paidvers

PaidVerts

Sunday, January 3, 2016

Nokia pc suite ছাড়াই Pc তে নেট সংযোগ দিন শুধু মাত্র Bluetooth এর সাহায্যে....

আপনারা অনেকেই নোকিয়া মোবাইল এর মাধ্যমে PC তে নেট ব্যবহার করেছেন,  হ্যা আমিও করতাম,
এক্ষেত্রে Pc তে Nokia pc suite নামে একটা সফটওয়্যার ইন্সটল করতে হয়। এর পর ক্যবল  এর সাহায্যে কানেক্ট করতে হয়।

কিন্তু সফটওয়্যার বা ক্যাবল কোনোটাই ব্যবহার না করে আপনি চাইলে নেট সংযোগ দিতে পারেন।
প্রথমে আপনার ল্যাপটপ এর ব্লুটুথ অন করুন, তারপর PC থেকে যে মোবাইল এ কানেক্ট করবেন সেটি আড করেন,
এর পর আপনার Pc  এর ব্লুটুথ আইকনে রাইট ক্লিক করে show bluetooth devices  এ যান,  আপনার কাঙ্কিত ডিভাইস টার উপর রাইট ক্লিক করেন।
connect using> access point এ ক্লিক করুন

Dial-up-networking এ আপনার অপারেটর নাম টি দেখিয়ে দিন।
আপনারা অনেকেই নোকিয়া মোবাইল এর মাধ্যমে PC তে নেট ব্যবহার করেছেন,  হ্যা আমিও করতাম,
এক্ষেত্রে Pc তে Nokia pc suite নামে একটা সফটওয়্যার ইন্সটল করতে হয়। এর পর ক্যবল  এর সাহায্যে কানেক্ট করতে হয়।
কিন্তু সফটওয়্যার বা ক্যাবল কোনোটাই ব্যবহার না করে আপনি চাইলে নেট সংযোগ দিতে পারেন।
প্রথমে আপনার ল্যাপটপ এর ব্লুটুথ অন করুন, তারপর PC থেকে যে মোবাইল এ কানেক্ট করবেন সেটি আড করেন,
এর পর আপনার Pc  এর ব্লুটুথ আইকনে রাইট ক্লিক করে show bluetooth devices  এ যান,  আপনার কাঙ্কিত ডিভাইস টার উপর রাইট ক্লিক করেন।
connect using> access point এ ক্লিক করুন

Dial-up-networking এ আপনার অপারেটর নাম টি দেখিয়ে দিন।
ব্যস কাজ শেষ,
এবার ইচ্ছে মত নেট চালান কোনো ঝামেলা ছাড়াই...।

নিজের সাইট থেকেও কিভাবে আয় করতে পারেন...

আজকে দেখাবো কিভাবে নিজের সাইট থেকেও আয় করতে পারেন। যাদের নিজের কোন সাইট নাই তারা পারবেন না। কাজটি কঠিন নয়, খুবই সহজ, তাই সবাই পারবেন। আমি নিজে পেমেন্ট পেয়ে আপনাদের জন্য লিখতে বসছি।

এবার আসুন দেখি কিভাবে কাজ করবেন?

প্রথমে নিচের লিংক থেকে সাইনআপ করে নিন Click Hear

Announcement

Use Pop Under Code on your sites and increase your earning!
We have already completed 20271 invoices ! And total paid 41882.5 $.
Now Indian users can request Indian Recharge!
Now Only 150 clicks = 1 USD!

Our Services

  • Earn 0.005 $ per 1 click. Minimum payout is only 0.15 $
  • Refer your friends and get 25 Adv. points referral bonus.
  • We accept Recharge, Bkash (BD), Paypal, MoneyBookers, Payza.
  • Advertisers get 200 visitors by 1 USD.
  • Accept both Mobile and Computer visitors.
  • Payout request processed within 24 hours !

