয়েছে।উইন্ডোজ ফোন ৮.১ এ আগে স্টার্ট স্ক্রিনের পেছনে নিজের ইচ্ছামত ব্যাকগ্রাউন্ড দেয়া যেত না।কিন্তু উইন্ডোজ ১০ মোবাইলে এটা সম্ভব এবং একই সাথে আছে টাইলস ট্রান্সপিরেসি যার ফলে স্টার্ট স্ক্রিন এখন আগের থেকে অনেক স্মার্ট।

নতুন একশন সেন্টার

একশন সেন্টার অর্থাৎ যেটাকে আমরা নোটিফিকেশন বার বলি সেটাতেও কিছু চেঞ্জ আনা হয়েছে।আগে উইন্ডোজ ফোনে একশন সেন্টারে ৪ টির বেশি কুইক একশন বাটন রাখা যেত না,কিন্তু  এখন একশন সেন্টারের বাটনগুলা সুবিধামত এক্সপান্ড করা যাবে, অর্থাৎ ১৫ টিরও বেশি কুইক একশন বাটন রাখা যাবে (উইন্ডোজ ১০ পিসির মত)।

ইন্টারএকটিভ নোটিফিকেশনস

উইন্ডোজ ১০ এ আপনার মোবাইলে আশা প্রত্যেকটি নোটিফিকেশনে আপনি আলাদা আলাদাভাবে একশন নিতে পারবেন (যদি যে অ্যাপ থেকে নোটিফিকেশন এসেছে ওই অ্যাপটি টা এলাউ করে)।সাধারনভাবে আপনি যেকোনো মেসেজ এবং ইমেইল এর রিপ্লাই এবং ফেসবুকে টিউমেন্ট এর রিপ্লাই আপনার নোটিফিকেশন বার অর্থাৎ অ্যাকশান সেন্টার থেকেই দিতে পারবেন।নতুন করে অ্যাপ লঞ্চ করতে হবে না।



নতুন কিবোর্ড

উইন্ডোজ ফোন এর ডিফল্ট কিবোর্ড আগে থেকেই অন্যান্য ওএস এর থেকে অনেক বেশি কমফোর্টেবল ছিল।উইন্ডোজ ১০ এ এই কিবোর্ডকে আরও একটু উন্নত করা হয়েছে এবং নতুন কয়েকটি ফিচার যোগ করা হয়েছে।ওয়ার্ড ফ্লো ফিচারের সাথে আরো থাকছে ভয়েস এর সাহায্যে টাইপ করা।উল্লেখ্য, উইন্ডোজ ফোন এর ভয়েস রিকগনাইজেশন অন্যান্য ফোন এর থেকে অনেক উন্নত।এছাড়া কিবোর্ডে নতুন একটা বাটন যোগ করা হয়েছে যার সাহায্যে আপনি টাইপিং কারসরকে ইচ্ছামত নেভিগেট করতে পারবেন। এছাড়া বাংলা ফোনেটিক কিবোর্ড তো থাকছেই।



ওয়ান হ্যান্ডেড মোড

বড় স্ক্রিনের মোবাইলগুলো যাতে সহজে এক হাতে ইউজ করা যায় তাই অনেক মোবাইলেই এই ওয়ান হ্যান্ডেড মোড ফিচারটি দেয়া হয়।এর সাহায্যে মোবাইলটির স্ক্রিন ছোট হয়ে হাতের কাছে চলে আসে যাতে সহজেই টা এক হাতের আঙ্গুল দিয়ে ব্যবহার করা যায়।আগে এই ফিচারটি উইন্ডোজ ফোনে ছিল না,কিন্তু উইন্ডোজ ১০ মোবাইলে এই ফিচারটি পাওয়া যাবে।



