paidvers

PaidVerts

Sunday, February 21, 2016

মাএ ২০ টাকা খরচ করে সারা বছর মশা তারান ভিডিও সহ।।।।

কয়েলের মানব দেহের জন্য ক্ষতিকর দিকঃ
(১) আপনি যদি একটি মশার কয়েল টানা ৮ ঘন্টা জ্বালিয়ে রাখেন তাহলে ১৩৭টি সিগারেটের পরিমান বিষাক্ত ধোঁয়া আপনি গিলছেন।
 (২) কয়েলে যে গুঁড়া দেখেন সেটা এতটাই সূক্ষ্ম যে তা সহজেই আমাদের শ্বাসনালীর এবং ফুসফুসের পথে গিয়ে জমা হয়ে বিষাক্ততা তৈরি করে।
(৩) কয়েলের ধোঁয়া চোখের ভীষন ক্ষতি করে, দীর্ঘদিন ব্যবহারে চোখের ভয়াবহ ক্ষতিসাধন হতে পারে।
(৪) কয়েল মশাকে তাৎক্ষনিক মারে কিন্তু মানব দেহে স্লো পয়জনিং করে, ধীরে ধীরে মানুষ মৃত্যুর দিকে ধাবিত হয়।
এ্যারোসলে মানব দেহের জন্য ক্ষতিকর দিকঃ
(১) এ্যারোসল হার্টের জন্য খুবই ক্ষতিকর। মানব দেহের হার্ট সরাসরি এ্যারোসলের দ্বারা ক্ষতিগ্রস্থ হয়।
(২) এ্যারোসলের ক্যামিকেল চোখের ক্ষতি করে, দীর্ঘদিনের ব্যবহারে চোখের কার্যক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে।
কিভাবে বানাবেন মশার ফাঁদঃ
প্রয়োজনীয় উপকরনঃ
(১) দুই লিটারের একটি প্লাস্টিকের বোতল (সেভেনআপ/কোক/ফান্টা/আরসি কোলা যে কোন পিইটি বোতল)
(২) এক গ্লাসের তিন ভাগের দুই ভাগ (২০০ এমএল) ফুঁটানো ইষৎ গরম পানি
(৩) এক কাপের তিন ভাগের ২ ভাগ ব্রাউন সুগার (খোলা চিনি হলে ভালো তবে পরিশোধিত চিনি হলেও চলবে)
(৪) এক চামচ ইষ্ট (যে কোন সুপার শপ বা বড় মুদি দোকানে পাবেন)
প্রস্তুত প্রনালীঃ
 মশা থেকে মুক্ত থাকতে হলে আপনাকে প্রস্তুত প্রানালী ধাপে ধাপে অনুসরন করতে হবে। প্রথমে প্লাষ্টিকের বোতলটি উপর থেকে ৩/৪ ইঞ্চি রেখে একটি চাকু দিয়ে কেটে ফেলুন। তারপর নিচের বড় (বোতল) অংশটিতে ব্রাউন সুগার বা খোলা চিনা বা পরিশোধিত চিনি ঢেলে দিন। নাড়ানোর কোন প্রয়োজন নেই। তারপর এক কাপ ফুটানো পানি ঢালুন। তারপর এক চামচের তিন ভাগের দুই ভাগ ইষ্ট ছেড়ে দিন। এবার বোতলের উপরের অংশটিকে চিৎ করে বড় বোতলের ভেতর বসিয়ে দিন। খেয়াল রাখবেন বোতলের উপরের অংশের মুখের ছিপিটি যেন অবশ্যই খোলা রাখেন। কারন ওখান থেকেই মশা ভেতরে ঢুকবে। এরপর একটি টেপ দিয়ে বড় এবং ছোট অংশটির জোরা শক্ত করে লাগিয়ে দিন। ব্যস! হয়ে গেলো মশা মারার হোমমেড ফাঁদ। এবার ফাঁদটিকে ঘরের যেকোন কোনায় রেখে দিন। চলতে পারবেন পুরো এক বছর।
সর্তকতাঃ
বাচ্চাদের নাগালের বাইরে রাখুন। যাতে তারা ভুলে খেয়ে না ফেলে।
যদি মনে করেন এই পদ্ধতিটি ব্যবহার করে হাজার হাজার মানুষ উপকৃত হতে পারে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর কেমন লেগেছে সেটা আমাদের কমেন্টস করে জানাতেও ভুলবেন না। মশা থেকে মুক্ত থাকুন এই কামনায় আজকে শেষ করছি।
এখান থেকে ভিডিও দেখুনDownload

Saturday, February 20, 2016

বাংলালিংক দিচ্ছে ৫০এমবি ফ্রী।


বাংলালিংক দিচ্ছে ৫০এমবি ফ্রী।এই ডাটা নিতে ডায়াল করুন *166*661#
 মেয়াদ ৩দিন।
 চেক করুন *124*44#
 আমি পাইছি সেজন্য পোস্ট করলাম।

২১শে ফেব্রুয়ারী উপলক্ষে গ্রামীণফোনর নতুন অফার মাএ ৬৫ টাকায় ১ জিবি ৩ জি ইন্টারনেট ডাটা।


২১শে ফেব্রুয়ারী উপলক্ষে গ্রামীণফোনর নতুন অফার মাএ ৬৫ টাকায় ১ জিবি ৩ জি ইন্টারনেট ডাটা। যত ইচ্ছা তত বার।
এই অফার টি সবাই পাবেন।
মেগাবাইট পেতে ডায়াল করেন :
*5000*175#
মেগাবাইট চেক করতে ডায়াল করেন :
*566*13#
মেগাবাইটের মেয়াদ ৫ দিন। আর ইন্টারনেট ব্যবহার করা যাবে ২৪ ঘন্টাই।

Tuesday, February 16, 2016

Gp 2 Tk 100 Mb.......


গ্রামীণফোন গ্রাহকরা এই ফেব্রুয়ারি মাস উপলক্ষে পাচ্ছেন দারুন ইন্টারনেট মেগাবাইট অফার।
আবারো মাত্র ২টাকায় পাচ্ছেন ১০০ মেগাবাইট ইন্টারনেট।
মেগাবাইট কিনতে ডায়াল করুনঃ
*5000*156#
 সর্বোচ্চ ৩বার নিতে পারবেন।
মেয়াদঃ৭দিন।
মেগাবাইট চেক করতে ডায়ালঃ
 *566*10#

Monday, February 15, 2016

Gp Free 10 Welcome Tune....


ভ্যালেন্টাইনে ১০ টি ওয়েলকাম টিউন
 ডাউনলোড করুন একদম ফ্রি! ডায়াল করুন
 *4000*47# আর উপভোগ করুন ৫ দিনের
 সাবস্ক্রিপশন ও ১০ টি গান ফ্রি তে।
 সবাইকে ধন্যবাদ ।

Thursday, February 11, 2016

Gp Sim A 9 Tk 190 Mb....


এখন জিপি- সিমে 9 টাকায় 190 MB মেয়াত ৩ দিন
 ডায়াল *5000*111# এই অফার টি সিমিত সময়ের জন্য
ভালো থাকুন সুস্থ থাকুন ।