Latest Payouts

0.43 $ paid to bestpornworld [2016-01-03]
0.15 $ paid to shanto1990 [2016-01-03]
0.28 $ paid to shanto1990 [2016-01-03]
0.18 $ paid to maksudjr24 [2016-01-03]
0.15 $ paid to nowruj [2016-01-03]

User Menu

Live Stats

  • Total Users : 28926
  • Total Impression : 1969210897
  • Total Clicks : 7688164
  • Total Paid : 41882.5 $
 এবার নিজের ব্লগ থাকলে Get JavaScript Code ব্লগের গেজেটে এড করুন বা Get Pop Under Code টি টেমপ্লেটে যো করে নিন।




Saturday, January 2, 2016

নতুন বছরের জন্য নতুন দশটি জটিল কম্পিউটার গেমস দেখেন !!!

নতুন বছরের নতুন কিছু নিয়েই আজকের এই টিউনটি লেখা। ২০১৬ সালে কম্পিউটারের জন্য আসছে কিছু আকর্ষনিয় কম্পিউটার গেমস। তবে গেমস গুলো সব প্রিমিয়াম।

যা খেলতে আপনার মন অস্থির হয়ে থাকবে। গেমস গুলোর নাম এবং রিলিজ ডেট সহ প্রকাশ করা হল।

Far Cry Primal



প্লাটফর্ম: PC / PS4 / Xbox One
রিলিজ ডেট: February 23
গেমসটি একটি জুরাসিক পার্ক নিয়ে গঠিত। অন্ধাকারাছন্ন জঙ্গল নিয়ে গেমটি তৈরী করা হয়েছে। আপনি যদি আগে জুরাসিক মুভি দেখে থাকেন তাহলে গেসটির বিষয়ে বুঝতে পারবেন।

Tom Clancy's The Division


প্লাটফর্ম: PC / PS4 / Xbox One
এই গেমসটি একটি পরিবেশগত বাস্তবতার গেমস। গেমসটিতে একটি ভাইরাস সক্রান্ত শহরকে রক্ষা করার কাহিনী রয়েছে।
রিলিজ ডেট:  March 8

Uncharted 4: A Thief's End



প্লাটফর্ম: PS4
রিলিজ ডেট: March 18

Quantum Break



প্লাটফর্ম: Xbox One
এটি একটি নিছক কল্পনাপ্রসূত শুটার গেমস।
রিলিজ ডেট: April 5

Dishonored 2



প্লাটফর্ম: PC / PS4 / Xbox One
এটি গেসটি একটি পারলৌকিক ও রহস্যময় সিংহাসন সংশোধন করার কাহিনিতে নির্মিত হয়েছে।
রিলিজ ডেট: Spring 2016

No Man's Sky



প্লাটফর্ম: PC / PS4
এই গেমটি একটি প্রযুক্তি ভিত্তিক মহাকাশ, আবিস্কার ইত্যাদি নিয়ে নির্মিত হয়েছে।
রিলিজ ডেট: June

Horizon: Zero Dawn



প্লাটফর্ম: PS4
এই গেমসটি এলিয়েনস এর কাহিনি নিয়ে নির্মিত একটি গেসম।
রিলিজ ডেট: TBC

Doom


প্লাটফর্ম: PC / PS4 / Xbox One
এই গেমসটি একটি জম্বিয়ান গেমস।
রিলিজ ডেট: Spring 2016

Deus Ex: Mankind Divided



প্লাটফর্ম: PC / PS4 / Xbox One
রিলিজ ডেট: August 23

Mass Effect: Andromeda



প্লাটফর্ম: PC / PS4 / Xbox One
রিলিজ ডেট: Winter 2016

ডাউনলোড করুন $14.99 ডলার মুল্যের Next Launcher 3D

আপনাদের জন্য নিয়ে আসলাম ১৪.৯৯ ডলার মুল্যের Next Launcher 3D পেইড অ্যাপসটি। ডাউনলোড করুন আর উপভোগ করুন পেইড অ্যাপস
 পরবর্তী লঞ্চ 3D শেল এর মূল বৈশিষ্ট্য