নতুন সেটিংস মেনু ইন্টারফেস

উইন্ডোজ ফোন ৮.১ এর সেটিংস মেনু ছিল অনেকটা এলোমেলো।সেটিংস্‌ এর কোথায় কি আছে তা খুজে পেতেই অনেকটা সময় চলে যেত।যদিও ৮.১ আপডেট ২ তে সেটিংস্‌ মেনু কিছুটা সাজানো গোছানো দেখা যায়।কিন্তু উইন্ডোজ ১০ এ  সেটিংস্‌ মেনুকে আরও বেশি সহজ করা হয়েছে এবং আরও ইম্প্রুভড ইন্টারফেস দেয়া হয়েছে।



নতুন ইন্টারনেট ব্রউজার

মাইক্রোসফট এজ।আপনি যদি কোনদিন পিসিতে উইন্ডোজ ১০ ইউজ করে থাকেন তাহলে আপনি অবশ্যই এটার সাথে পরিচিত।এই ব্রাউজারটি ইউজ করার পরেও ভাল লাগেনি এমন মানুষ পাওয়া কঠিন।এটার সম্পর্কে তেমন বেশি কিছু বলার দরকার নাই।অসাধারন একটা ব্রাউজার।অধিকাংশ ইন্টারনেট ব্রাউজার এর থেকে ফাস্ট,ইন্টারফেসটাও অনেক ইজি,এছাড়া এক্সট্রা অনেক ফিচারসও আছে।উইন্ডোজ ১০ মোবাইলে আপনি এই ব্রাউজারটির মোবাইল ভারশন পাবেন।



ইউনিভারসাল অ্যাপ স্টোর

উইন্ডোজ ১০ মোবাইলে চলবে উইন্ডোজ ইউনিভারসাল অ্যাপস।ইউনিভারসাল অ্যাপস হচ্ছে সেই অ্যাপসগুলো যা উইন্ডোজ ১০ চালিত সব ধরনের ডিভাইসেই চলবে।ডেভেলপাররা অ্যাপস ডেভেলপ করবেন সমগ্র উইন্ডোজ প্লাটফর্ম এর জন্য যা কোন এক ধরনের ডিভাইস এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না।অনেকেরই ধারনা উইন্ডোজ স্টোরে অ্যাপস এর সংখ্যা খুবই কম।ধারনাটা ৮০% ভুল।উইন্ডোজ স্টোরে আপনার প্রয়োজনীয় প্রায় সব অ্যাপসই পাবেন।বিশ্বাস না হলে একবার উইন্ডোজ স্টোর থেকে ঘুরে আস্তে পারেন।উইন্ডোজ স্টোর প্রতিদিনই ইম্প্রুভ হচ্ছে।আর বর্তমানে উইন্ডোজ ১০ মোবাইলে আইওএস অ্যাপস পোর্ট করা হচ্ছে।তাই ইউনিভারসাল অ্যাপস এর কোয়ালিটি নিয়ে চিন্তার কিছুই নাই।



নতুন মেইল অ্যাপ

উইন্ডোজ ১০ মোবাইলে থাকছে এখন পর্যন্ত সবথেকে উন্নত মেইল ক্লায়েন্ট Outlook Mail। এই মেইলটি ইউজ করতে হলে আপনার আউটলুক মেইলেই অ্যাকাউন্ট থাকতে হবে তা না,যেকোনো মেইল অ্যাকাউন্টেই আপনি এই অ্যাপটি ইউজ করতে পারবেন।ইন্টারফেস,ইন্টারগ্রেশন,ফিচারস সব দিক থেকেই এটা অন্যান্য মেইল অ্যাপ এর থেকে অনেক এগিয়ে।এই অ্যাপে মেইল টাইপ করার সময়ও আপনি এমন কয়েকটি ফিচারস পাবেন যা সাধারনত অন্য কোন মেইল অ্যাপে পাবেন না।



স্কাইপ ইন্টারগ্রেশন

উইন্ডোজ ১০ মোবাইলে আপনাকে স্কাইপ ইউজ করতে স্কাইপ এর অ্যাপ ইন্সটল করে রাখতে হবে না।স্কাইপ আপনার মেসেজিং অ্যাপ এর সাথে ইন্টারগ্রেটেড থাকবে।এই ফিচারটা দেয়া হয়েছে যাতে আপনি কখনও একটা স্কাইপ কলও মিস না করেন।উইন্ডোজ ১০ মোবাইলে আপনি যেকোনো স্কাইপ মেসেজ এর রিপ্লাইও আপনার ডিফল্ট মেসেজিং অ্যাপ থেকে দিতে পারবেন।



