paidvers

PaidVerts

Thursday, March 17, 2016

কিভাবে স্মৃতিশক্তির যত্ন নিবেন


ইতিবাচক চিন্তা করুনঃ নেতিবাচক চিন্তা মন
 থেকে ঝেড়ে ফেলুন। সন্দেহবাতিক মন
 মস্তিষ্কের ক্ষতি করে। মনের সঙ্গে
 মস্তিষ্কের যোগাযোগটা খুব গভীর। তাই
 মনের পরিচর্যা করুন। নিজেকে নিয়োজিত
 রাখুন সৃষ্টিশীল কাজে।
ক্রোধ নিয়ন্ত্রণ করুনঃ ক্রোধ বা রাগ মন ও
 মস্তিষ্কের শত্রু। আমরা যখন রেগে যাই তখন
 শরীরে নিঃসৃত হয় বিশেষ এক ধরনের
 রাসায়নিক যৌগ যা আমাদের মস্তিষ্কের
 কর্মক্ষমতা কমিয়ে দেয়।
মেডিটেশন করুনঃ নিয়ম করে দিনের কিছু সময়
 মেডিটেশন করুন। যোগ ব্যায়াম করতে পারেন।
 সম্ভব না হলে অন্তত সকাল-সন্ধ্যা খোলা
 ময়দানে হাঁটুন। এ অভ্যাসগুলো মস্তিষ্কের
 কর্মক্ষমতা বাড়ায়। মস্তিষ্কের তথ্য ধারণ
 ক্ষমতা বাড়ায়। স্মরণশক্তি মূলত নির্ভর করে
 আমাদের চিন্তা করার ক্ষমতার ওপর।
 মেডিটেশন আমাদের চিন্তা করার ক্ষমতা
 বাড়ায়।
পর্যাপ্ত বিশ্রাম নিনঃ সারাক্ষণ কাজ
 আমাদের মস্তিষ্ককে ক্লান্ত করে তোলে।
 ক্লান্তি মস্তিষ্কের কাজ করার ক্ষমতাকে
 কমিয়ে দেয়। তাই পর্যাপ্ত বিশ্রাম নিন।
 প্রতিদিন গড়ে ছয়-সাত ঘণ্টা ঘুমান। দীর্ঘ
 কাজের ফাঁকে একটু ব্রেক দিন। কাজে
 মনোনিবেশ করা সহজ হবে।

0 comments:

Post a Comment