    মাখনের মতো মসৃণ অভিজ্ঞতা অত্যন্ত অভিনব 3D প্রভাব
    রিয়েল 3D হোম স্ক্রিন পরিবর্তন প্রভাব ( ক্রিস্টাল , কাপড় , পাট এবং আরো শীঘ্রই আসছে )
    পর্দা সুইচিং এর ঝলসানি অ্যানিমেশন সঙ্গে অপূর্বসুন্দর 3D পর্দায় প্রাকদর্শন
    তার আকার, কোণ , শৈলী এবং ট্যাগ পরিবর্তন করে অনন্য আইকন শৈলী তৈরি ( আইকন এডিটর )
    আপনি কি সত্যিই ভালবাসেন একটি একক থিম মধ্যে বিভিন্ন থিম থেকে সমস্ত ভাল অংশ একত্রিত ( থিম মিক্স মোড )
    ঠারে সঙ্গে দক্ষ ও শক্তিশালী ব্যাচ এপস ম্যানেজমেন্ট
    হোম পর্দা এবং অ্যাপ্লিকেশন ড্রয়ারের মধ্যে পাওয়া পর্যন্ত 8 বিভিন্ন ঠারে
    আপনার ফোন বায়ু স্থান সব আইকন এবং উইজেট ফুঁ দ্বারা হতে পারে কিভাবে শীতল দেখুন ( ভাসমান মোড )
    হোম পর্দা রূপান্তরটি জন্য উন্নত জ্বলজ্বলে সীমানা প্রভাব
    ডক উপর 7 সারি পর্যন্ত সব আপনার পছন্দসই শর্টকাট
    3D লঞ্চার দেব টীম দ্বারা পরিকল্পিত পরবর্তী উইজেট , 3D থিম এবং লাইভ ওয়ালপেপার বিশেষ মুক্তি রাখুন .
    আরও তথ্যের জন্য দর্শন GOOGLE PLAY

DOWNLOAD HERE                ALTERNATIVE LINK



ভূল প্যাটার্ন চাপলেই ছবি তুলবে আপনার Android মোবাইল.....

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি
Android Software। এই এপটি অনেক কাজের।
ধরে নিন আপনার মোবাইলে কেউ ভুল প্যাটার্ন
চাপল। সাথে সাথে এই এপটি তার ছবি তুলবে..
নিচ থেকে App টি নামিয়ে নিন।
এবার Use করে দেখেন।
 
আশা করি ভাল লাগবে ..

Tuesday, December 29, 2015

এবার Traffic-mon-soon থেকে প্রতিদিন $1 থেকে $10 ডলার income করুন......

ট্রাফিক-monsoon কাজ করতে আপনার যা যা প্রয়োজন হবেঃ
*ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার / lapto
*একটি ইমেইল একাউন্ট।
* ১টি paypal/ payza account. account খোলার আগেই paypal/payza account খুলতে হবে। acount খোলার সময় paypal/payza এর email দিতে হবে। (বাংলাদেশে paypal support করে না, তই payza দিয়ে dollar withdraw করাই ভালো।
* দিনে সবোচ্চ 20 মিনিট সময়
* আর সবথেকে বেশি প্রয়োজন আপনার ইচ্ছা & ধৈয।
কাজের ধাপঃ
1. সঠিকভাবে একাউন্ট তৈরি করা।
2. সব এড সময় মতো দেখা।
3. রেফারেল বানানো।
4. 10টি surf এড নিয়মিত দেখা। (Referral থাকলে আবশ্যক)
5. ডলার কেস আউট করা। অথ্যাৎ টাকা আয় থেকে শুরু করে হাতে পাওয়ার A to Z.
এবার কাজ শুরু করা যাকঃ
1. সঠিকভাবে একাউন্ট তৈরি করাঃ প্রথমে আপনাকে ট্রাফিক-monsoonরেজিস্টার করতে হবে। রেজিস্টোর করতে নিচে Click here ক্লিক করুন।
 
