paidvers

PaidVerts

Sunday, December 20, 2015

প্লেস্টোরের পেইড অ্যাপ ফ্রি ডাউনলোড

আমরা প্লেস্টোরে অনেক ভাল ভাল অ্যাপ দেখি যেগুলো কিনতে অনেক ডলার খরচ করতে হয়।তবে এই পেইড অ্যাপ ফ্রি ডাউনলোডের জন্য আপ্নারা হয়তো অনেক ধরনের অ্যাপ ইউজ করছেন,যেমন ব্লাকমার্ট,ফ্রিস্টোর ইত্যাদি যদিও ওগুলো থেকেও করা যায় কিন্তু বেশির ভাগ অ্যাপ পাওয়া যায়না।তবে আমি যে অ্যাপটি নিয়ে আসছি তা আপনি এর আগে কখনোই দেখেননি।এইটার ইন্টারফেস সেইম প্লেস্টোরের মতোই।আর এই অ্যাপটি আপনি প্লেস্টোরে পাবেন না।অনেক খুজে খুজে অ্যাপটি পেয়ে গেলাম তাই সেয়ার করলাম।


তাইলে চলুন দেখে নেয়া যাক অ্যাপটির সংখিপ্ত রিভিউ।

  • অ্যাপটি সম্পূর্ণ প্লেস্টোরের মতোই দেখতে।
  • এইখান থেকে অ্যাপ আপডেটের সুবিধা।
  • ডাউনলোড ম্যানেজার বিল্টইন।
  • অ্যাপ ডাউনলোড করলে অটো ব্যাকআপ।
  • Crack অ্যাপের বিশাল সমাহার।
  • মডিফাই অ্যাপ পাওয়া যাবে।
  • অ্যাপ আনইন্সটল,ম্যানেজ অ্যাপ,মুভ টু এস ডি কার্ড,এডাল্ট অ্যাপ সহ অনেক কিছু।
  • প্লেস্টোরের কান্ট্রি লক অ্যাপ পাওয়ার সুবিধা।
  • এড বিহীন।

সহ আরো অনেক কিছু পাবেন এই অ্যাপে।সব কিছু লিখতে পারলাম না।সবচেয়ে বড় কথা পেইড অ্যাপের জন্য আজ থেকে আপনাকে আর দৈড়াতে হবে না।একই পরিসরে সব পাবেন।
তাই আর দেরি কেন এখনি ডাউনলোড করে নিন কাজের এই অ্যাপটি।
অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই  আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।


ডাউনলোড করার জন্য Download Now এর নিচে টিক চিহ্ন তুলে দিয়ে Download Now ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্যকোন পেজে গেলে ব্যাক করে আসুন।আর অবশ্যই ফোনের ডিফল্ট ব্রাউজার বা UC ব্রাউজার ব্যবহার করবেন।


IMG_20151130_182517

আপনার এন্ড্রয়েড ফোনের নিরাপত্তা নিশ্চিত করুন চুরি হওয়া ফোন উদ্ধারের পদ্ধতি

বিশেষজ্ঞদের মতে এন্ড্রয়েডের সেরা এন্টি থেফট অ্যাপ হচ্ছে Cerberus। AndroidPIT, Android Police.