ইউনিভারসাল অফিস অ্যাপস


উইন্ডোজ ফোন ৮.১ এ যদিও মাইক্রোসফট অফিস অ্যাপস ইউজ করা যেত, তবুও কিছু সীমাবদ্ধতা ছিল।ওয়ার্ড,এক্সেল,প্রেজেন্টেশন ইত্যাদি সবকিছু দেখতে পারা গেলেও ক্রিয়েট করার সময় সব ধরনের ফিচার পাওয়া যেত না।কিন্তু উইন্ডোজ ১০ এর ইউনিভারসাল ওয়ার্ড,এক্সেল,প্রেজেন্টেশন ইত্যাদি ক্রিয়েট করা এখন অনেক সহজ এবং ক্রিয়েট করার সময় প্রায় অধকাংসশ রিসোর্স ই পাওয়া যায়।মোটকথা, উইন্ডোজ ১০ মোবাইলে অফিস প্রগ্রামে কাজ করার সময় আপনি অনেকটা পিসির অফিস অ্যাপস এর মত এক্সপেরিএন্স পাবেন।এছাড়া অফিস অ্যাপগুলার ইন্টারফেসও যথেষ্ট ইম্প্রুভড এবং সহজ।



কন্টিনাম (Continuum)

এটা উইন্ডোজ ১০ চালিত হাই এন্ড ডিভাইস অর্থাৎ লুমিয়া ৯৫০ এবং লুমিয়া ৯৫০ এক্সএল এর ফিচার।উইন্ডোজ ১০ চালিত এই দুটি ডিভাইস মাইক্রোসফট ডিসপ্লে ডক এর সাহায্যে বা মিরাকাস্ট এর মাধ্যমে যেকোনো ডিসপ্লেতে কানেক্ট করলেই ডিসপ্লেটি উইন্ডোজ ১০ পিসিতে পরিনত হবে।মাউস এবং কিবোর্ড কানেক্ট করে এটাকে সহজেই পিসির মত  ব্যবহার করা যাবে।যদিও কিছু সীমাবদ্ধতা আছে,যেমন win32 অ্যাপস অর্থাৎ ডেস্কটপ অ্যাপস কন্টিনামে চলবে না।কিন্তু মেইল লেখা,টাইপ করা,ছবি বা ভিডিও দেখা ইত্তাতি কাজ খুব সহজেই করা যাবে এবং সিলেক্টেড কিছু ইউনিভারসাল অ্যাপসও চলবে।


কিভাবে আপডেট দিবেন

এছাড়াও আরও অনেক ফিচারস আছে উইন্ডোজ ১০ মোবাইলে যা এখানে বলা হয় নি।সব ফিচারস মিলিয়ে উইন্ডোজ ১০ মোবাইলকে One of the most productive phones বলা যায়।এবার বলি কিভাবে আপনার লুমিয়াটি উইন্ডোজ ১০ এ আপগ্রেড করবেন।আপনি এই আপডেটটি সরাসরি উইন্ডোজ আপডেট অপশনে গেলে পাবেন না। আপডেটটা পেতে হলে এই অ্যাপটি আগে ডাউনলোড করবেন। এরপর অ্যাপটা ওপেন করে অ্যাপ এর থেকেই আপডেট চেক করবেন।যদি আপনার মোবাইল এর জন্য উইন্ডোজ ১০ আপগ্রেড এভেইলেবল হয় তাহলে ওই অ্যাপ থেকেই আপনি জানতে পারবেন এবং এরপরে সেটিংস থেকে সাধারনভাবে আপডেট দিতে পারবেন। আপডেট এর সাইজ সরবোচ্চ ৯০০ এমবি।