REGISTER করতে এইখানে CLICK করুন এবার সাইটের হোম পেইজটি আসবে এখান থেকে register এ ক্লিক করে নিচের তথ্যগলো সঠিক ভাবে দিয়ে আপনার একাউন্টটি তৈরি করুন। এবার নিচের ছবির মত পেইজটি আসবে তাতে ক্লিক করে নিচের তথ্যগলো সঠিক ভাবে দিয়ে আপনার ট্রাফিক-monsoon একাউন্টটি তৈরি করুন।
* First Name : or Last Name : (এখানে আপনার নাম দিন)
* Phone: (এখানে আপনার মোবাইল নম্বার দিন)অবশ্যই আপনি সবসময় যে নাম্বার ব্যবহার করেন সেই নাম্বার দিবেন।
* Email Address : (এখানে আপনার ইমেইল একাউন্টটি দিন। এই একাউন্টে আপনার একাউন্টের সকল তথ্য দেওযা হবে)
* Retype E-mail: (একই ইমেইল একাউন্ট আবার দিন।)
* Enter Username: (এখানে একটি ইউজার নেইম নির্বাচন করুন। এর মধ্যে কোনো স্পেইস হবে না)
* Setup a Withdraw Code & Retype Code: (এখানে চার ডিজিটের বেশি একটি পিন নম্বার দিন। ডলার withdraw করার সময় এই পিন দিতে হবে। এই pin টি মনে রখবেন)
* Define Password (Letters and Numbers): or Retype Password: (এখানে আপনার একাউন্টের পাসওয়ার্ড দিন।)
* Payment Information: (এখানে যদি আপনার এতিমধ্যে পেইজা অথবা পেপাল অথবা ‍সলিডসার্স্টে একাউন্ট থাকে তাহলে দিয়ে দিন। (বাংলাদেশে paypal support করে না, তই payza দিয়ে dollar withdraw করাই ভালো।
*এবার I understand and fully agree to ট্রাফিক-munsoon Terms and Conditions Including that any purchase of service is non-refundable. মার্ক করে কেপচা পূরণ করে “Proceed” এ ক্লিক করুন।
এবার আপনি একটি সমস্যা দেখতে পারেন যে, সাইট আপনাকে বলবে আপনার আইপি দিয়ে ইতিমধ্যে একটি একাউন্ট খুলা হয়েগিয়েছে। এখন আপনি কি করবেন। আমি বলে দিচ্ছি, আপনি আপনার মডেমটি ডিকানেক্ট করে আবার কানেক্ট করুন। এবার Setup a Withdraw Code: or Retype Code: এবং Define Password (Letters and Numbers): or Retype Password: গুলো আবার আগের মত দিয়ে “Proceed” এ ক্লিক করুন। যদি আবারও না হয় তাহলে এভাবে দুই তিনবার চেষ্টা করার পরই একাউন্ট তৈরি হয়ে যাবে। “procced” button এ click করলে যদি আসে যে A verification code was sent to your account তাহলে বুঝবেন আপনার account হয়ে গেছে। এখন আনার gmail/ yahoo তে log in করুন। যদি উপরের লিখার মত না আসে তাহলে আপনার internet connection Disconnect করে আবার connect করে কয়েক বার চেষ্টা করুন, আসা করি হয়ে যাবে।
(Note: IP সমস্যা এর জন্য এমন না হতে পারে। এ সমস্যা দূর করতে Connection Off করে On করুন। বেশ কিছুবার করতে হতে পারে। তবে Register Under System এ যাবেন না।)
এবার আপনাকে আপনার ট্রাফিক-monsooon একাউন্ট ভেরিফাই করতে হবে:
ভেরিফাই করতে আপনার ইমেইল একাউন্ট চেক করুন। ট্রাফিক-monsoon থেকে আপনাকে একটি ইমেল দেওয়া হবে। ইমেইলে আপনার একউন্টের তথ্যসহ আপনার একাউন্ট একটিব করার একটি লিংক দেওয়া হবে। লিংকটিতে ক্লিক করে আপনার একাউন্টে পাসওয়ার্ড দিয়ে আপনার একাউন্টে লগিং করুন। আপনার একাউন্ট তৈরির কাজ শেষ।
2. সব এড সময় মতো দেখাঃ
একাউন্ট তৈরি করার পর আপনার কাজ হল প্রতিদিন নিয়মিত এডগুলো দেখা। এড দেখতে দিনে ২-৩ বার প্রতি ৩-৪ঘণ্টা পর পর account এ একাউন্টে লগিং করুন। [একাউন্টে লগিং করার সময়ও IP সমস্যা হবে। সমস্যা হলে মডেম ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে লগিং করুন।] লগিং করে কিছু এড পাবেন এড ভেলু 0.01 ও 0.02 হয় প্রতিদিন এই সাইট তিনবার এড দেয় তিনবারে ১০-২০ টি এড দেয়। প্রতিদিন নিয়মিত এডগুলো দেখুন। প্রতিদিন রাত ১২টার পর; দুপুর 12 টার পর এড দেয় তারপর সকাল ৫টার পর আবার এড দেয় আবার বিকালেও কিছু কিছু এড দেয় তবে প্রতিদিন দেয় না।