নিচে কিছু টিপস্ দেওয়া হলো টিপস্ গুলো ফলো করা যাকঃ

Google Play Store এ Cerberus লিখে সার্চ দিন। তারপর ইন্সটল করুন। ইন্সটল হয়ে গেলে ওপেন করে নিচের মত করে রেজিস্টার করে নিন।
Register to Cerberus রেজিস্টার করা হয়ে গেলে আপনার ট্রায়াল এডিশন শুরু হবে। ট্রায়াল ভার্সনে প্রো ভার্সনের সকল সুবিধাই পাবেন। কিন্তু ১ সপ্তাহ। ইন্সটল করা হয়ে গেলে নিচের মত করে Cerberus কে ডিভাইস এডমিন করে নিন। তা না হলে সব সুবিধা পাবেন না।
হারিয়ে যাওয়া মোবাইল ট্র্যাক করতে পারবেন sms দিয়ে কিংবা ওয়েব সাইট থেকে সরাসরি গুগল ম্যাপে জিপিএসএর মাধ্যমে পিনপয়েন্ট করে দেয়া অবস্থান দেখে নেয়া যায়। এ জন্য এন্ড্রয়েড ২.৩.৩ এর চেয়ে উন্নত এডিশন থাকলে জিপিএস অটোমেটিক অন হয়ে যাবে।
এবার দেখুন আপনার লোকেশন দেখাচ্ছে। সিম লক করে দেয়া যাবে যাতে আপনার নিজের সিম ছাড়া অন্য কোন সিম দিয়ে মোবাইল চালানো যাবে না।
আপনার মোবাইল চুরির পর আপনি জাস্ট একটা মেসেজ পাঠিয়ে দিন কিংবা ওয়েব থেকে একটা কমান্ড দিয়ে Cerberus দিয়ে আপনার মোবাইলে বিকট আওয়াজে সাইরেন দিতে পারবেন।
যা কাছাকাছি অবস্থান করা চোরের বারোটা বাজিয়ে দেবে। এই সাইরেন মোবাইল সাইলেন্ট দেয়া থাকলেও বেজে উঠবে এবং চোর সাইরেন বন্ধ করতে গেলে মোবাইলের সামনের ক্যামেরা অটোমেটিক তার ছবি তুলে ফেলবে।
আপনি ওয়েব থেকে আপনার মোবাইল দিয়ে করা সর্বশেষ কল-লিস্ট দেখতে পারবেন, এস.এম.এস দেখতে পারবেন, মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তুলে নিতে পারবেন, ভিডিও করে নিতে পারবেন, এমনকি চোরের কথাবার্তা রেকর্ড করে নিতে পারবেন।
আপনি চাইলে এক ক্লিকে আপনার ইন্টারনাল মেমরি কিংবা SD কার্ডের সব তথ্য মুছে ফেলতে পারবেন।
শুধুমাত্র অন্য রমে ফ্লাস না করা পর্যন্ত কোনভাবেই Cerberus কে রিমুভ করা যাবে না। যেখানে অন্য অ্যাপগুলো ফোন মেমরি মুছে ফেললেই চলে যায়।
আপনি আপনার মোবাইল থেকে অ্যাপসের আইকন হাইট করতে পারবেন। এতে করে চোর বুঝতেই পারবে না। Cerberus নামের সফ্টওয়ারটি আপনার মোবাইলকে দিতে পারে দারুন সেফটি।

রবি সিমে এখন 1GB সাথে 200 মিনিট মাএ ১১৮ টাকায়

রবির এই অফারটি উপভোগ করতে আপনার ফোনে ভ্যাট সহ ১১৮ টাকা রেখে ডায়েল করুন
*৮৬৬৬*০৯৯০#
তাহলেই পেয়ে যাবেন

রবি সিমে ১০ টাকায় আনলিমিটেড এস এম এস অফার

রবি প্রায় তার গ্রাহকের জন্য মাএ ১০ টাকায় দিচ্ছে তাও ম্যাক্রিমাম 3000 এস এম এস।
অফার টি পেতে ডায়েল করেন *8666*3000#
এই এস এম এস শুধু রবি থেকে রবি তে পাঠাতে পারবেন।

রবি সিমে আবারো ছবি সহ ফ্রি ফেসবুক চালান

প্রথমেই বলে রাখি ফোন কোন টাকা বা মেগাবাইট রাখা যাবে না।

টাকা বা মেগাবাইট থাকলে সেটা প্রথমে টেম্পারারি বন্ধ করেন।

এবার সিটিং এ গিয়ে সেটিং করেন

Name: robi internet

Apn: wap

ব্যাস আর কোথাও কিছু দিবেন না। এবার একটা ওপেরা তে সেটিং এ গিয়ে উক্ত সেটিং টা একসেস করলেই কাজ শেষ

নিয়ে নিন ১০ টাকায় বাংলালিংকে 27 মিনিট 27 এস এম এস 27MB

বাংলালিংক দিচ্ছে এখন মাএ ১০ টাকায় 27 মিনিট 27 টি এস এম এস 27 মেগাবাইট ও 27 টি এম এম এস
অফার টি পেতে ডায়েল করুন *131*3*10# 


 ভাল থাকবেন

বাংলালিংকে এখন ৪৫ মেগাবাইট মাএ 11 টাকায়.

বাংলালিংক নিয় এল তার কম্পানির প্রতিটা গ্রাহকের জন্য মাএ ১০ টাকায় ৪৫ মেগাবাইট।
অফার টি পেতে ডায়েল করুন *5000*543*
তাহলেই ভ্যাট সহ ১১ টাকায় এই অফারটি পাবেন।