ads দেখার ধাপ সমুহ:
 account এ login করে নিচে গেলে নিচের picture এর মত দেখতে পাবেন click করুন। তবে রেজিস্টার করার সাথে সাথে এতো add নাও পেতে পারেন, তবে ২-৩ ঘন্টা পর পেয়ে যাবেন।
তখন নিচের ছবির মত কিছু ads দেখতে পাবেন claim button click করে নিচের ধাপ সমুহ অনুসরন করুন…
claim button এ click করলে নিচের picture এর মত আসবে 5 sec বা 30 sec বা 60 sec অপেক্ষা করতে বলবে অপেক্ষা করুন
কিছুক্ষণ অপেক্ষা করলে নিচের মত আসবে। তখন captcha টা box এ সংখ্যা লিখে “credit click” button এ click করুন।
box এ সংখ্যা লিখে “credit click” button এ click করলে নিচের মত আসলে বুজবেন আপনি সফল ভাবে ad দেখেছেন। এবার back to account এ click করে বাকি ads গুলাও same ভাবে শেষ করে নিবেন
এখন “back to account” button এ click করে এভাবে সব ad গুলো 3-4 ঘণ্টা পর পর দিনে 4-5 বার account এ log in করে দেখুন।
3. রেফারেল বানানোঃ
এই সাইটের সবচেয়ে ভাল দিক হচ্ছে ১০০% রেফারেল কমিশন। আপনি যেভাবে 0.4-0.5 সেন্ট প্র্রতিদিন পাবেন টিক একই ভাবে আপনার রেফারেল যদি নিয়মিত কাজ করে তাহলে আপনার রেফারেল থেকে আপনি আরও0.4-0.5 পাবেন প্রতিদিন। তাহলে আপনার যদি ১ জন রেফারেল থাকে তাহলে আপনি প্রতিদিন আয় করতে পারবেন 0.5+0.5 = $1 ডলার। এখন আপনি যত বেশি রেফারেল করতে পারবেন আপনি তত বেশি আয় করতে পারবেন এখন আপনি যদি প্রথম দিনই ২০ জন রেফারের বানাতে পারেন তাহলে আপনার প্রতিদিন আয় হবে, যদি ১০ সেন্টের এড দেয় তাহলে, ১০ × ২০ = ২ ডলার + আপনার আয় ১০ সেন্ট মোট ২ডলার ১০ সেন্ট এখন আপনি এইভাবে যত বেশি রেফারেল করতে পারবেন আপনার আয় তত বেশি হবে।
4. ১০টি surf এড নিয়মিত দেখাঃ
আপনি যখন রেফারেল বানাবেন যদি আপনি এই এডগুলো না দেখেন তাহলে আপনার একাউন্টে আপনার রেফারেলের আয় আসবে না। লগিং করার পর সামান্য নিচে “Start Surfing” বাটনে ক্লিক একটি এড দেখে “Next“-এ ক্লিক করলে আরও একটি এড অপেন হবে এভাব মোট ১০টি এড দেখে “Back to Account” বাটনে ক্লিক করে আপনার একাউন্টে চলে আসুন এখন দেখতে পাবেন “Start Surfing” এরনিচে একটি টাইম শুরু হয়েছে ২৪ ঘন্টার। এই ২৪ ঘন্টার মধ্যে আপনার যত রেফারেল যতটি ক্লিক করবে আপনি সবক্লিকের ১০০% কমিশন পাবেন। তাই এই ১০টি এড দেখা খুব প্রয়োজন
কতটা earn হবে এই সাইট থেকে। এখানে আপনি 0.15 এর এড প্রতিদিন sure পাবেন। আপনার ১ টা রেফারেল থাকলে পাবেন সেই পরিমান কমিসন। মানে আপনার এক দিনের আয় হল ০.৩$. এখন ভাবুন ১০ তা রেফারেল হলে কি হবে, ১০x০.15=1.5$। শুরু করার ক্ষেত্রে ভাল আয়। মাসে আয় হচ্ছে ৩০x১.৫=৪৫ আর কি চায়। আয় বারাতে শুধূ রেফারেল বারান,ব্যাসসসসস। ছাত্রদের জন্য এটি খুব ভাল উপায়, কেননা এতে বেশি সময় লাগে না আর যা টাকা পায় তাই জমা করতে পারে। ১ বছরে ২০ টা রেফারেল থাকলেই ১২x৯০=১০৮০$ যা টাকাতে ৮১০০০ টাকা। এটা তো তারা পড়াশোনা করতে টাকার অসুবিধা হলেও কাজে লাগাতে পারে, তাই না কি? আর সময় ও কম লাগে তাই পড়ার ও ক্ষতি হবে না।
কিভাবে দৈনিক 10$ আয় করা যায়ঃ নিচের হিসাবটি দেখুনঃ
Your Daily Earning = $0.5
1Referral = $0.5Daily Earning 
20refarel=$10 daily Earning
100Referrals = $50 Daily Earning
আশা করি বুঝতে পারছেন কিভাবে দৈনিক 10$ আয় করা যায়। এখন আপনি যত referral বানাবেন তত গুন আয় করতে পারবেন।
আমার ইনকামঃ আমিও কয়েকবার টাকা withdraw করেছি। আবার 3 দিনে $9+ ডলার হয়েছে. নিচে screenshort দিলাম দেখুন:
তো আপনারা আর দেরি না করে তারাতারি শুরু করে দিন.

Sunday, December 27, 2015

এবার ফাইল শেয়ার করুন 40Mbps speed এ চরম অ্যাপ

এন্ড্রয়েড দিয়ে করা যায় না এরকম কোন কাজ নেই।এন্ড্রয়েড এর একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ফাইল আদান-প্রদাণ করা,যা এন্ড্রয়েড আমাদের জীবনকে সহজ করে দিয়েছে তার দুর্দান্ত স্পীডের মাধ্যমে।সবাই জানেন ShareIT,কিংবা Zapya এর মাধ্যমে ৫-৬ এম্বি স্পীডে এক এন্ড্রয়েড ফোন থেকে অন্য এন্ড্রয়েডে ফাইল আদান প্রদান করা যায়।
তবে আর কতকাল এই ৫-৬ এম্বির মধ্যে পরে থাকবেন??এইবার আপনার চিন্তাধারা বদলান,এখন থেকে ৪০ এম্বি স্পীডে ফাইল আদান-প্রদান করুন।
৪০ এম্বি স্পীডে ফাইল আদান-প্রদান করার জন্য লাগবে SuperBeam যা ShareIT কিংবা Zapya থেকে অনেক বেশি ভালো।
তো আর কথা বাড়াতে চাই না এখুনি নিচ থেকে এপটি ডাউনলোড করে ফেলুন।



অ্যাপটি চালু হলে আপনার ফোনের ক্যামেরা দেখাবে। এবার যিনি ফাইল সেন্ড করেছেন তার ফোনে দেখানো QR কোডের উপর ক্যামেরাটি ধরুন।
কাজ শেষ ২ সেকেন্ড এর মধ্যে ফাইল ট্র্যান্স ফার শুরু হয়ে যাবে
App Name:SuperBeam Pro

Link: Download Now SuperBeam Pro

সবাই ভালো থাকবেন।ধন্যবাদ।
Get SuperBeam PRO now and unlock more awesome features:
★ Get rid of annoying ads.
★ Change the default saving location to any directory on any available storage (like external SD card).
★ Send and receive files to/from your computer through SuperBeam app for PC, using QR code or manual sharing key (get it from . By the way, it is compatible with Windows, Linux and Mac! *
★ Send entire folders and preserve their hierarchy.